QUOTES ON #ভুত

#ভুত quotes

Trending | Latest
11 NOV 2023 AT 18:58

নিশি ভুত, মেছো ভুত সাথে শাকচুন্নি,
সংসার ছেড়ে আজ বেরিয়েছে ঘুরতে।
বাতি সব রেখো জ্বেলে আনাচে কানাচে,
সুযোগ পেলেই চেপে বসবে ঘাড়েতে।
স্কন্ধ কাটাটাও নাকি ভীষণই পাজি,
ডালে বসে থেকে পা দোলায় আনন্দে।
যদি একবার দেখে তুমি পেয়েছো ভয়,
মাথাখানি এসে চুমু দিয়ে যাবে সানন্দে।

-


22 AUG 2020 AT 11:38

আমরা তিন জিগরি দোস্ত আমি তখন দাঁত দেখিয়ে,
বিন্নি, তুনু আর হুনো, মুন্ডু ঘুরিয়ে ছুটে গেলাম,
সেবার কি কান্ড করেছি এবার তারা দৌড়ে পালালো
বলি তোমাদের শোনো। দেখে বেশ মজা পেলাম।
মরার পরে পার হলো ভাবলাম, আরেকটু তাদের
বছর পাঁচ কি ছয়, ভয়টা দেখাতেই হবে,
তবু আজ পর্যন্ত কাউকে ভুত কুলের সম্মানটা
দেখাতে পারলাম না ভয়। আরো কিছুটা বাড়বে তবে।
তিন বন্ধু মিলে বসে তাই আমরা পিছু নিলাম
ঠিক করলাম তাই, দেখাতে তাদের আরো ভয়,
ভয় এবার দেখাতেই হবে কিন্তু ভাগ্যটাও সেদিন
সম্মানের ব্যাপার ভাই। খারাপই ছিল বোধহয়।
যেমন ভাবা তেমন কাজ দৌড়াতে দৌড়াতে তুনুটা
বেড়িয়ে পরলাম রাতে, পা-পিছলে পড়ে গেলো,
ছেলেগুলো তাস নিয়ে হুনো আবার হোঁচোট খেয়ে
আড্ডা দেয় যেই ঘাটে। উল্টে গিয়ে হাটু ভাঙলো
দুজন গেলাম সামনে আর আমি আবার প্ল্যান মতো
হুনোটা থাকলো পিছে, উঠেছিলাম গাছের ডালে,
ভয় ছিল আজও বুঝি ওমা একি! ডালটা দেখি
রাতটা যাবে মিছে। ভেঙে পড়লো নদীর জলে।
দেখে বললো আমাদের ছেলেগুলো পালিয়ে গেছে
তোরাও খেলবি নাকি? ভাগ্যিস আমাদের দেখেনি,
হো হো করে হেসে উঠলো ভয় দেখাতে পারিনি ঠিকঠাক
ভয় পেলো না, সে কী! তবে সম্মানটা তো আর যায়নি।

-


4 APR 2019 AT 10:19

আমি ভূতে বিশ্বাস করি,
তাই তো রোজ রাতে,
তেনাদের আশায় জেগে বসে থাকি,
তেনারা হলেন মহা চালাক,
প্রায় প্রতি রাতেই সুযোগ বুঝে,
দিয়ে যান ফাঁকি।

-


13 SEP 2020 AT 19:02

রাত আড়াই-টা নাগাদ ট্রেন এসে থামল আলুয়াবাড়ি স্টেশনে | স্টেশন থেকে বের হতেই বেরিয়ে পড়লুম বাড়ির উদ্দেশ্যে, এই বর্ষার রাতে টোটো বা রিক্সা কিছুই পাব না তার যথেষ্ট আন্দাজ আগে থেকেই ছিল, তাই হাঁটতে শুরু করলাম | রাস্তার দুধারে সারিসারি ভাবে জ্বলছে নিওন বাতি | ভেজা রাস্তা - ক্ষণিক আগে হওয়া, বৃষ্টির আভাস দিচ্ছে,
এক- এক করে ল্যাম্পপোস্ট পার হতে লাগলুম | রাস্তা জুড়ে শুধু আমার একজোড়া জুতোর প্রতিধ্বনি, যা এই শান্ত পরিবেশকে হয়তো কিছুটা বিরক্ত করছিল| কিছুটা পথ পেরিয়ে নজর যখন আমার ছায়ামূর্তির ওপর গিয়ে পড়ল, দেখতে পেলুম আরো এক ছায়ামূর্তি ঠিক আমার ছায়ামূর্তি বরাবর ক্রমশ এগিয়ে আসছে, যার পায়ের কোন প্রতিধ্বনি নেই, হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর মাথা দিয়ে, পরমুহুর্তেই লোডশেডিং | এক ঠান্ডা ঢেঁকুর গলা দিয়ে পৌঁছে গেল বুকে |

ঘন অন্ধকারে, পেছন দিক থেকে অচেনা গলায় নিচু সুরে ভেসে আসলো-
"এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু! "

-


27 OCT 2019 AT 8:59

চার বন্ধুর ইচ্ছে হল, কালীপুজোর রাতে,
ঘুরতে গেলুম শ্মশানেতে, গঞ্জিকা লয়ে সাথে।
গলায় ঢেলে মায়ের প্রসাদ, কয়েক বোতল সূরা
কল্কেটাতে জোরে টান, পাশেই ছিল এক মরা।
নেশা তখন তুঙ্গস্থানে, কানেতে সুড়সুড়ি..
এঁকটা টাঁন দেঁ নাঁ রেঁ ভাঁই, মঁনের সুঁখে পুঁড়ি।
সুখ যে আমার ভয় পালাল, প্যান্ট ভিজিয়ে ডাব।
তিন বন্ধু নেশায় বুদ, ছেড়ে দে মোরে বাপ।
ভঁয় নাঁ পেঁয়ে, কঁল্কেটা দেঁ, দিঁ এঁকটা টাঁন।
প্রেঁমের জ্বাঁলায় মঁরেও, আঁছে এঁখনও পিঁছুটান। 
দুঁখের কঁথা বঁলব কিঁ আঁর, মঁধ্যবিঁত্তের আঁশা,
প্রেঁম কঁরবে; সুঁখে থাঁকবে; "আঁশায় বাঁচবে চাঁষা"।
তোমার আমার দুঃখটা এক; তফাৎ ভুত আর মানুষ।
ট্যাক দুর্বল জীবনপিঠে, প্রেমটা বড় ফানুস। 
আঁর কাঁদে নাঁ ভুঁতের কাঁছে, কঁল্কেটা এঁবার ধঁর
আঁমার এঁবার ডাঁক পঁড়েছে, পুঁড়বে দেঁহবর।
ঘুম ভাঙতে সকালবেলা; বন্ধুদেরকে বলা,
গাঁজার নেশা, স্বপ্ন নেশা, দিল অবিশ্বাসের ঝোলা।
তবুও জানি তারা আছে; থাকবে সবার মনে..
কালের ধারার নিয়ম মেনে, চন্দ্রবিন্দুর কোণে। 

-


22 FEB 2019 AT 2:08

শুভ দৌড়তে দৌড়তে কোনোরকমে শেষ বাসের দরজাটা ধরে উঠে দেখল ভেতরে একটা স্ট্রেচার, এবং ভাবলেশহীন মুখে বসা দুটো লোক। স্ট্রেচারের দিকে তাকিয়ে লোকদুটোর কথা শুনছিলো শুভ, "খুব বাজে কেস ভাই, শেষ বাসটা পুরো চাপা দিয়ে গেছে, স্পট ডেড!"
অবিশ্বাসের দৃষ্টিতে ও দেখছিল, স্ট্রেচারে সাদা কাপড়ে ঢাকা শরীরটার বেরিয়ে থাকা হাতের ফিনিক্সের উল্কিটা ঠিক যেন ওর হাতের ই মত!

-


26 OCT 2019 AT 13:50

প্রেম করছেন,করুন-No problem👍 কিন্তু
অন্ধকার গলিতে ওভাবে জোরাজরি করবেন না💏
ভূত-পেত্নী ভেবে আমাদের অন্য গলি দিয়ে যেতে হয়😒

-


27 OCT 2019 AT 9:00

" ভুত কথা "

মা বলেছে ভুতের ভয় তাই কখনো হয়,
ভুত বুঝি আছে আজকের জামানায়,
মানুষ খেকো ভুত সেতো হতেও পারে,
তাইতো ভয়ে যায় নিকো কভু শশ্বান ঘাটে,
ভুলে ও যাওনা তুমি ওই জঙ্গলা নদীর পারে,
সেথায় বুঝি ভুত থাকে চড়বে তোমার ঘাড়ে,
ভুতের ভয়ে আজও কেন কাঁপছি , থোড় থোড়,
কে কোথায় একটু আমায় বুঝি ধর,
ভুত বুঝি আসলো বোধহয় এই কালো আঁধারে,
আজ একলা ঘরে শুধু যে তোমায় মনে পড়ে,
ভুত বুঝি আসলো মনে কি করি উপায়,
ভুত বুঝি অশরীরী আত্মা ঘাড় মটকে দেয় l

-


9 SEP 2018 AT 22:35

ভুত,
এ এক এমন জিনিস যাকে নিয়ে তর্ক লেগে থাকে সবসময়েই
ভুত আছে কি নেই??থাকলেও তা আসলে কেমন??
সবার মনে এই একই প্রশ্নই
কেও বলে ভুত রয়েছে, আবার কেও বলে ভুতের অস্তিত্ব অসম্ভব..
আমি এক বিজ্ঞানের ছাত্রী,
স্বাভাবিক ভাবেই আমি ভুতে বিশ্বাস করি না..
কারণ বিজ্ঞানের ভাষায়,'যা চোখে দেখা যায় না অনুভব করা যায় না, তার কোনো অস্তিত্ব নেই এই বিশ্বব্রহ্মাণ্ডে'
তাই খালি ভুত নয়, ভগবানেও বিশ্বাসী নই আমি
কিন্তু তাও মনে ভক্তি একটা আছেই
কারণ আমার মতে ভগবান মানে যে মূর্তি নয়
আমাদের শ্রদ্ধেয় গুরুজনেরাই হলেন ভগবান
ভুতের আলোচনা থেকে হুট করে ভগবানের আলোচনাই চলে গেলাম কেন সেটাই ভাবছেন তো???
আসলে এটাই বলতে চাইলাম যে, যে ঠাকুর কে আমরা দেখতে পাই না অনুভব করতে পারি না তাকেও ভক্তি করি তো??
তাহলে যে ভুত কে দেখতে পাই না অনুভব করতে পারি না, তাকে ভয়ও পাই সকলে...
কারণ নিঝুম রাতের অন্ধকারে, একা ঘরে হুট করে একটা আওয়াজ এ গা ছমছম করে ওঠা তারই পরিচয়...
আমি জানি না ভুত আছে কিনা
বিশ্বাসও যে করি খুব একটা তাও নয়
কিন্তু সবসময় মনে প্রশ্ন জাগে,
মৃত্যুতেই কি সব শেষ তবে??
তারপর কি আর নেই কিছু জীবন বলে??
ভুত আত্মা এগুলো কি সবই ভিত্তিহীন??
জানি না এই উত্তর গুলো পাবো কি বেঁচে থাকতে??
একমাত্র মৃত্যুই হয়তো পারবে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে...
তাই ধৈর্য ধরে ওই মৃত্যুরই অপেক্ষা করে আছি আমি।।
―Shreya Banerjee

-


7 MAR AT 13:32

#দারুণ_দুপুর
জীবন সুন্দর ছিল
যখন ভুতকে পেতাম ভয়,
অনুরাগ কে না।।
© দীপঙ্কর চৌধুরী

-