Mallika Bhattacharjee  
568 Followers · 982 Following

Joined 19 March 2021


Joined 19 March 2021
29 AUG 2024 AT 11:52

যখন সকাল মায়ায়
রৌদ্রছায়ার খেলায়।
কেটে যায় দিন অবহেলায়
বিরহ শোকের ছায়ায় ।
জীবন যখন বিভীষিকাময়
স্বাধীন মন অসহায় ।
ছলনাময় প্রতিভায়
অঙ্গার মন পড়ে রয়।

-


14 FEB 2023 AT 18:15

ঠোঁট ছোঁয়ালে
যখন ভালে ।
রাঙা কপোলে
হাত বোলালে ,
আশা জাগালে
গেলেও ভুলে ।
প্রেমের ছলে
ব্যথায় পোড়ালে।
যাবেই যদি চলে,
কাছে কেন এলে!?



-


2 FEB 2023 AT 12:09

প্রেমের ছোঁয়ায়
তার অবাধ্যতায়,
মনের বাগিচায়--
সেজে ছিল সময়
আজ ভরা ব্যর্থতায়
মন করে হায় হায় ।
উদাসী বাতাস কয়,
স্বপ্ন পূরণের আশায়
বিরহিনী শেষ দশায় ।
তোমার প্রেমের সায়,
পেতে পোড়া মন চায়।
আসবে কবে বাসায়
বসে আছি, সেই ভরসায়।

-


1 FEB 2023 AT 17:34

দুঃখ থাক
লুকানো আজ,
হর্ষে ঢাকা কপালের ভাঁজ ।
সুখ নাইবা থাক !
অন্তরে করে দুঃখ বিরাজ ,
মনেতে যে তোমারি চলে রাজ ।


-


31 JAN 2023 AT 18:58

পরাধীনতার দূষণ মুক্ত ভারতের তরে,
যাঁরা শহিদ হয়েছিলেন ।
এই ভারতে প্রতিহিংসার ঢেউ গেছে ভরে ,
মানবিকতা আজ প্রায় বিলীন ।
স্বার্থান্বেষী মনোভাব কেউ কি আজ ছাড়ে ,
গড়ার লক্ষ্যে মন বড়ই মলিন ।
পঙ্কময় হস্ত একে অপরের ক্ষতি অবিরাম করে
প্রতিহিংসায় মত্ত ,সবাই হৃদয়হীন ।
স্বাধীন ভারতে কেউ পায়না খেতে,কেউ শুধুই ঘর ভরে।




-


31 JAN 2023 AT 11:24

দৃষ্টি সবসময় খোলা জানালায়,
জীবনের প্রতিটিক্ষণের ঝামেলায়।
নীরব ওষ্ঠের ভাষা সর্বদা স্তব্ধ,
আসে শুধু ব্যর্থতার ভাঙা হৃদয়ের শব্দ ।
পাবে না জেনেও,মনের আশা পায় বৃদ্ধি,
তিক্ত অভিজ্ঞতা অসংখ্য দুখের উপলব্ধি ।

-


8 DEC 2022 AT 6:48

অন্ধকারে নিমজ্জিত জীবন
পথের চলন ভীরু ,
অবিরত সোনালি ইচ্ছে গুলো
মনে হয় সজীব তরু।
নয়ন তারায় আশার ছোঁয়া থাকুক,
তবে তার,অনিশ্চিত শুরু ।

-


4 DEC 2022 AT 20:29

তোমার মায়ায় রয়েছি বেঁচে আজও আমি ,
ব্যথায় ভরা জীবন তবু, তুমি আমার জীবনস্বামী।

-


17 NOV 2022 AT 23:11

পুড়ুক যতই
মন
সোনার মতই
ঝকঝকে অন্তরের কোণ ।

-


17 NOV 2022 AT 18:17

রঙিন স্মৃতির মোড়কে ।

-


Fetching Mallika Bhattacharjee Quotes