"আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিচার করিও না, কেননা প্রতিচ্ছবিও ধোকা দিতে পারে।"
-
নিজের লেখা সংরক্ষনের প্রচেষ্টা মাত্র।
I'm on Instagram as @khanriaz01.
T... read more
মোর শিলা চিত্ত হইয়াছে চূর্ণ-বিচূর্ণ।
সত্তায়ে হারিয়েছি যে তারে,
আহারে আহারে কি যে করি
খুঁজিয়া যে পাইনি তারে।
-
কোন এক নিঝুম রাতে
ল্যাম্পপোস্টের আলোতে,
সিগারেটের ধোঁয়ায়।
সময় পার করে দেওয়া মানুষগুলো
এই সভ্যতায় খুব বড্ড একা,
চোখভর্তি কতশত স্বপ্ন,
শুধুমাত্র ভোর হওয়ার আশায় ।-
হাতে হাত রেখে আজ করি শপথ,
দেশমাতার আজ কঠিন বিপদ।
কে হিন্দু কে মুসলমান,
এই তো নয় ভ্রাতৃত্ব পরিচয়।
নাঙ্গল বানাতে যেমন কামার প্রয়োজন,
ফসল ফলাতে কৃষক।
হাতে হাত রেখে আজ করি শপথ,
ভ্রাতৃত্ব এই বন্ধন যেন থাকে অটুট আজীবন।-
নিজের প্রতি খেয়াল রাখতে।
জানি তুমি অনেক ব্যস্ত,
তার পরেও তুমি কি বোঝনা!!!
তোমার হাতের স্পর্শ ছাড়া আমার দিনটা শুরু হয় না।
একটু সময় পেলে খবর নিও,
তোমারি অপেক্ষায়।
ইতি-
বয়সের সাথে হয়তো মনটাও বুড়ো হয়ে যাচ্ছে,
কই আগের সেই আনন্দ, উচ্ছাস, দুরন্তপনা;
কিছুই এখন আর ভালো লাগেনা।
বয়সের সাথে সাথে যখন দায়িত্বটা ঠিক ঘাড়ের উপর, চেপে বসে, তখন মনের বয়সটা দ্রুত বেড়ে চলে।-