oyahida Rahaman  
42 Followers · 6 Following

read more
Joined 4 November 2019


read more
Joined 4 November 2019
16 MAY 2020 AT 11:49

সযত্নে তাকে ঘরে তোল ।
নতুনজন থাকুক তোমার ঘরের আলো হয়ে,
আমি প্রতিচ্ছবির মতো ওই অন্ধকারে থাকবো তোমার পাশে লুকিয়ে ।।
---সবনম


-


20 MAY 2021 AT 9:41

এমন বাদল বেলায়,
কেমনে জানিব ??
আমার এই হৃদয়ের ভালোবাসা সৃষ্টি হয়েছে..
তোমারই অবহেলায়।।
----সবনম

-


16 SEP 2020 AT 9:26

কিন্তু আমরা সেটা সহজে বুঝতে পারি না।
প্রাকৃতিক সৌন্দর্যের দৃষ্টিতে দেখে মনে করি,
নদীর বুকে পাহাড়ের ছায়া, কত মিল, কত তাদের ভালোবাসা।।
" মন খারাপের কথা হয়তো তার প্রিয় মানুষটা বুঝতে পারে।
আবার কখনো পরিস্থিতি এতটাই পরিবর্তন হয়ে যায় যে সেই প্রিয় মানুষটা ছাড়া সকলেই বুঝে যায় "।
---সবনম

-


26 JUL 2020 AT 9:35

মনের মাঝে।
কেউ একজন বলে উঠলো তুমি আমার জীবণসঙ্গী।
মন তো মানতে চাইছে না....
ভাবছি কি করে তার চোখে দেবো ফাঁকি ।।
---সবনম

-


23 JUL 2020 AT 18:48

"কখনো কখনো মনে হয় রাত্রির অন্ধকার আলো ঝলমলে রোদের থেকে ও বেশি উজ্জ্বলতা বৃদ্ধি পায়"।।
---সবনম

-


21 JUL 2020 AT 17:49

হয়তো দেখনি,
তাই আজ অলোর পথটা তুমিই খুঁজে নিয়েছো, আমায় অন্ধকারে ডুবিয়ে ।।
---সবনম

-


21 JUL 2020 AT 9:44

আজ মনটাকে ছুঁয়েছে এক অস্থিরতা-য়।
বেতারে জানলাম,
তুমি অন্য এক মনের চিন্তায়--
কঠিন অসুস্থতার মধ্যে রয়েছো।।
---সবনম


-


20 JUL 2020 AT 17:49


হইতো ফিরেই আসবে সে কোনো একদিন
আমার অপেক্ষার শেষে।
তখন আমি কোনো আপত্তি করবোনা
মেনে নেব ভালোবেসে ।।
কষ্টে আছি খুবই এখন,
পাই না আর তাকে, ভাবছি শুধু--
সে ও কি আমায় এমনি করেই মনে রাখে???
---সবনম

-


14 JUN 2020 AT 11:06

কতো মানুষ আছেন যারা একটু রক্ত না পাওয়ার জন্য মৃত্যুর পথে অগ্রসর হয়েছেন । আমরা কি পারিনা তাদের জন্য রক্ত দান করে তাদের কে পুনরায় সুস্থ করে তুলতে ।সকলে সুস্থ থাকলে একটা সুন্দর পরিবেশ গঠিত হয় । আর আমরা জানি যে রক্ত দান করলে কোনো ক্ষতি হয় না বরং নিজেদের শরীরে আবার নতুন রক্ত তৈরি হয় ।
তাই ধর্মের বিচার না করে , চলুন "রক্তদান শিবিরে " ।
--- সবনম

-


20 MAY 2020 AT 9:47

যখন আমি একজন একা পথিক।
নিস্তব্ধ পথ,
ঝোড়ো হাওয়া বয়ে এলে তুমি না হয় একটু সামলে নেবে আমায়।
কিন্তু,
তুমি কি আমায় তখন পারবে চিনতে??
না চেনা পেয়ে আরও দূরে সরে যাবে।
প্রিয়,
প্রকৃতিতে যে ঝড় আজ বয়ে চলেছে ঠিক সেই ঝড় আমার মনে ও বয়ে চলেছে যা একমাত্র তুমিই পার শান্ত করতে ।।
---সবনম

-


Fetching oyahida Rahaman Quotes