বিশ্বাস শব্দটা ছোট কিন্তু তার গুরুত্ব
অপরিসীম তার আছে গভীর বিশেষত্ব
মানুষের মধ্যে জাগায় মনুষত্ব।-
স্মৃতি ভালো হোক বা মন্দ
যতই মিশে থাকুক নানা রকম দ্বন্দ্ব
সবটাই রয়ে যায় জীবন খাতার পাতায়
যা সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হয়।-
ইচ্ছে যেটা কেউ মেরে ফেলে
কেউ আবার উড়তে সাহায্য করে
আসলে
ইচ্ছের সংজ্ঞা কি?-
স্বাধীনতা চাইছো দেশের কাছে দশের কাছে
সবার আগে স্বাধীনতা পেয়েছো কি পরিবারের কাছে?
স্বাধীনতা কোনো লিঙ্গের নয়
স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতাও নয়,
স্বাধীনতা আমাদের সবার
স্বাধীনতা প্রাণ খুলে নির্ভয়ে বাঁচার।-
নারীর সাহায্যে নারীর মৃত্যু
লড়ছে আজ নারীর দল
আগুন জ্বলছে সবার চোখে
চলছে ঝড় প্রতিবাদের
ন্যায়ের আসায় সবাই বসে
আসামীর সাজা হোক।-
স্বাধীনতার প্রাককালে
আগুন জ্বলুক মশালে
প্রতিবাদ পাক সফলতা
নারীর হোক স্বাধীনতা
বেঁচে থাকুক নারীরা
আগামীর দিশারীরা।।
#হোক_প্রতিবাদ
-
My private time is the time that is only mine,
When I can share my happiness and sadness with myself.-
প্রিয় শহর ,
কলকাতা,
তোমাকে দেখেছি বর্ষাস্নাত হতে
তোমাকে দেখেছি শারদপ্রাতে,
তোমাকে দেখেছি পূর্ণিমার চাঁদনী রাতে
তোমাকে দেখেছি গরমে ঘর্মে সিক্ত হতে
তোমাকে দেখেছি গ্রীষ্মের খরতাপে তপ্ত হতে,
তোমাকে দেখেছি শীতের কনকনে ঠাণ্ডাতে
তোমাকে দেখেছি দুর্গোৎসবের জনপ্লাবনে ভাসতে
তোমাকে দেখেছি আলোকসজ্জায় সজ্জিত হতে,
তোমাকে দেখেছি উত্তর কলকাতার অলিতে গলিতে
তোমাকে দেখেছি প্রেমের কলকাতা হতে
তোমাকে দেখেছি বনেদিয়ানা ও সাবেকিয়ানাতে
তোমাকে দেখেছি বসন্ত উৎসবে রঙিন হতে
তোমাকে দেখেছি ঐতিহ্যের আড়ম্বরে মুড়ে থাকতে।।-
জন্মানোটাই যখন সবার কাছে অযাচিত ,
জীবনে তো হবেই তুমি সবার কাছে অবহেলিত। ।-
চাঁদনী রাতে
তোমাতে আমাতে
যে স্বপ্ন ছিল কল্পনাতে
আমি রয়েছি মগ্ন তাতে।।-