প্রেমে তো সবাই পড়ে...
নিজের প্রেমে পড়ে কজন?
বেসেছ কখনো নিজেকে?
ভালো বাঁধন ছাড়া ভেবেছো নিজেকে নিয়ে...
বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে
নিজেকে রেখো ভালো নিজের ভালোবাসায়।।-
প্রেমে পড়ার অনেক কারণ থাকে...
কিন্তু তুমি প্রেমে পড়ছো কিসের উপর?
সদাই কি প্রেমে পড়তে হয় কোন মানুষের উপর??
না না, প্রেমে তো পড়া যায় পছন্দের বই এর উপর,
প্রেমে পড়া যায় প্রাকৃতিক সৌন্দর্যের উপর কি নিদারুন হয় সেগুলো।
প্রেম করা যায় নিজের কোন ভালো লাগার জিনিসের উপর,
সর্বোপরি নিজের প্রেমে পড়ার আলাদাই মজা,
কখনো পড়েছো নিজের প্রেমে
দেখো একবার সেই ভালো লাগার যেন আলাদাই মাত্রা হয়।-
প্রেম অকথিত এক অনুভূতি
যা বিরহের প্রেম রসে আচ্ছাদিত
প্রতিটি ক্ষণ যেন অজানা সাগরে পাড়ি দেয়
প্রেম সদাই নারী পুরুষের প্রেম নয়
প্রেম রসে আরেক নাম শ্রীকৃষ্ণ প্রেম
যে প্রেম বড়ই মধু বড়ই আনন্দময়
যে স্বাদ কৃষ্ণ প্রেমে
তাকে খুঁজি চারিপাশে
রয়েছে তা অন্তরে লুকায়
তাই বলি, কৃষ্ণ প্রেম মধুর প্রেম-
স্বাধীনতা শব্দটা কি সত্যিই নিজে স্বাধীন
নাকি পরাধীনতার আচ্ছাদনে আবৃত একটা শব্দ মাত্র
যার কোন মূল্যবোধ নেই
শুধু শব্দ হয়েই বেঁচে আছে।-
বন্ধ দরজার দেয়ালে জানে
অশ্রুকণা কত ঝরে,
কটু কথা বাজে কানে
মনকে বোঝাই বারে বারে,
সবই যে ঠাকুরের জানে
নেবে তোমায় আপন করে।।-
আপন মিনারে
খুঁজি তোমায় বারে বারে
স্মৃতির পাতাটারে
পাল্টাই বারে বারে ,
থাকিতে চাই তোমার বক্ষ পাঁজরে
রাখিও মোরে তব অন্তরে
সময়ের মরিচা খানি রে
সরিয়া রাখিও অনেক দূরে।-
পুরাতন বাটি
পুরনো স্মৃতি
পুরনো রীতিনীতি
সবই যেন সম্পূর্ণ খাঁটি,
দিন বদলায়
আবছা হয় স্মৃতি
পড়ে থাকে সমস্ত রীতি
সময় এগিয়ে যায়।।-
বিশ্বাস শব্দটা ছোট কিন্তু তার গুরুত্ব
অপরিসীম তার আছে গভীর বিশেষত্ব
মানুষের মধ্যে জাগায় মনুষ্যত্ব।-
স্মৃতি ভালো হোক বা মন্দ
যতই মিশে থাকুক নানা রকম দ্বন্দ্ব
সবটাই রয়ে যায় জীবন খাতার পাতায়
যা সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হয়।-
ইচ্ছে যেটা কেউ মেরে ফেলে
কেউ আবার উড়তে সাহায্য করে
আসলে
ইচ্ছের সংজ্ঞা কি?-