মন দেশান্তরী হয় ক্ষণে ক্ষণে,
এতো আবেগ কেন সেথা _
ভাবনার পাহাড় জমে কোন কুক্ষণে।
বিবাগী মন রয় না ঘরে,
বলো তারে ফেরাই কেমন করে!
মনের চাবিকাঠি অযত্নেই রাখি,
আবেগ গুলো কাঠিন্যে ঢাকি।
তবুও হারাতে চায় অজুহাতে _
জোর খাটে কি মন _মস্তিষ্কের সাথে!
-
কল্প... read more
রাজপরিবারে থেকেও সে ছিলো চীর অভাগীনি/
নিখাদ কৃষ্ণপ্রেম ভক্তিরসের মীরা পাগলিনী।
-
চলো ঝাঁচকচকে এক শহরের গল্প বলি,
জানো কি ইমারতের আভিজাত্যে লুকায়
অচ্ছুত কিছু এঁদো গলি।
নিকাশিনালা উপচে পড়ে ঘরের দোরে,
যদি সময় পাও ঘুরে এসো খুব ভোরে।
কারণ শহুরে আভিজাত্যে তুমি সেথা বেমানান,
নিরন্নের ঘরে অন্ন নেই..
আর কারো ঘরে সম্পদ পাহাড় সমান।
ব্যস্ত শহর সব দেখে চুপচাপ,
ক্ষনিকের তরে দৃষ্টি দিলেও
তা নিতান্তই জলছাপ।
-
ইট কাঠ কংক্রিটের পলেস্তারা খসে পড়ে,
যানজট হর্নের আওয়াজ ব্যতিব্যস্ত করে।
এম্বুলেন্স এর সাইরেন বেজে যায় ধূলো উড়িয়ে,
শহরের বুকে অজানা আশঙ্কা ছড়িয়ে।
ব্যস্ততার অজুহাতে জমে শহরের আত্মকথা,
অভিমানী শহর জানে_ কেউ জানবে
না তারও জমতে পারে বোবা ব্যাথা।
সত্যিই কি শহরের অভিমান হয়?
আরে না সে তো মানুষ নয়।
অন্যের অনুভূতির খবর রাখে কজন,
শহরের অভিমান হয়তো বুঝবে
অল্পসংখ্যক বিদ্দজন।
-
নগরায়ন বৃক্ষছেদন হচ্ছে ইচ্ছে মতো,
বাসা হারা পাখিটির কথা কেউ ভাবিনা
তার দু:খ কতটা গভীরতর।
উড়ে বেড়ায় যত্রতত্র হয়েছে আশ্রয় হীন,
বাস্তুতন্ত্র ধ্বংস করে নিজেদের আয়ু করছি ক্ষীণ।
-
মনের আনন্দ হারিয়েছে দূরে,
অশান্তির পাহাড় হৃদঅন্ত:পুরে।
কাশফুলের শুভ্রতা ফিকে হয়ে আসে,
গুমরে ওঠা কান্না গুলো
বাতাসে হাহাকার হয়ে ভাসে।
শিক্ষিত কর্মহীন বা কর্মপ্রার্থী,
আজ অনিদ্রা দু:শ্চিন্তাকেই করেছে সাথী।
আসন্ন উৎসব মনে ভয় সঞ্চারিত করে,
পরিবারের মুখে হাসি ফোঁটাতে অক্ষম _
পড়ে রয় অনাদরে।
মধ্যমমেধা হেরে যায় সবার অলক্ষ্যে,
টাকার বিনিময়ে মেধা বিক্রির কর্মযজ্ঞে।-
বিবর্তিত হচ্ছি তুমি _আমি
বিবর্তিত হচ্ছে সমাজ
মানব ধর্ম চুলোয় যাক
নেই মুখশ্রীতে ভয় চোখে লাজ।-
অদেখা যা কিছু থাক অনুভবে,
দেখা হলেই হয়তো বিশ্বাস পাল্টাবে।
তার চেয়ে বরং মানসপটে থাক,
অদেখা বিশ্বাসে প্রান পাক।
মনের গভীরে ফুটে ওঠা চিত্ররা
বিশ্বাসে বাচুঁক,
ভবিষ্যৎ ভাবনায় আলোর খোঁজে.
অবহেলিত রা অপেক্ষামান যূগ যূগ।
অদেখা যা কিছু ভাবনায় সুন্দর,
কল্পনা ঘিরে রাখে হৃদয়ের বন্দর।
অদেখা যা কিছু থাকুক আভাসে,
ভগবান দেখিনি তবে কিছু মানুষের মাঝে
তার অস্তিত্ব আছে।
-
চড়াই উৎরাই জীবন পথ
সন্ধি করেই তো চলেছি,
হৃদয়ের জমানো কথা
কখনো কি বলেছি!
দু:খের সাতকাহন বর্নিত হয়নি _
জমে আছে কথামালা,
ভগ্নপ্রায় হৃদ কুটির..
তবুও সেথায় দূর্ভেদ্য তালা।
ভাগ্যদেবীর হাতে চাবি খানি,
পরিস্থিতি মানতেই হবে বেশ জানি।
কঠিন লড়াই রয়েছে জারি,
কি জানি ভাগ্য নাকি চেষ্টা
কার পাল্লা হবে ভারি?
-