হৃদয়ারশি Hridayarshi   (© হৃদয়ারশি by কালোমেঘ)
124 Followers · 10 Following

✍️ Subimal Sarkar
Joined 6 November 2018


✍️ Subimal Sarkar
Joined 6 November 2018

পথের শেষ কোথায়
পথ কি তা জানে?
একটা দূরত্বে থেমে গেলে
গন্তব্যই কি ওখানে?

-



হাজার অসুখের থেকেও সবচেয়ে কঠিন অসুখ
প্রিয় মানুষটিকে প্রাণ ভরে দেখতে চাওয়া;
আর তোমাকে দেখতে চাওয়ার এই অসুখ
আমার এই প্রাণে সারাজীবনই লেগে থাকুক।

-



দূরে গেলেই মূল্য বাড়ে
কাছে থাকলে নগন্য
অনুপস্থিতিতেই উপলব্ধি উপস্থিতি
মৃত্যু যখন অগ্রগণ্য।

-



সন্ধ্যা তো রোজই হয়
শুভ হবার অপেক্ষায় শুধু থাকি;
তোমার সুন্দর বার্তা এলেই
সন্ধ্যাকে শুভর মলাটে ঢাকি।

-



যে ছেড়ে চলে যায় তার কোনো দোষ কেন নয়
যাকে ছেড়ে চলে যায় সব দোষ তার কেন হয়?

-



এ এক আলগা আলোর রেশ
ডুবে যাওয়া সূর্য মনে করিয়ে দেয়
এরকমই একদিন ডুবে যাবে জীবন
তবুও এভাবেই বেঁচে আছি বেশ।

-



এ এক আলগা আলোর রেশ
ডুবে যাওয়া সূর্য মনে করিয়ে দেয়
এরকমই একদিন ডুবে যাবে জীবন
তবুও এভাবেই বেঁচে আছি বেশ।

-



মনের উষ্ণতায় মিশতে চেয়ে পুড়েই ছাই হয়ে গেল মন
যতটা ভয়াবহ ভেবেছিলাম তারও অনেক বেশি দাবানল

-



ভালোলাগা থাকে অনেকের প্রতিই,
ভালোবাসাটা সবার প্রতি থাকে না;
সব ভালোলাগা ভুলেও যেতে নেই,
কোনো ভালোবাসাই ধরে রাখা যায়না।

-



বিষাদে তা কখনো নয়;
বেঁচে থাকুক সব ভালোবাসা,
সাথে নিয়ে খুশির বলয়।

-


Fetching হৃদয়ারশি Hridayarshi Quotes