সদ্য বিবাহিত, রাত ১ ৩০ মিনিট ,
রাখল ফোন, খুব জোরে কম্পন
valentines এর দিনে
জুটলো এক জোড়া কাফন!
Black Valetines Day💐-
Sounaak Giiri
(বোহেমিয়ান 🍁)
831 Followers · 51 Following
কবি হওয়ার একদম শখ নেই আমার
অল্প লেখালেখি করি আর কি....🙏
আঙবাঙ লিখে ফেলি✍️
হিসেব কষে বর্তম... read more
অল্প লেখালেখি করি আর কি....🙏
আঙবাঙ লিখে ফেলি✍️
হিসেব কষে বর্তম... read more
Joined 6 September 2020
14 FEB AT 22:40
26 JAN AT 23:50
ভাঙতে চাইতো লোকে, নিই নি কথা কানে...
কি সুন্দর হাসছি দেখো, নিজেরই লোকসানে।
বোহেমিয়ান 🍂-
4 JAN AT 23:16
আক্কেল নেই একদমই, রাস্তা চিনতে
আজও ভুল করি
ছেড়ে যাওয়ার আগে, আয়, তোকে
একটু জড়িয়ে ধরি।-
27 DEC 2024 AT 13:48
এটাই ভবিতব্য, মিলে গেলেও হবে ছাড়াছাড়ি
আমি ৩১ শে ডিসেম্বর, তুমি ১ লা জানুয়ারি।-
13 DEC 2024 AT 22:51
পাশাপাশি বসেও, বড্ড নীরবতা
প্রাক্তন মানে ফুলস্টপ.এটাই সত্যতা।
বোহেমিয়ান 🍂-
13 DEC 2024 AT 8:27
সামনে সবাই খোঁড়িয়ে বড় হই, বড়াই পেটায় ঢাকের
কিন্তু ভেতর ভেতর যুদ্ধ চলে, নিজের সাথে নিজের।-
13 DEC 2024 AT 8:17
আকাশ চাও নি তুমি,
দিনগুলো যে কুয়াশাহারা
দিগন্তে চোখ রেখো,
শিশির পায়ে পায়ে
ওম খুঁজছে যারা-
10 DEC 2024 AT 23:55
হারতে রাজি ,পুষবো ঠোঁটে চোটের ভাষা
মানুষ বেড়েছে,কমে গেছে ভালোবাসা !
বোহেমিয়ান 🍂-