তোমার সাথে হারিয়ে যেতে চাই, পাহাড়ের দেশে
যেখানে ভালোবাসার সাক্ষী থাকবে শুধুই মুহূর্তেরা।-
26 MAY 2020 AT 19:20
14 JAN 2020 AT 19:38
সময়ের সাথে জীবন'কে মেলাতে গিয়ে,
ভাবনার জগতেও অজান্তে যাই চমকে;
সময়ের মুহূর্ত লিপিবদ্ধ জীবন পাতাতে,
সময়ের সামনে যে জীবনও যায় থমকে।-
16 JAN 2022 AT 17:34
জীবনের সকল সুখ পুড়িয়েছি মুহূর্ত বেচে দিয়ে,
নির্বোধ আত্মসম্মান হীন এই নাম কিনে নিয়ে ।-
16 JAN 2022 AT 9:44
শর্ত ছাড়াই ভালোবেসেছি ।
বিনিময়ে সুখ দিয়ে ,
দুঃখ কিনেছি ।
মুহূর্ত বেচে ।-
30 JUN 2020 AT 22:49
অন্যের কথা ভেবে ভেবেই, জীবন গেল ফুরিয়ে।
কাশ এক লম্হা তো আপনা হোতা, জিনে কে লিয়ে।-
1 SEP 2019 AT 12:40
তুই না থাকলে কি বুঝতাম" বন্ধু" কথাটির অর্থ?
হাজার লোকের ভ্রান্ত প্রতিশ্রুতির মুখোশে,
হারিয়ে যেত সেই মুহূর্ত।♥️-
18 DEC 2020 AT 20:20
তোমার ঠিকানা খোঁজা বারণ।
মুহূর্তদের ভুলতে গিয়ে দেখি
সময়জালে আটকে গেছে মায়ার জটিল বুনন।-