গভীর রাতে প্রেমিকের হৃদয়ে বাজে
-বিরহের গান।
আঁখি বেয়ে নেমে আসে
-নোনা জলের বান।-
আমি সুখের হদিস পাবো ভেবেই
পথ চলেছি যতো ,
চলার পথটা মোর ফুরায় নাকো
দেখি মরীচিকার মতো ।
সুখের হদিস পেতেই আমি,খুঁজি
সুখ নামে সেই পাখি ,
কোনো মতেই সে যে দেয়না ধরা
দেয় কেবলই ফাঁকি ।
দুখের সাথে লড়াই করে, আমিই
সুখ আনবো ছিনিয়ে ,
সুখের হদিস পেয়েও আমরা,তবু
দুখকে নেবো মানিয়ে।-
পাহাড় সমান নোনা জলটাই সঙ্গী হয়েছে এখন,
আবেগ গুলোর দীর্ঘশ্বাস বারান্দাতেই করেছে মৃত্যু বরণ।-
অনন্ত বালি খুঁড়ে কয়েক ফোঁটা জীবন..
সবই হায় মরীচিকা!নিষ্প্রান বৃষ্টিহীন মন।-
🔹মরীচিকা🔹
হাতছানি দিয়ে ডাকে মরীচিকা
কানামাছি খেলে চন্দ্রিমা একা একা।
পড়ন্ত বেলায় কোকনদ মুখ লুকায়
সমিরন মাতে সাগরের কিনারায়।।
উচ্ছাসিত হয় প্রাণ সমুদ্দুর স্থলে
বাঁধি ঘর বালুচরে, আশা ভাঙ্গে ঢেউ জলে।-
তবুও ছুটে যাই ওই মরিচিকার উদ্দেশ্যে যেথা মিলবে এক ফোঁটা প্রাণ।
-
উদয়ে তুমি প্রেমে পরো,
অস্ততেই হয় অবসান।
মরুভুমিতে স্বপ্ন দেখা
মরিচিকাতেই অভিমান।-
শৈশবের সেই দিনগুলোতে যখন বড় হওয়ার প্রচণ্ড তারা ছিলো। আজ ফিরে দেখি, শৈশবে শৈশবকে উপভোগ না করে হেলায় অবহেলা করেছি। আজ যেতে চাই ফিরে, কিন্তু নিয়তির ভুলভুলাইয়ায় পথ হারিয়ে ফেলেছি। আজকের ও একটি সুন্দর রূপ আছে, তাকে পরখ না করে, হারানোর আস্ফালনে দিন কাটছে। এও জানি, দুদিন পরে আজকে হারানোর ব্যথা অনুভব হবে। কিন্তু! পারিনা কিছুতেই আজকে আপন করে ভবিষ্যতের গন্তব্যে পা বাড়াতে। মনুষ্য প্রজাতির জীবন তাই অতৃপ্ত কৌতুকে ভরা, মরীচিকার পেছনে ছুটে প্রহসনে পরিণত আজ।
-
তুমি কি কেবল মরীচিকা নাকি ভীষন সত্যি গল্প?
শুধুই কি ধুধু চড়া বালুচর নাকি দোয়াশ উর্বর স্বল্প?-