Nila Prativa  
51 Followers · 10 Following

read more
Joined 3 November 2020


read more
Joined 3 November 2020
14 MAY AT 0:12

যুদ্ধ চাই না ঠিকই
তবে চাই মোক্ষম দাওয়াই।
ঋন নিয়ে যুদ্ধ করবে
ভিক্ষে ছাড়া কি গতি নাই?
রক্তচক্ষু দেখাবে তুমি,
কেড়ে নেবে ভারত মায়ের
সন্তানের প্রাণ,,
পাপের বিনাশ হবেই _
পাবে না পরিত্রাণ।
তুমি নির্লজ্জ, চোরের ন্যায় লুকিয়ে মারো,
বঙ্গনারী ব্যোমিকা সিং_কুরেশি ম্যাডাম
ফুল ছেটাবে আবারো।

-


7 MAY AT 0:02

একটা সময় আক্ষেপ ছিলো,
ছিলো নির্ঘুম রাত্রি যাপন,,
শিক্ষক হবার স্বপ্ন হলো সমাপন।
অপেক্ষা গেছে সয়ে,
লুঠেরা সব লুটে নিলো..
বাড়ছে বয়স স্বপ্ন গেছে ক্ষয়ে।
যোগ্য অযোগ্য গুলিয়ে গেছে,,
শিক্ষা খাচ্ছে মার,
মন বলছে..ওরে অবুঝ স্বপ্ন দেখা ছাড়।

-


6 MAY AT 8:58

রইলো পড়ে সারাজীবন
স্বপ্ন বন্দী খামে,
শিক্ষিত তকমা ঝোলায় পুরে..
নাম লিখিয়েছি মজদুরের নামে।
জীবন শেখায় প্রতি পদে
অস্তিত্ব রক্ষার সংগ্রাম,
বেঁচে থাকাই বুঝি জীবন -
ধুঁকে বাঁচা এরই নাম।

-


28 APR AT 10:43

সারা বিশ্ব দেখছে চেয়ে..
মানসিকতায় নগ্ন প্রতিবেশী,
মদতদাতাও সমরূপ সন্ত্রাসী __
প্রতিবেশীর চোখের জল
আনন্দ দেয় ভীষণ,
ছন্নছাড়া অপদার্থ দের কে করবে শাসন?
কোথাও নেই আলো,
চারিদিক নিকষ কালো।




-


26 APR AT 21:17

তথাকথিত বুদ্ধিজীবি সুযোগ বুঝে
গর্তে লুকোয়,
বুঝিনা সত্যি বলতে কেন গলা শুকোয়।
কোন অদৃশ্য শক্তি করে কন্ঠ রোধ,
বিবেক বলে কিছুই কি নেই!
মস্তিষ্কের সাথে হৃদয়ের কি হয়না বিরোধ?
ভেকধারী ভণ্ডামি ছাড়ো বুদ্ধিজীবি,
সত্যি বলতে ভয় করিনা, নই পরজীবি।
তাজা রক্তে পিছল পথ
থেমে গেছে হিন্দু বলেই তাদের জীবনরথ।
ধৃতরাষ্ট্র সেজে আর কতকাল?
সব দেখেও না দেখাটাই করেছো বুঝি ঢাল।

-


24 APR AT 8:57

চোখের সামনে ভেসে উঠছে
রক্তের স্রোত, লাশের মিছিল,
প্রতিশোধ চাই প্রতিশোধ _
নইলে মুক্তি নেই এ যন্ত্রণার,
প্রয়োজন নেই কোনো মিছে সান্ত্বনার।

-


22 APR AT 23:50

রক্তাক্ত কাশ্মীর

ভূস্বর্গের শুভ্র রঙে রক্তিম বর্ন
কান্নায় ভিজেছে মাটি,
হারানোর বেদনা দগদগে ক্ষত,,
শয়তান গুলোও কিন্তু মানুষের মতো।
যারা মানুষ মারে অবলীলায়,
নিদারুণ নিষ্ঠুর মৃত্যু হোক শেষ বেলায়।

-


21 APR AT 22:14

সুখের সাগরে নোনাজলে,
ভাসিয়ে ছিলেম তরী খানি,,
দাঁড় খানি চলছিলো না তো _
হঠাৎ হলো অভিমানী।
যোগ্যতার পরিক্ষা দাও হে নাবিক,
স্বার্থান্বেষীরা কেটে পড়েছে..
তাকিয়ে দেখো শূন্য চারিদিক।
মুখ থুবড়ে পড়েছে তরী,
হাল ফেরাতে করো চেষ্টা,,
পরিশ্রম জিতে যাবে _
হয়তো সুন্দর হবে শেষ টা।

-


17 APR AT 10:37

বিরহ শোক কী এমন ই বিষম
কেঁদে কেঁদে হও সারা,
পিছুটান ভুলে নতুনকে _
খুঁজে নেয়া কি সম্ভব সবার দ্বারা?
আবার কিছু জনের নতুন গন্তব্যে
পৌঁছাতে বড্ড তাড়া।
যার শোকে কাতর হও, ভেবে দেখো_
তার কাছে তুমি তুচ্ছ, কিছুই নও।
কৃষ্ণবিরহে জ্বলেছিলো মীরা
কী পেলো সে আজীবন...
দু:খ ছাড়া?




-


14 APR AT 23:43

এ-ই জীবনে নাই বা পেলাম,
কল্পনাতেই স্বপ্ন তোকে ছুঁয়ে দিলাম।
এক জীবনে প্রাপ্তির ভাড়ার শুন্য,,
হিসেব আশা কিছুই রাখিনি_
কেন হয়নি মনের মতো সব পরিপূর্ণ।
ব্যর্থতা সাফল্যের তরীখানি দোলাচলে,
ডুবু ডুবু মাঝ দরিয়ায়..
সময় স্রোতের ঢেউ এ
কত স্বপ্নই তো ভেসে চলে যায়।



-


Fetching Nila Prativa Quotes