Enter to the 'happy' state of mind
with whatever you like...-
Shilpa Gatait
(✍Shilpi)
456 Followers · 79 Following
I am no one but a beautiful soul...
Joined 24 July 2020
19 JUN 2022 AT 21:22
Wait till the cloud passes,
Wait till the sunshine peeps;
Miracles happen everyday -
Believe the strength it gives...-
19 JUN 2022 AT 17:13
শ্বাস দেয় যে, আশ দেয় যে, সাহস, যা যায় যাক,-
সবার মাথায় বাবার মতো একটা আকাশ থাক।...-
28 JUN 2021 AT 12:13
তেলা মাথায় তেল দিয়ে নেই লাভ,
চেরাপুঞ্জিতে বৃষ্টি সবাই পায়।
দেখবো তুমি কেমন শক্তিমান,
পারলে, এক টুকরো মেঘ রেখো সাহারায়।-
12 FEB 2021 AT 21:20
ওরা আমায় বন্য ভাবে ভাবুক
তুমি আমার অন্য কেউ তো নও
ঘুম ভেঙেছে তীব্র অনাহারে
শোক ভুলেছি, সুখ দিয়ে সাজাও।
ওরা আমায় পাগল বলে বলুক
দেখুক তারা নিজের আরশিখানা,
কোন নিয়মে কোথায় লেখা আছে
সাদা থানে প্রেম করতে মানা?
ওরা শেখাবে ভালোবাসার মানে? সৃষ্টি করেছে জাতি-ধর্ম-দ্বেষ;
ভালোবাসবো পেরিয়ে পরিসীমা, ভালোবাসাটা ভালো রাখার অভ্যেস...-