QUOTES ON #মুখোশধারী

#মুখোশধারী quotes

Trending | Latest
16 JAN 2020 AT 16:05

স্মৃতি গুলো মনে আসে,
চোখ গুলো বেজুবান।
প্রজাপতি উড়ে গেলে,
ঠোঁটে থাকে দুঃখের গান।

-


7 JUL 2020 AT 20:26

মুখোশ
খুলে
সামনে
আয়

নতুন করে
চিনি তোকে...!

-


23 JUN 2020 AT 18:26

কাছের সম্পর্কের মধ্যেও রাজনীতি কড়া নাড়ে,
প্রিয়জন প্রয়োজনের চাদরে ঢাকা পড়ে।
স্বার্থের দুনিয়ায় মানুষও গিরগিটি সাজে,
মুখোশ পরে ঘুরে বেড়ায় আমার তোমার মাঝে।

-


24 DEC 2019 AT 10:26

কি দাদা কমপ্লিট তো??যেভাবে দিনে দুবেলা এই তেলেভাজা খেয়ে অম্বল হওয়ার পর ওষুধগুলো টপাটপ জল দিয়ে গিলে নেন সেভাবেই মুঠোফোনে পোস্ট করা হয়েছে তো??
আসুন এবার আপনার জন্য হ্যাশট্যাগের লিস্টটা দিয়ে দিই !
#বিরোধী
#সমাজসেবী
#সকলেরভালোচাই
#নারীদেরপাশেআছে
#দেশপ্রেমী
#এটা*সেটা*.......
নিন এবার ঘুমিয়ে পড়ুন! গোটা দুনিয়ার সামনে ভালো সাজা হয়ে গেছে তো... অথচ আজ ভিড় বাসে বারবার মেয়েটার বুকে হাত লেগে যাওয়া সত্ত্বেও সরে আসতে মন চাইছিলনা আপনার....রাস্তায় ঠেলা রিক্সার চালককে 'তুইতুকারী' করে কটা গালিও দিলেন,কাল বউ বাপের বাড়ি থেকে এলে বাড়ি ফিরে মদ খেয়ে পেটাবেন--তা বেশ ! সেসব মানিসিকতা হ্যাশট্যাগের ঝোপে চাপা দিয়ে এবার ঘুমিয়ে পড়ুন কেমন।।

বিঃদ্রঃ -এ দেশে ততদিন কিছুই বদলাবে না যতদিন না মুখোশপরা মানুষ গুলোর আসল 'কেউটে' রূপটা টেনে বার করা হচ্ছে।

-


7 JUL 2019 AT 11:15

আজকাল,

মুখোশের আড়ালে মানুষ বাঁচে
অভিনয়ের আড়ালে মনুষ্যত্ব মরে।

-


17 AUG 2020 AT 15:22

চরিত্রগুলো বদলায়
রং সময় বুঝে ঠিক
মুখোশধারী মনুষ্যেগুলো
তো গিরগিটির ও অধিক।।



-


24 SEP 2019 AT 23:24

যান্ত্রিক দিনযাপনে কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় মরে যাওয়া সময় এর মতো....আর রুপোলি ভবিষ্যতে চেনা মানুষের অচেনা মুখোশ ও বারবার রঙ পাল্টায় ব্যর্থ নিশানার মত,হেরে যাওয়ার ভয়ে....

-


21 JUN 2020 AT 12:56

মুখোশ ধারি বন্ধুত্বের আড়ালে চলে
কতো ভালো মানুষির ভান ,
আসল নকলের ফারাক না বুঝলে
দিতে হয় চরম দাম ।
জীবনে আসে কতো বন্ধুই,আসলে
কজনা সত্যি বন্ধু হয় ,
মুখোশের আড়ালে বন্ধুত্বকে চেনাই
হয়ে যায় ভীষণই দায় ।
আসল বন্ধুত্বের সম্পর্কে গড়ে ওঠে
এক মধুর ভালবাসা ,
নকল বন্ধুত্বের সম্পর্কে থাকে শুধুই
হতাশা আর নিরাশা ।

-


29 SEP 2019 AT 22:33

শব্দে গল্পে বিভোর আজ আপেক্ষিকতার কলরব,
জ্বলন্ত এক অজানা দীঘি, বাসনা যেথা আশ্রিত হয়ে নীরব।।

-


20 JUN 2020 AT 19:31

ঠোঁটে তোমার মধুর প্রলেপ হৃদয়ে পুষো বিষ,
বন্ধুর আড়ালে মুখোশ খুলে ডুবাও অহর্নিশ।

-