অগোছালো_ছন্দ   (অগোছালো ছন্দ)
174 Followers · 67 Following

read more
Joined 13 June 2017


read more
Joined 13 June 2017

রোষানলের মশাল জ্বালো ঐ চিতার আগুন হতে
দশ বছরের সদ্য কুঁড়ি খসল বৃথা বৃন্ত হতে
তুমি ফিরলে উৎসবে
ঘরের মেয়ে ফেরে 'শবে'
মূর্তি পুজোয় আলোর রোশনাই
ঘরে ঘরে প্রদীপ নেভে।




-



একটা ধবধবে সাদা কাপড়ে ঢাকা পার্থিব জীবন
দূর থেকে করছি পর্যবেক্ষণ
সম্মুখে যেন আমারই দর্পণ
শিয়রে ধূপের ধোঁয়া রজনীগন্ধার সুবাস
শুয়ে আছে টানটান নেই এপাশ-ওপাশ
এমন নিশ্চিন্তে যেন ঘুমায় নি বারোমাস
আত্মার সম্পর্করা ঘিরে রয়েছে দেহ
চুপচাপ নিষ্পলক অশ্রুসজল কেহ কেহ
হতবাক আমি ভাবছি মনে মনে
এমন কি হচ্ছে আমার সনে
খানিক পর ফিরল সম্বিৎ
শরীরে যেন বরফঠান্ডা পৌষের শীত
দৃষ্টি বিমুখ জাগতিক ছায়া
ত্যাজ্য সগোত্রের মায়া
চিরকালীন চিরনিদ্রায় অপার্থিব কায়া।

-



বারুদ ধোঁয়া লাশের গন্ধে ব্যাভিচার মিশে থাকুক
পিতৃপক্ষের অবসানে পুরাতন রেডিওটা আবারো বাজুক।

-



আগমনীর সুরে বিলম্বিত অস্তরাগ
শরতের আকাশে অস্হির মেঘের বেহাগ
কাশফুলের রাজ্যে ব্যারিকেডে সোহাগ
পূর্বরাগে নাস্তিকতা প্রেম প্রতিবন্ধ
তবু
মনের গোপন কোণে সংগোপনে
আড়ি পেতে বসে অপু-দুর্গার রেলগাড়ির শব্দ।

-



আহ্নিক গতির প্রসেসরে মায়াবী ঘোর
শরশয্যায় বিছানো শিউলির চাদর
শিয়রে বসে থাকে নির্লিপ্ত জন্মান্তর
নাশকতা জাগে জংধরা স্বপ্নে নিরন্তর
স্লিপিং পিলে হাতড়াতে থাকে ব্যর্থ চরাচর
ইন্সস্টলমেন্ট খোঁজে নৈতিক দায় ঘুমের ভিতর।

-



একটা অপেক্ষমান ছাদবারান্দা
নীলচে আশার নিয়ন আলোয়
আকাশের বুকে জমাটবাঁধা অভিযোগের মেঘ
কাঁচের শরীরে তখন এলোমেলো ক্রসচেক
আরামকেদারা এমনই দুর্বোধ্য নাছোড়বান্দা।
ঝাড়বাতির লন্ঠনে ঝুলন্ত অনুযোগের ধন্দ
ফুলদানির ফুলে কেমন প্রত্যাহারের গন্ধ
প্রত্যুত্তরের বাতুলতায় স্ট্যাটাসে বেমানান ছন্দ
বেওয়ারিশ টেবিলে অঘোষিত মেলোড্রামার মুখবন্ধ।

-



কথার ওপর কেবল কথা কথা অনর্গল
নিভে গেছে যে ঘরে বাতি নিষিদ্ধ আলোর কোলাহল।

-



না বলা কথাদের ভিড়ে সূক্ষ্ম সূচক
অনুভূতি
অস্পৃশ্যতার ঘেরাটোপে মৃত চৌহদ্দির বিভূতি
যানজট ভগ্নস্তূপেও
নিরুদ্দেশ জীবাশ্মের প্রস্তরীভুত বিবৃতি
কাল্পনিক লজিকে ক্ষয়ে যাওয়া সহানুভূতি।
ব্যস্ততার অজুহাত সিগন্যালেও
জিঘাংসার পাঁজরে সংগুপ্ত আত্মাভিমান জাগরুক
মায়াময় স্পর্শকাতর কালস্রোত
স্বৈরাচারী পোশাকের অন্তরাল ভেঙে
আবার ভালোবাসুক।

-



যদি ধরো ভরা শ্রাবণে
দুকূল নাই ভরে বর্ষণে
তবে বৃষ্টি লিখো সই
আগমনী বার্তার আনন্দের গানে
ক্ষণিকের অতিথি যে
সেই আশ্বিনে
ভুলে যাই নাই
আছে সব স্মরণে
সত্যের প্রকাশিত আলোকরশ্মি বিকিরণে
জাগ্রত হবে অন্তরাত্মা
কিছু ই রবে না গোপনে।

-



নৈতিকতার গহ্বরে হাতড়াতে থাকা আত্মাভিমান
নৈঃশব্দ্য কায়েম রাখা চুপকথারা বেমানান
নোনাজলের আত্মকথা ধরা পড়ে পাছে
অধরা কবরের পাশে ভাগ্য শুয়ে আছে।

-


Fetching অগোছালো_ছন্দ Quotes