Nila Prativa  
60 Followers · 10 Following

read more
Joined 3 November 2020


read more
Joined 3 November 2020
11 HOURS AGO

অশ্রুবিন্দু যখন বারিধারা হয়ে ঝরে,
জমাট বাঁধা আবেগ গুলো ক্রমশ যায় সরে।
বৃষ্টি যেমন খেয়াল খুশি ছুটে বেড়ায় আকাশ পানে,
কোথায় কখন পড়বে ঝরে
কেউ না তা জানে।
মাটি বা হৃদয় উঠোন ভেজা বড্ড প্রয়োজন,
আবর্জনা ধুয়ে নির্মলতার তরে..
হোক না ক্ষুদ্র সে আয়োজন।

-


11 HOURS AGO

বৃষ্টি যেমন ভেজায় মাটি
সিক্ত করে ধরা,
আকাশ পানে চেয়ে থাকা
চাতক আত্মহারা।
গাছপালা সব রুক্ষ শুষ্ক _
মনখারাপের প্রহর গোনে,
হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে..
কত শত গল্প বোনে।
চাষিরা সব মাঠের পরে;
সোনার ফসল আনবে ঘরে।
আশায় বাঁধে বুক _
দুমুঠো অন্নতেই এরা খুঁজে পায় সুখ।
চাহিদা স্বল্প আয়ত্তের মাঝে,
প্রকৃতির খেয়ালীরূপ দু:স্বপ্ন তাদের কাছে।




-


YESTERDAY AT 9:38

আমি আর স্বপ্ন সাজাই না
ভাসাই না ভেলা প্রদীপ,
যদি নিভে যায় ক্ষীণ আশার দীপ।
মেঘ এসে দাঁড়িয়েছে দ্বারে,
মন উত্তাল ঢেউ এ আলোড়িত -
ক্লান্ত পথিক জ্বলছে কেবল হৃদয় ভারে।

-


YESTERDAY AT 9:10

এ হৃদয়ে কিসের অশনিসংকেত..
ঘনকালো মেঘে ছেয়েছে আকাশ,
দু:সময়ে বন্ধু চিনেছি_
চিনেছি আত্মীয়স্বজন,,
জীবন যুদ্ধক্ষেত্রে একাকী সৈনিক
লড়তে হবে মরণপণ।
এমন সময় মেঘ এসে দাঁড়িয়েছে দ্বারে,
ধুঁয়ে নিতে অশ্রুকণা_
জমেছিল যা হৃদয়ভারে।
মেঘ দেখে ভয় কি হোক না যতই কালো,
বৃষ্টিস্নাত সকাল আনবেই উজ্জ্বল রবির আলো।
দুর্যোগ কাটবে জানি ঠিক একদিন
একাকী সৈনিক জানে ধৈর্য্য ধরা কতটা কঠিন।


-


14 JUL AT 23:02


লোভ যদি ঘিরে ধরে
পাষণ্ড হয় হৃদয়,
ছুড়ে ফেলো তাকে
এ বৃত্ত তার বাসযোগ্য নয়।
ভীতু হয়ে আর কতকাল?
গর্জে ওঠো, নইলে দেখবে
আঁধারে ছেয়েছে সকাল।
কর্মফল যদি চক্রাকারে ঘোরে,
এ বৃত্ত যেন সুদর্শনচক্র হয়ে
পাপের সংহার করে।

-


14 JUL AT 10:16

চারিদিকে কেবলই আধাঁর কালো,
হাতড়ে বেড়াই খড়কুটো,,
আশার আলো দেখবো বলে _
শিথিল হাত প্রানপণে করছি মুঠো।
হেরে যেতে যেতে পিঠ ঠেকেছে দেয়ালে,
ভাগ্যের পরিহাস অবিরত..
সময় চালিকাশক্তি রেখেছে আপন খেয়ালে।
উদভ্রান্তের ন্যায় খুঁজছি আলোর উপশম,
আঁধার একদিন কাটবে _
সময় বলবে সত্যি নাকি দিশেহারা মনের ভ্রম।

-


13 JUL AT 18:25

ভালোবেসেছিল যারা

একতরফা ভালোবেসেছিল যারা,
না পাবার আক্ষেপে ছলনা চায়নি তারা।
হৃদয় কুসুম প্রস্ফুটিত ছিলো নির্ভেজাল,
না বলা কথা গুলো গোপনেই রক্ষিত _
করেনি কিছুই ঢাল।
ছুঁতে পারেনি সম্পর্কের গভীরতা,
এটাই বুঝি একতরফা ভালোবাসার ব্যর্থতা।



-


13 JUL AT 18:03

গল্পের যাদুকরেরা হারিয়ে গেছে
কালের স্রোতে,
গল্পগুলো দু:খ পোষে
সুখের বিপরীতে।
যান্ত্রিক জীবনে কেউ থেমে নেই_
কারো অপেক্ষায়,
সোনার কাঠি রুপোর কাঠির সন্ধান..
সবাই কি আর পায়?
গল্পের যাদুকাঠি যদি ছুইয়ে দিতো
হতভাগ্য জীবনে,
কি সব ভাবছি দেখো ঘোরের স্বপনে।
একলহমায় বদলে যেতো চারিপাশ
যাদুকাঁঠির ছোঁয়ায়,
বাস্তবতায় ভেঁকধারী যাদুকর
লুঠের আশায়,
চারিদিক ভরিয়েছে ধোঁয়ায়।


-


12 JUL AT 20:02

বদলে যাওয়া সময়..
শোনায় কঠোর বাস্তবতা,
সামলে রাখ আপন সত্তা।
খড়কুটোর মতো ভাসিস না আবেগে,
আঘাত এলে সামলে নিস ছুরি বা চাবুকে।
যারা সুযোগ সন্ধ্যানী _
বন্ধুত্বের মুখোশ পড়ে,
দূরত্ব মেনে চল আলোকবর্ষ ধরে।


-


12 JUL AT 9:45

কত নিস্পাপ আত্মা গোলোকধাঁধায়
বাঁধা পরে,
কত স্বপ্ন বিকিয়ে যায়..
দমবন্ধ কবরে।
প্রথম কলির মতো প্রস্ফুটিত হৃদয়,
বাঁধা পড়ে জীবনের জটিলতায়..
পরিস্থিতি ও তখন হয়না সদয়।
প্রথম কলির মতো তরতাজা প্রাণ,
অকালেই ঝরে গিয়ে চায় পরিত্রাণ।
প্রতিটা জীবিত আত্মার যদি..
ময়নাতদন্ত হয়,
হৃদয়গভীরে লালিত স্বপ্নের সমাধি_
তবে নতুন কিছু নয়।

-


Fetching Nila Prativa Quotes