"রেললাইনের দুই লাইন ভাবায়,সঙ্গে চলো,কিন্তু ছোঁয়া বড়ো দায়,
তুমি আমি ওই দুই লাইন সমান,সজোরে ছুঁতে গেলেই ট্রেন অসহায়।।"-
জংশনে যদি হয় বাড়ি, তবে
ট্রেন দাঁড়ালে আনন্দে আত্মহারা!
আর যদি এমন না হয় ,তবে
ট্রেন কখন ছাড়বে তার তাড়া!-
অজান্তেই স্মৃতির দেরাজে রাখা কিছু শুকনো গোলাপের পাপড়ি ঝরে পড়ল.... নেপথেলিন আর পারফিউমের গন্ধ মাতানো, বেনারসি শাড়ীর ভাজ আরও একটা বছর দীর্ঘতর হলো..... সময়ের কাটা আরও একবার জানান দিয়ে গেল বয়সের ছাপ... ফোটো ফ্রেমে বাঁধানো ছবি মুচকি হাসি দিলো অগোচরে.... নিরবেই খসে পড়লো আরও কিছু তারা.... রেললাইনের ট্র্যাকদুটি আজও সমান্তরালে ছুটে চলেছে পাশাপাশি নিঃশব্দে ... অজানা গন্তব্যের উদ্দেশ্যে !!
-
""হতে পারে তাদের মাঝে দূরত্ব,,
তবুও তারা চিরকাল একে অপরের পাশে থাকে...""
(রেললাইনের পাত)-
আমার সংগে তোমার সাথে চলা ঠিক ততটাই অসম্ভব
যতটা নদীর দুটি তীর এক হয়ে যাওয়া।-
ট্রেনের সমান্তরাল রেললাইন চিরজীবন পাশাপাশি থাকতে হয় তবুও কেউ কাউকে স্পর্শ করতে পারে না। লাইফে এমন এমন সিদ্ধান্ত নিতে হয় কখনো কখনো। কাছে না থেকেও মন থেকে ভালো রাখতে হয়।
-
তোমার আমার সম্পর্কটা যেন রেললাইনের মতো হয়, মিলিত না হলেও, চিরকাল পাশাপাশি থেকে যায়!!
-
রেললাইনের ফিশপ্লেটে জোড়ালাগা সম্পর্কের ঘর্ষণ
স্মৃতির কামরায় অভিমানী মূহুর্তের অকালবর্ষণ।-
প্রেম হারিয়েছে গলি, পেরিয়েছে শহরতলি,
ভুলেছি সে'দিনের উৎসব, শুধু রয়েছে ব্যস্ততার কলরব।-
"হাত বাড়ালেই দুর্ঘটনা, সামলে চলো, লাগছে ভীষণ অসহায়,-
রেল লাইনের ওই দুই লাইনই শেখায়, এভাবেও ভালোবাসা যায়।"-