চারিদিকে এতো মুখোশ পরা মানুষ
বোঝায় যায় না উদ্দেশ্য কার কি
মিষ্টি মুখে থাকে সর্বক্ষণ
পিছন থেকে বসায় ধারালো তির
দাবি করে কাছের মানুষ হয়ে
শত্রুর থেকে ও এক পা আগে চলে
-
স্মৃতির আনাচে কানাচে কার্নিশে,
প্রজাপতি বৃষ্টি হয়ে হাঁটতে হাঁটতে ভুলে যাই
পুরোনো বন্ধুত্বের নামে
অনেক শত্রুতার ইস্তাহার জমেছে আমার সমাজে
ছুটি দিও সমাজ, আমি বরং মেঘ হই!-
লুকিয়ে থাকা শত্রুদের চিনতে সময় লাগে।
যারা তোমার সামনে তোমার সাথে এমন আচরন করে
মনে হবে ওরা না থাকলে, তুমি নিঃস্ব হয়ে যেতে।
কিন্তু তোমার অবর্তমানে তোমার নামে
এমন এমন কিছু কুৎসিত মন্তব্য করে
যা তুমি শুনলে, নিজের কানকেই বিশ্বাস করতে পারবেনা।
তাই খুব শ্রীঘ্রই বন্ধুর আড়ালে থাকা শত্রুদের চিনতে শেখো।-
আমার শত্রু এখন সময়, যে নিজের নিজের মুল্য বোঝাতে বারংবার স্বরূপ প্রকাশ করছে মুখোশের আড়ালে |
জানি না কবে মুক্তি পাব, তবে সময়ের সামনে মাথা নত করব না|-
ছুরির আঘাত তুমি হেনেছ, আমি রাখিনি মনে
সুবিচার পাক আমার শত্রুও, তাই আজও আছো গোপনে।-
শত্রুরা আজ সাহসী মূর্খতার বহিঃ প্রকাশ,
উদগ্রীব চাহনী,সুস্থ চেতনা বিষণ্ণ।-
আমাদের সবথেকে বড় বন্ধু হল স্বপ্ন,
কিন্তু সেই স্বপ্নই আমাদের সবথেকে বড় শত্রু হয়ে ওঠে যখন আমরা তা অত্যধিক দেখে ফেলি।
তাও আমরা দেখি,কারণ ওটা বাঁচা যায় না।-
এ জনমে নাইবা হলো
পর জনমে থাকুক,
এ জনমে শত্রু হলেও
পর জনমে বন্ধু হোক। — % &-