ইতি আমি   (🖋নবনীতা)
17 Followers · 4 Following

Lovetobeinwriting
Joined 2 April 2020


Lovetobeinwriting
Joined 2 April 2020
24 JUL 2022 AT 17:51

উপলব্ধি ~৫
********

কখনও কখনও
যন্ত্রণাকে ছাড়িয়ে যায় বিস্ময়
ভেতরে বসে থাকা ঈশ্বর জানেন
ঠিক কতখানি পুড়লে
কতখানি শক্তি
সঞ্চিত হয় প্রতিটি অণুতে
উপশম বলে কিছু হয় না
মেনে নিতে হয় শুধু
একটি আপ্তবাক্য

"ফেয়ার ইজ ফাউল , ফাউল ইজ ফেয়ার".

-


25 JUN 2022 AT 18:56

কিছুতেই বলা হয়ে ওঠে না তবুও..
আকুল ইচ্ছের টুটি চেপে ধরা ক্রমাগত
ভুল বোঝাবুঝিগুলো কিছু সরিয়ে
রোদে শুকোতে দেই মরচে ধরা পুরোনো ক্ষত
আমাদের চাওয়া পাওয়াগুলি
বৃত্তের বাইরে থেকে যায় অধিকাংশ
না বললেও বুঝতে পারি প্রিয়
কে তোমার সম্পূর্ণ আর কে সামান্য অংশ

-


5 JUN 2022 AT 22:00

ব্যালান্স
নবনীতা

ভালো আর মন্দের মাঝের চিরাচরিত অদৃশ্য দেওয়ালটি ভাঙলেই নেমে যাওয়া যায়
এক সহজিয়া পথে
কিন্তু দেওয়াল তো দীর্ঘজীবী ,পরজীবীও বটে
তাই দেওয়াল থেকে যায়
আর দেওয়ালের ওপারে থাকে
ভালোয়-মন্দয় মেশা এক দন্দ্বের পৃথিবী
আমাদের হাতের মুঠোয় ভরা থাকে
ভারসাম্যের দন্ডটি
আমাদের চোখের ভেতর অনেক আলো
অথচ বাইরে জমাট বাঁধা ভীষণ অন্ধকার !
আমরা নিঃশব্দে হাঁটি আমরা সশব্দে হাঁটি
আমাদের সামনে অনন্ত পথ
আর পায়ের নীচে ট্রাপিজের দড়ি ৷

-


29 MAY 2022 AT 17:50

কখনও যদি ফিরতে হয় সেই পথেই
যে পথে ভ্রমে হেঁটে গ্যছি আমি বহুবার
নিশ্চিত জেনো প্রয়োজন বলে আজ কিছু নেই
শুধু প্রমাণিত হবে পৃথিবীটা এখনও গোলাকার ৷

-


1 MAY 2022 AT 19:10

ডুবে যেতে যেতে আঁকড়ে ধরি প্রত্যয়
বেঁচে থাকার লড়াইয়ে ওটুকুই তো আশ্রয়
না হয় হেরেই গেছি তবু থেমে যাইনি , এই যা...
তোমার থেকে শিখেছি শুধু শূন্য মানে..নেই যা ৷৷

-


10 APR 2022 AT 17:06

কিছু অভিমান দূরে ঠেলে রাখি
কিছু অভিমান টেনে নেই বুকে
এখনও বুঝিনা মন ভালো থাকে কিসে
অযুত দূরত্বে না নিবিড় অন্তরঙ্গতার সুখে ?!

কী বড় হয়ে ওঠে জীবনে ? অবশেষে ?
এখনও বুঝিনা , দোষ কার? কতখানি ?
কখনও অভিমান বড় হয়ে ওঠে
কখনও বেয়াড়া আত্মগ্লানি ....

-


8 MAR 2022 AT 9:59

পরগাছা নই
নই পরজীবীও
কখনও সম্মানটুকু সম্বল করে
বেঁচে থাকার এক দীর্ঘ লড়াই
কখনও বা নিতান্ত তুচ্ছ থেকে মূল্যবান হয়ে ওঠার
এক রূপকথার গল্প
এই যে অবিরাম একটা কিছু হয়ে ওঠার চেষ্টা
এতেই বড় ক্লান্ত হয়ে পড়ি, হাঁপিয়ে উঠি
তখন পেছন ফিরে তাকাই
একটু টাটকা বাতাস, একটি নিটোল শৈশব
অথবা কাঁচামিঠে এক কৈশোরের ছোঁয়া পেতে
ওসব যে একই রকম থাকে,
কাচের শোকেসে সাজানো গোছানো দামি
জিনিসের মতো
শুধু আমি ,আমরা ,আমাদের বর্তমান ,আগামী
হারায় নিয়ত
একটু একটু করে ...
মানুষ থেকে নারী হওয়ার চেষ্টায়
শুধুই এক নারী হয়ে ওঠার জন্য ...

-


31 DEC 2021 AT 20:23

নতুনের গল্প
********

নতুন বলে কি আদৌ কিছু হয় ?
আজ যা নতুন , কাল তা কালের ঘরে ক্ষয়
সবই তো শুরু আর শেষের খেলা
নতুনের শরীরেও আসে অহৈতুকি অবহেলা
তবু কি অমোঘ হয় নতুনের প্রতি টান !
বারে বারে নিয়ে চলি নতুনের ঘ্রাণ
পড়ে থাকা পুরাতনে ধুলো লেগে ভরাট
চুপিসারে তুলে দেই নতুনের মলাট
বুঝি ...এ তো অন্যায় কিছু নয়
না পাওয়ার ঘরেতে যদি হয় প্রাপ্তির সঞ্চয়
এভাবে নতুন-পুরাতন সহবাসে চলে জীবন
চাওয়া শুধু....
ভালোবাসা অটুট থাক নব রূপে চিরপুরাতন৷

-


12 DEC 2021 AT 18:34

শীত
~~~~~
শহরে নামছে হালকা শীতের আমেজ
এখানে সেখানে আড্ডা জমছে বেশ
চা-কফিতে হাল্কা ঠোঁটে চুমুক
মিলিয়ে যাচ্ছে গল্প কথার রেশ ৷
জমে উঠছে যুগলের প্রেমপর্ব
টুকরো ছোঁয়া টুকরো হাসির আড়ালে
মন হাঁটছে মেয়েবেলার পথ ধরে
ফেলে আসা দিন অনুভবে আসে দাঁড়ালে ৷

-


19 NOV 2021 AT 19:49

প্রত্যাশার পারদ তবু আকাশ ছোঁয়
অথচ আমি নিলেম করেছি
আমার যাবতীয় সুখ-সঞ্চয়
কিজানি ঠিক কতখানি সুখে লেখা থাকে
কতখানি অসুখের নিরাময় !

-


Fetching ইতি আমি Quotes