Rishav Das   (Rishav Das)
357 Followers · 92 Following

read more
Joined 20 January 2018


read more
Joined 20 January 2018
21 NOV 2018 AT 21:37

সন্ধ্যের দিকে প্রবেশ করলাম জিমকরবেট ভ্রমণের রাত পেরোনোর আস্তানা অর্থাৎ জঙ্গলের মাঝে টিমটিমে লণ্ঠনের আলোতে সুসজ্জিত একটা বাংলোতে।

মাঝরাতে ঘুম ভাঙার পর দেখলাম,কেয়ারটেকার রামু একটা বুনো শুয়োরের গায়ে আদলা ইট দিয়ে মারছে,আর চুঁয়ে পড়া রক্ত চুষে খাচ্ছে এক অমানবীও মূর্তির আদল ধরে, বাংলোটার প্রধান ফটকের সামনে।

সন্ধ্যেতে লণ্ঠনের আলোয় যে মায়াবী পরিবেশ তৈরী হয়েছিল,তা এই ঘটনার পর যেন কোনো ভুতুড়ে আলোয় ঢেকে সুন্দর বাংলোটাকে এক শিহরণ জাগানো ভুত বাংলো তে পরিণত করলো।

-


16 FEB 2018 AT 18:03

লাইব্রেরিতে হাবলা



গল্প কাপসেনে

-


16 FEB 2018 AT 17:36

হোস্টেলে বেশ কিছুদিন ধরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। ভৌতিক বলবো কিনা জানিনা, তবে সবার মধ্যে ভয় একটুআধটু কাজ করছে। হয়তো সারাদিন লাশ আর মর্গ দেখে মগজই বোধহয় সাজিয়ে নিচ্ছে কিছু একটা। মেডিক্যাল হোস্টেলের ২ নম্বর রুমে আমরা ৪ জন থাকি।
প্রতিদিনের মতোই ৩ টে নাগাদ শুলাম সবাই।
সেই সবে ঘুম তা এসেছে চোখের কোনে। হটাৎ কচি, বলে উঠলো ভাই কিসের যেন শব্ধ একটা... ভালো করে শুনলাম। ঠিক শব্দতো একটা হচ্ছে। সাহস করে মোবাইলের ফ্ল্যাশ টা জ্বালাবো কিনা ভাবছি। সবচে বোরো ব্যাপার শব্ধ একটা থেকে এখন ২ রকম শুনছি। রামরাম রাম রাম..... কচি দেখি এক কোনে রামনাম করে যাচ্ছে। হাসবো নাকি ভয় পাবো। যাক ফ্ল্যাশ জ্বলতেই অবাক... আওয়াজ টা কুম্ভকর্ণের ভাইপো আমাদের পটলার নাক থেকে সৃষ্টি। বাহ পটলা... বাহ নিজে ভোঁশ ভোঁশ করে নাক ডেকে ঘুমাচ্ছিস আর আমরা মরছি ভুতের ভয়ে??? এক লাথি মেরে ব্যাটাকে তুললাম। সটান অস্বীকার করলো ব্যাটা। পটলার সেই ডায়লগ " নাক ডাকা শরীরের পক্ষে ভালো... নরমাল ঘুম causes cancer".... কি আর করবো আবার আমি আর কচি গেলাম নিজের নিজের ক্যান্সার ঘুম কে সঙ্গে করে বিছানায়।

-


9 FEB 2018 AT 17:08

টিং টং
একি কাকিমা এত রাতে....
ফোন বাজলো...
তাড়াতাড়ি আয়
তোর কাকিমা মনে হয় আর নেই।

-


7 JUL 2021 AT 20:37

গোলাপের গন্ধ ভালো লাগেনা আর।
শুকিয়ে যাওয়া পাপড়ি,
মাকড়সার মতন জাল বিছিয়েছে পাতার ভাঁজে।
আস্তে আস্তে রঙ হারাচ্ছে সবুজ পাতাগুলো,
যেমন সাদা কালো আজ তুমি আর আমি।
ফিরতি পথে আনা গোলাপ অমৃত রসে চিরলাল
রাখা অসম্ভব।
কিন্তু সম্পর্ক?
কিসের বিষে আজ ফ্যাকাসে নীল?
শরীরের কোনায় কোনায় যে কালসিটে
গোলাপের পাপড়ির মতন উঁকি দেয়,
তারা কি জানে,
এ শরীরে কোনো কাঁটা নেই?
আত্মরক্ষা নেই?
শুধু আছে নীরব আত্নসমর্পন।

-


4 JUL 2021 AT 9:09

Curiosity is the path of destruction, when you are not a Pharmacist or Doctor but you know all health benifits of marijuana, alcohol & tobaco.

-


14 NOV 2020 AT 1:03

ভূতেদের মজলিস

ভূতেদের সর্দার ভারি মজা আজ তার
শ্মশানের পিছনে মজলিস জমদার
মামদোর হাসি শুনে কাঁদে শাঁকচুন্নী
মেছো ভূত গেলে মাছ সাথে নেই চাটনি।
মাথাকাটা প্যাংলা,ছাই মাখে শরীরে,
ডাইনীটা করে নাচ তাল দেয় নূপুরে।
গেছোভূত গাছে থেকে দোল খায় ডাল ধরে
কচিভূত রাগ করে বসে আছে গোঁ ধরে।
ঝিকিমিকি আলো চাই, মোম টাও দরকার
হেসে ফেলে কঙ্কাল শুনে এই আবাবদার।
পিশাচের মেজোমাসি গান ধরে নাকিসুরে
কানে চাপা সকলের সরে যায় দূরে দূরে।
বুড়ো ভূতের চোখ লাল টান দিয়ে হুঁকোতে
রাম নাম শুনে প্রেত ঝাঁপ দেয় কুয়োতে,
গান হল, নাচ হল, মজা হল আসরে
একে একে ফিরে গেলো ঘন্টা আর কাঁসরে।



-


2 NOV 2020 AT 23:56

মনের মাঝে আস্ত সাগর
ডুবছি তারই অথৈ জলে,
ধূসর যখন আকাশ বাতাস
পাহাড় আঁকছে তেল রঙে।
খোঁপায় বাঁধা গার্ডার যেমন
আঁকড়ে ধরে শক্ত করে,
তুমিও তেমন ধরতে পারো
ডোবার আগের ফতনা হয়ে।

-


2 NOV 2020 AT 12:31

তোমার পিঠ আজ রঙ মেখেছে
আমার ঠোঁটের আলতা রঙে
নখের আঁচড় মিলিয়ে গেছে
অভিমানের টুকরো খামে...

-


2 NOV 2020 AT 11:40

মনের জানলা থাকলে খোলা
দুশ্চিন্তার কমবে জ্বালা
সবাই যদি সঙ্গ ছাড়ে
ভরসা রেখো নিজের নামে

-


Fetching Rishav Das Quotes