ভালবাসি আমি তোমায়,
কেন পারি না যে বলতে ।
মনের মধ্যে হাজার দ্বন্দ্ব
নিয়ে হয় চলতে।
তুমিও প্রায় বোঝো অনেক,
জানাও আমায় বেশ।
জানিনা কতদিন চলবে আর..
ছন্নছাড়া ভালোবাসার এই রেস!
দোষ নেই তোমার কিছু...
বুঝি আমি যন্ত্রণা,
মানুষ তুমি সঠিক
আর ভালোবাসাও মন্দ না।-
নিজের মধ্যেই হারিয়ে ফেলি,
তোমায় রোজ খুব গোপনে..
ব্যাকুল হয়ে খুজি তোমায়
জড়িয়ে থাকা অভিমানে;
তুমিও বেশ বাসো ভালো...
সাজাও আমায় রোজ যতনে!
অনুভূতির সাতটি রঙে
মনের কোণে সংগোপনে।
বৃষ্টি ভেজা শহর জানে
তোমার নাম-এ ভালোবাসা নামে।-
এত কিসের টানা-পড়েন,
বুঝতে লাগে দ্বন্দ্ব ..
হৃদয় মাঝে তুমি আছো;
কিন্তু দুয়ার বন্ধ..
জানি তুমি চলে যাবে সময়ের একান্তে;
অপূর্ণতা রয়ে যাবে ভালোবাসার প্রান্তে।
হৃদয় আমার কাঁদবে, রইবে ঠিকই যন্ত্রনা..
ক্ষণিক সময় পেলাম তোমায়
আর এটাও কমতো না।-
ভালোবাসো আমায় তুমি,
কতটা ঠিক জানো?
সত্যি কি আমায় তুমি
তোমার নিজের মানো?
সন্দেহ তো হাজার আছে!
আমায় নিয়ে জানি!!
অনুভূতি ও অদেখা নয়,
এটাও খুব মানি।
অভিযোগ তো পাহাড় গড়ে
তোমার বুকে রোজ।
অনুরাগও নেয় নিশ্চয়ই
আমার ভীষণ খোঁজ।
কষ্টের নদী আছে কেমন
খরস্রোতা না ধীর?
আচ্ছা সে কি গোনে
ভালোবেসে কতবার ছুঁয়েছে তীর।-
জীবন নামের যে গল্পটা..
লিখি আমি রোজ !
কোথায় যে করি তার বাস্তবতার খোঁজ!
আকাশ কুসুম শেষ হয়ে যায় দিগন্তের তীরে:
অপূর্ণতা রয়েই যায় ভালোবাসা ঘিরে!!
হেমন্তের সন্ধ্যেবেলা বসন্তের খোঁজ,
আকাশে তো মেঘে করেছে..
ভিজতে হয় রোজ।
কল্পনার কাঠি দিয়ে আঁকা তুমি অচিন এক পাখি,
বিকালের নীলিমার মতো আমি ছন্নছাড়া একাকী।-
কতটা ভালোবাসি তোমায়?
জানতে চাও রোজ!
হিসাব তো হারিয়ে ফেলি,
পাই না তার খোঁজ।
রোজ নতুন করি আশা..
দেখাবো তোমায়
দুটি চোখের নিদারুন ভালোবাসা।
অভিমানেরা কঠিন হয়ে তখন ও
করবে কি অভিযোগ?-
★সম্পর্ক★
ওরা ঠিক জানে কিভাবে কাছে আসতে হয়,
আবার কাছে এসে হারিয়েও যায়।
কেন জানিনা থাকে না শেষ অধ্যায়ে,
ক্ষণিকের জন্য বাড়ায় শুধু মায়া ।
কালের নিয়মে সবই কেমন বদলে যায়,
দিনশেষের সেই সবাই প্রায় একা।
তবুও হৃদয় মাঝে এত তোলপার
শুধু অনুভব করা...
এটাই চিরকালের সেরা অনুভূতি বোধ হয়;
প্রতিটি ব্যথা নিরাময় করে সেই স্মৃতির হাসি
মন ভোলাই বেশ!
নিষ্পাপ দুটি চোখ:
পারলো না প্রেমে পড়াই দিতে বাধা।
অবশেষে ভালোবেসে দিগন্ত হলাম..
জীবনে রয়ে গেল পেয়েও না পাওয়ার হাজার ও কথা।-
শব্দ গুলো এলোমেলো আজ
মিল আসেনি ছন্দে,
অনুভূতি প্রায় হারিয়েছে
ভীষণ রকম দ্বন্দে।
শব্দের অপর শব্দের পাহাড়
ভীষণ অট্টালিকা
শূন্য সব দেখা যেন আজ
মরুভূমির মরীচিকা ।-
আমার প্রতিটা মুহূর্ত তোমায় নিয়ে বাঁচতে চায়,
ভালোবাসার অভিমানে পূর্ণ করতে চায় জীবন,
বিরহ মিলনের রঙিনতা পূর্ণতা খোঁজে প্রতিক্ষনে,
পেতে চায় এক আকাশ কাছে আসা,
অন্তহীন তোমার ভালোবাসা।
মান অভিমানের ঊর্ধ্বে অনন্ত এক দিগন্তে,
শর্তহীন আলো- আঁধারির এক হয়ে মিশে যাওয়া।-