প্রাপ্ত হয়েছে স্মৃতির বয়স বন্ধুত্বের টানে
ভিজে যাওয়া চোখের পাতায় লেগেছে আজ নতুন রুপ।
-
স্মৃতির আকাশ ঘিরে ইচ্ছেরা নিষ্প্রাণ;
কালো মেঘে সজ্জিত অশনির নবরূপ।-
মুখ-চোখ-ঠোঁট-নাক ওরা কোথায় থাকে তা তো জানা নেই !
শুধু মনের ঠিকানা পেয়েই মন দিয়ে এসেছি .....-
দূর থেকে দেখে যারে ভেবেছিলাম মুক্ত কন্ঠহার
কাছে যেতেই তা সহসা মিলিয়ে গেল, বৈচিত্র্যময় হল তার আকার।
দূর হতে যারে মনে হয়েছিল শ্যামলী, হরিৎ ক্ষেত্র
নিকটে গিয়ে দেখি তা শুষ্ক মরুভূমি, জল সেথায় দুষ্প্রাপ্য।
তাকে ভেবেছিলাম দুঃসময়ের সঙ্গী, বিশ্বাস করেছিলাম অবিরত...
সুশ্রী মুখের কুঞ্জছায়ায় মেতে ভুলেছিলাম তার নিকৃষ্ট রূপ আছে যত!
মুখোশের আড়ালে তা লুকিয়েছিল, সাধনাতেও পাইনি দেখা তার--
আমাকে বানিয়েছে তুরুপের তাস, বিশ্বাসের স্থানে আশ্রয় করেছে ছলনার ঘর!
দূর থেকে দেখা সুগন্ধি ফুলেও থাকতে পারে বিষাক্ত কাঁটা,
মানুষ চেনা সহজ নয়, কৃত্রিম হাসির আড়ালে থাকে প্রকৃত রূপ ঢাকা।-
চুপ কথারা প্রাণ পাবে আজ বৃষ্টিমুখরতায়,
কবিতারা সব উঠুক সেজে নিয়ে আপন রূপ।-
সময়ের মোড়ে হারিয়েছি প্রিয় স্মৃতির সুর,
এডিটের জাদুতে বন্ধুদের আজ ছদ্মবেশী রূপ॥-
স্মৃতির ধুলো মুছি অশ্রুজলে
শৈশবে হারানো দিন দেখি আজ স্বপ্ন স্বরূপ ।-
উষ্ণ, রূক্ষ, ধূসর পথে নীরবে এগিয়ে চলে স্নেহের ফল্গু নদী।
মনখারাপের দিনেও তাই একাই ঢাকে নিজের রুপ।-