হার জিৎ এর খেলা
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
লম্বা এলোকেশে হেসে শরতে বঙ্গে
ভেজা ভেজা তাজা শেফালির সুভাষের ভরা অঙ্গে।
আলোর মুকুট মাথার পরে
চোখ ধাঁধানো চমক কে বর্ণ ধারণ করে;
আমি বেড়াই হেসে খেলে
মেঘনা নদীর পাড়ের জলে।
ঝড়ের সঙ্গে লড়াই ক'রে কাটাই সারাবেলা
ঢেউয়ের সাথে খেলি হার-জিতের খেলা।
নৌকা চলে স্নিগ্ধতায়
জোয়ার ভাটার লুকোচুরির খেলায়।
মাঠের পরে মাঠ চলেছে
এক পাশে তার পলাশ গাছে।
চোখের পাতায় ঘুম করে ঝর ঝর
রাতেরা চোখেতে অশ্রু হানে অঝোর,
বেজায় আজ অসম্ভবের ছন্দেতে
মাতবি আয় বেহুশ হয়ে ভুল ভবের রঙ্গেতে।
নতুন বছর এগিয়ে এসে হাত পাতে দ্বারে
রূপ যে কত উপচে পড়ে সোনার বদন ভরে।
ঝুল কাল চারিধার আলো যায় ঘুচে
আকাশের নীল বর্ণ সব কালো দেয় মুছে।-
📝📚📌🎨🖌
🖤আসুক নেমে সন্ধ্যা ধ্রুবতারা হোক না ওই আঁখি চিন... read more
সেদিন বুঝবে
::::::::::::::::::::
আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ- কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি প’ড়বে মনে, উঠবে কাঁদি’! বুকের মালা ক’রবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে- বুঝবে সেদিন বুঝবে!
-
🔹মরীচিকা🔹
হাতছানি দিয়ে ডাকে মরীচিকা
কানামাছি খেলে চন্দ্রিমা একা একা।
পড়ন্ত বেলায় কোকনদ মুখ লুকায়
সমিরন মাতে সাগরের কিনারায়।।
উচ্ছাসিত হয় প্রাণ সমুদ্দুর স্থলে
বাঁধি ঘর বালুচরে, আশা ভাঙ্গে ঢেউ জলে।-
Roses are a special kind of flower, friend is a special kind of person.
-
যেখানে এক সময় থাকে বেদনার বসবাস,
খেলাধুলা সেথায় করতে পারে আশাবাদের চাষ।-
Fears die many times before they actually die,
but brave ones taste death only once in a lifetime.-
ভালোবাসা একটা পাখি।
যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়।
আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দী করতে চায় ।-
Love is a bird
When he is in the cage, people want to free him.
And when he sees his wings flying in the open sky, he wants to be captured in a cage.-
অস্তিত্ব
*********
নিজের অস্তিত্ব নিজেই পাই না খুঁজে .
কেন নেই আজ ও কোনো নারীর অস্তিত্ব ?
কি অপরাধ তাদের এই সমাজে ?
গোটা সমাজ টাকে ধারণ করে আগলে রাখাই কি নারীদের অপরাধ ?
এই ঘৃণ্য সমাজে নারীদের আজ ও কোনো মান নেই .
ঘরে বাইরে তারা আজ ও অবহেলিত .
নরকের কীট গুলো ছোট মেয়ে শিশুকেও নারী বলে
দুমড়েমুচড়ে ছিন্ন ভিন্ন করছে তাদের শরীর .
এটাই আমাদের সমাজ .
আমাদের সমাজে একজন পুরুষ একজন নারীর যত্ন করতে শেখে নি .
পৌরুষে আঘাত লাগে তাদের ,তাদের কিছু বলতে গেলে .
নারীদের অক্লান্ত পরিশ্রমে ই একটা সুস্থ সংসার গড়ে ওঠে ..কিন্তু সেখান ও শুধু যুদ্ধ আর রেষারেষি চলে .
কোথায় অস্তিত্ব ?
কিআছে নারীদের ?-