ফোটা ফোটা রক্ত আমার সোনার থেকেও বেশি দামি।
তোর বিরহে হাত কাটবো এমন বোকা নইকো আমি!!
দান করবো রক্ত আমার আছে যাদের খুব প্রয়োজন,
ছলনা ভরা ভালোবাসা আমার কাছে নিষ্প্রয়োজন।-
কতো মানুষ আছেন যারা একটু রক্ত না পাওয়ার জন্য মৃত্যুর পথে অগ্রসর হয়েছেন । আমরা কি পারিনা তাদের জন্য রক্ত দান করে তাদের কে পুনরায় সুস্থ করে তুলতে ।সকলে সুস্থ থাকলে একটা সুন্দর পরিবেশ গঠিত হয় । আর আমরা জানি যে রক্ত দান করলে কোনো ক্ষতি হয় না বরং নিজেদের শরীরে আবার নতুন রক্ত তৈরি হয় ।
তাই ধর্মের বিচার না করে , চলুন "রক্তদান শিবিরে " ।
--- সবনম-
অজস্র অশ্রু ঝরায় মরণাপন্ন হৃদয় ,
নিরাশার আঁখি চায় প্রাণের নবোদয়।
এক ফোঁটা রক্ত'ই শ্রেষ্ঠ উপহার,
আজি হতে করি তব অঙ্গীকার..
"আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষু রুগির প্রাণ,
স্বেচ্ছা রক্তদানে গাই মনুষ্যের জয় গান"।-
আপনার এই মহৎ সাহায্য যে ,
শুধু একটি জীবন বাঁচিয়ে তুলবে ,
তা নয়...
বাঁচাবে একটি পরিবারও...৷
আর সর্বোপরি বাঁচিয়ে রাখবে
আপনাকে ....
আপনার মানবিকতার জন্যে...৷
-
অল্প কিছু রক্তদান
ব্যর্থ যাবে না এ মহৎ দান ।
বিফলে যাবে না,হবেনা নষ্ট
বাঁচবে একটি জীবন আস্ত ।-
জাতপাত ধর্ম নির্বিশেষে রক্ত কে A,O,B,AB,
চ্ছারা বেশ কিছু আরও ভাগে ভাগ করুন।
রক্ত দান শিবির দের বলছি!
কারন যখন ব্লাড ক্যান্সারে ভুক্ত আরও ভিন্ন কারণে রক্ত নিতে গিয়ে আমাদের সমাজের মাথা , মানে ধর্ম গুরু যদি প্রতিবাদ করে!
হাঁসি পেলো??
সবার!
আশা করি পাবে।।
তবে এটাই ধর্মের গোড়ামি।।।-
রক্তদান মহৎ দান,
রক্তেই কত জীবন বাঁচে
রক্তাভাবে পড়েছে যারা,
রক্তদানের আসল মানে
একমাত্র তারাই জানে।-
" রক্ত দান করে জীবন দান করা যায় না শুধুমাত্র মুমূর্ষুকে আন্তরিকভাবে সহমর্মিতা দান করা যায়, কারণ জীবন ঈশ্বরের দান।
--প্রতিদান আপনিই পাওয়া যায়।
-
রক্তের হোলি খেলে যায় রাজপথে,
ভেবে দেখেছো কী প্রলেপ হতে..
পারতো মূমূর্ষের ক্ষতে।
রক্ত চাই রক্ত চাই করুণ আর্তনাদ,
পরিজন দের ঘিরেছে বিষাদ।
একফোঁটা শোনিত বিন্দু,
বাচাঁতে পারে প্রাণ,,
মনুষ্যত্ব হোক দীর্ঘ জীবি ,
রক্তই হোক শ্রেষ্ঠ দান।
ভয় নয়, দ্বিধা নয়_
দিও মনুষ্যত্ব এর প্রমাণ,
এম্বুল্যান্স এর সাইরেন বাজে,
ছুটে চলে বাঁচার আশা,,
ব্লাডব্যাংক যখন শূন্য..
সেই বখাটে ছেলেটাই ভরসা।
-