-
শত বীর, কত নীর, সর্বোচ্চ ভারত শির,
কত দান, শত বান, সর্বশ্রেষ্ঠ ভারত! পৃথিবীর।
বৈচিত্রময় দেশ, বহু বেশে! ভারত সবার সাথে,
অনেক যুদ্ধ-জয়, মৃত্যু হেঁসে, মহৎ নেতার নেতৃত্বে।
যুক্ত ভারত, মুক্ত ভারত, মোদের ভারত মহান,
রইবে দেশের জয়গান, পবিত্র মোদের হিন্দুস্থান।-
ওড়ার যেটুকু স্বপ্ন ছিলো শুঁয়োপোকার আগে,
সেটাই এখন স্বাধীনতা প্রজাপতির ভাগে।-
তুমি যে স্বাধীনতা চেয়েছো,
তা ঘুমিয়ে আছে আজও
দ্রোহের আগুন জ্বলছে, বুকের ভিতর–
তুমি হারিয়ে গেছো যেদিন,
বিদ্বেষ ভরে উঠেছে মানচিত্র জুড়ে
ঘন কালো মেঘে ছেয়েছে আকাশ...
ফিরে এসো সুভাষ
তোমার-আমার এ দেশ ভালো নেই!-
ব্যক্তি স্বাধীনতা বলতে আমি যে বিষয়গুলি বুঝি তা হল---ভালোবাসা(love), সম্মান(respect), যত্ন(care), সংস্কার মুক্ত মন(open mindness), অন্তর থেকে কর্ম(work from heart), দর্শন(vision), শ্বাসক্রিয়া(breathing), অন্তরের ভেতরকার শান্তি (inner peace)।।
বর্গীরা দেশ ছেড়ে বিদায় নিয়েছে বলে দেশ হয়ত আজ স্বাধীন কিন্তু 'ব্যক্তি স্বাধীনতা??' ইচ্ছেদের স্পষ্টভাবে না বলতে পারা এমন কত মানুষেরা সম্পর্কের খাঁচায় পুরে হারিয়ে যাচ্ছে । ভেতর ঘরের স্বাধীনতা আমাদের কেউ দিয়ে দেবে না,তাই নিজেকেই নিজেকে স্বাধীন করতে হবে । আজ এই বিষয় নিয়েই আলোচনা করা যাক।।
(ক্যাপশনে চোখ রাখবেন ,এখানে লিখলে ধরবে না তাই। আলোচনাটা খুবই গুরুতর ।।😊)-
স্বাধীনতা চাইছো দেশের কাছে দশের কাছে
সবার আগে স্বাধীনতা পেয়েছো কি পরিবারের কাছে?
স্বাধীনতা কোনো লিঙ্গের নয়
স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতাও নয়,
স্বাধীনতা আমাদের সবার
স্বাধীনতা প্রাণ খুলে নির্ভয়ে বাঁচার।-
নীতির প্রকাশ্য সমালোচনায় ভারতবাসীর নয়নমণি;
সশস্ত্র বিদ্রোহের লক্ষ্য পক্ষপাতী হে বীরসৈন্য তুমি;
শৌর্য ও আপোষহীন রণনীতির আদর্শ সর্বাধিনায়ক গুণী;
প্রয়োগসিদ্ধ সর্বদিকে "নেতাজি" রূপী স্বাধীনতার বাণী;
রহস্যময় কর্তা "ফরওয়ার্ড ব্লক" -র কিংবদন্তি মানি;
নৃত্যনাটক "তাসের দেশ" -এ দেশনায়ক বরণ্য জানি;
বন্ধনীর মিষ্টিভাষী রক্তচেয়ে স্বাধীনতার আদর্শগুণ শুনি;
শত অভিবাদন উৎসর্গ আজি "সমাধিরেনকোজি" নামি।-
স্বাধীন দেশে জন্মেছি তাই স্বাধীন ভারতবাসী
ইতিহাসের পাতায় গিয়ে লড়াই শুনে আসি
প্রতিবছর উদযাপনে তবুও দ্বিধাবোধ
সত্যিই যদি স্বাধীন, মনে কিসের প্রতিশোধ !
রাজনীতি আর ধর্মে আজও অতীত দেখতে পাই
স্বাধীন দেশে আজও আমরা স্বাধীন হতেই চাই।
-