Soumanti Sinhababu   (An Obscure Existence)
127 Followers · 26 Following

30 NOV 2020 AT 19:25

শাখাপ্রশাখা চমকে ওঠার ফিরতি হাওয়ায় এক একদিন মনের জীর্ণ পত্রালী বিশ্বাস তুলে তাকিয়ে দেখি

সবুজ মনির নিস্তরঙ্গ চোখ নিয়ে গুনছে সে, চিলতে জ্যোৎস্না, সাপলুডোর ছকে গাঁথা আমাকে...

কখনো আমি, কখনো ছায়া কিংবা কখনো ভুলভাল সমান্তরাল মহাবিশ্বের সিঁড়ি বাইতে বাইতে

গাছটা আমার নীরবতাই অঙ্কে জোটায়... ইতিহাস হয়ে ত্রিকোনমিতি আঁকে অঙ্কেরা!

আজ নয়... এসব বেশ শ্যাওলাধরা কথা... শব্দের ইটে খোঁজ নিয়ে দেখো, অন্ধকার ঘনিয়েছে বেশ

সেই কোন সমুদ্রনীল বিকেল থেকে বসে বসে এইখানে পাথরের মত আটকে যাচ্ছি একলা রাস্তায়

শিকড় ধরে লতিয়ে ওঠে অশ্বত্থরঙা শীত...হাওয়ার শ্বাস- প্রশ্বাসে ভাবছে সে!

ভাবছি আমিও মাঝে মাঝে, চৌরঙ্গি মনের গলিঘুঁজি বেয়ে

অনেকবার! অনেক প্রজন্মের পর কলমের প্রজাপতি ধরে ফুল ফোটাতে ফোটাতে

নিজেকে চিনেছি খসা পাপড়ির ভাঁজে... পাতা-মুকুলের কোনা বেয়ে যাওয়া সেই পথে

যেখানে কখনো বর্ষা নামে, অলস হেমন্ত হাত গুটিয়ে বসে থাকে, পাতাঝরা মরসুমের চাদর গায়ে

অস্তিত্বে দেখি, আয়ুরেখা গাছ দেখে আমাকে... একটা একটা করে কল্পবর্ষ হাঁটতে থাকে পায়ে পায়ে!
জানো, এই আমি আজও আমার কল্পনামাত্র!
-Soumanti Sinhababu

-


19 SEP 2020 AT 12:19

মনের ওপরের মলাট সরিয়ে মাঝে মাঝে দেখি জন্ম নিচ্ছে সেই বইটা, আজও যা হয়নি পড়া!

-


4 SEP 2020 AT 16:05

মাইলফলকে এক একটা আয়ুর রোদ্দুরভেজা স্তবক পার করে প্রতিদিন পা রাখি আরেকটু নদী হওয়ার পথে, আর খানিকটা ক্ষয়ে যাওয়ার খরস্রোতে!

-


3 SEP 2020 AT 8:09

প্রতিবর্ত অভ্যাসের কাঁটা ফেলে আস্তে আস্তে বেনামী উপকূলে সরে যাওয়ার ভোরে

বহু আলোকবর্ষ নুব্জ আমার কম্পাস স্থির হয়ে আসে সমুদ্র ডানায়

পুরোনো কলমের মত শব্দের তীরে স্রোত রেখে যায় এক এক বিন্দু অন্ধকার!

অন্ধকার অঞ্জলিতে নীহারিকা গেঁথে তুলি... নীহারিকাকে সাজাই কখনো শহর, কখনো দেশ

কিংবা মাস, সপ্তাহ, ভালোবাসা অথবা কোনোদিন একবন্দর বিশ্বাস!

কেউ দেখেনি তাকে... সে দ্বীপ বহুদূর একাকীত্বের বালুচরে ...

খানিক কুয়াশা, অনেক নক্ষত্রান্তর অনেক মৃত্যু পর

মুক্তো-ঝিনুক রূপকথা লিখেছিল যে অক্ষরের গায়ে

সেই অক্ষর ছুঁয়ে! ভাবনার ঢেউ বেয়ে ধীরে ধীরে পরিচিত আবছায়া ধরে চোখের পাতার কিনারে
ধীরে ধীরে বুঝি, নৈঃশব্দ একলা জানে শুধু আমার আসল নাম!

-


17 AUG 2020 AT 21:48

বাড়িয়ে দেওয়া আলো-বিন্দুর আঙুলগুলো ঝাপসা হওয়ার সন্ধ্যায় নিঃসঙ্গ ছায়াটুকু খালি বাঁচতে শিখিয়েছিল কর্নিয়ার ঘরে, নিকটদৃষ্টি অভ্যাস আঁকড়ে!

-


16 AUG 2020 AT 20:25

আয়নার গভীর ডুবজলে তলিয়ে যাওয়া ওই সমান্তরাল মহাবিশ্বটার কাছে হলো না কোনোদিন প্রতিবিম্ব থেকে আসল হয়ে ওঠা!

-


15 AUG 2020 AT 22:21

রক্তে বাঁচিয়ে রাখা অনুভূতি প্রজন্মান্তরে হয় সাহসী নদী...বিশ্বাস দেশপ্রেম!

-


15 AUG 2020 AT 21:34

When my heart cries with that symphony of national anthem, brain bends in respect, nerves tremble, eyelashes twitch and my soul touches the epitome of the universe
but still I stand erect...I fall in love!

-


15 AUG 2020 AT 21:19

প্রতিবার ভারতবর্ষ শব্দটা উচ্চারণের সাথে সাথে ভালোবাসার শতক, সহস্রাব্দ হেঁটে যায় শব্দের উপর দিয়ে... নীরবতায় থমকে তার শিকড় আঁকড়ে ধরে হৃদয়ের মাটি!

-


15 AUG 2020 AT 18:10

ভিড়ের মধ্যে হঠাৎ হারিয়ে ফেলা লাজুক সুরটার হাত আঁকড়ে ধরলে আঙুলের কোনা
তোমারও কি ফিরে তাকায় মন হঠাৎ করে...হঠাৎ করে কি আস্ত মাঠ-ঘাট উঠে আসে চোখের তারায়?
তুমিও কি দেখো ঘাসসবুজ সুখ ঝরতে ঝরতে মুক্তো হচ্ছে, শিশির গড়াতে গড়াতে শীত শিরার গায়ে
হৃদয়ের কোনো অচেনা গাঁয়ে?হয়তো সেখানে সর্ষেফুল ফোটে... ফোটে খালবিল, শালুকপাতা
উথাল-পাথাল সোনা,নীল, শুভ্রতা, মরচেরঙে উপচে আসে খাতা
গুটি গুটি আকাশ ডানা মেলে দেয়, তখন,পারলে তক্ষুনি ওর থেকে
একটা ভালোবাসা চেয়ে নিও,এমনি একটা ভালোবাসা,যাকে
যেমন ইচ্ছে সাজাতে পারো মেঘ, বন, গঙ্গা-যমুনা কিংবা তিস্তা-বিতস্তা,খাঁজ-ভাঁজ
চেরাপুঞ্জি হয়ে হাসাবে যে, রোদ্দুর হয়ে কুমায়ুনের চুড়ির শব্দে নামতে নামতে কন্যাকুমারী দুর্গা হবে মাঝে মাঝে!
আবার একদিন সেও মিছিলে যাবে জ্বলে,দুর্গারই মত তার রাত্তিরটুকু লুকিয়ে সাবধানে
তুমি তিনসাগরের নোনাজলে ভাসিয়ে দিও ইশ্বরের দরবার আনমনে
যোজিলার নক্ষত্র পুরুর মত জেগে থাকবে তোমার স্বপ্নটায়!
তাও যদি ট্রাফিকের কলরবে, শিশুগাছে যন্ত্রনার দল তোমাকে এসে ফিসফিস করে গল্প শোনায়
ঘৃণায় নিংড়ে, লজ্জায় মুচড়ে যেতে যেতে স্থির রাখো শব্দে গেরুয়া
যদি এই কবিতা দিয়েই হুট করে আলো ছিটিয়ে দাও এক রামধনুছোঁয়া
তবে ওই স্বাধীনতার অন্তরীক্ষ তোমার চৌকাঠ, তুমিও ভালোবাসাকে ডেকো ভারতবর্ষ বলে!
-An Obscure Existence
(soumanti Sinhababu)





-


Fetching Soumanti Sinhababu Quotes