Sloke Chakra   (✍️ শ্লোক চক্র)
312 Followers · 93 Following

লিখতে পারিনা আমি, করি লেখার চেষ্টা
Joined 31 July 2018


লিখতে পারিনা আমি, করি লেখার চেষ্টা
Joined 31 July 2018
4 AUG 2018 AT 7:47

I have no money..
So, I eat a beautiful wind..
I have no candle or light.
So, I eat under the moon..
I have no Girl friend..
So, I eat with moon Dreams..

The moon come & sit beside me.
And say, I Love You....

- Sloke

-


7 FEB 2021 AT 10:24

আরেকটি গোলাপ তোমার বরের নামে।
ছোট্ট গোলাপটা তোমার সন্তানের নামে।
আমি শুকনো 'ঘেঁটু ফুলটা' ছিঁড়ে গেলাম।

-


26 JAN 2021 AT 11:50

আমরা সেথায় অতি নগন্য,
দুমড়ে, মুচড়ে, দেশের মাটিকে
করছি আমরাই অতি জঘন্য।

তবুও থাকবে তুমি আমার প্রাণ হয়ে,
আমার ভারতবর্ষ....

-


27 NOV 2020 AT 9:27

শরীরে তোমার ছোঁয়া।
চুম্বন আজ বড়ই ক্লান্ত,
ঠোঁটতে মলিন ধোঁয়া...

-


22 SEP 2020 AT 19:36

ভিজিয়ে দিল আমার অভুক্ত শরীর।
ইচ্ছে হয়,
সিক্ত হয়ে আলিঙ্গনে আবদ্ধ করি তোকে,
কিন্তু সব ইচ্ছে হয় না পূর্ণ।
তাই
স্বপ্নের মেসেজে ভিজিয়ে দি তোর মন,
তোর শরীর।।

-


17 SEP 2020 AT 20:45

চার ধর্ষিতা ধর্ষণ করল, দুই ধর্ষককে।
রক্তে ভিজিয়ে নিলো প্রতিশোধ।

-


17 SEP 2020 AT 5:17

রেডিও খুলে শোনা।
তবে বাবার হাতের চা টা
খুব মিস করি।
চোদ্দো পুরুষের সাথে,
বাবাকেও জল দিতে হয়,
তর্পনের মাধ্যমে..

-


2 SEP 2020 AT 19:09

তুই কি আর আসবি ফিরে?
সময় খুবই কম..
প্রপ্রোজের লাইন লম্বা আছে,
ভালোবাসার সেথায় নেই কোনো দম।

-


2 SEP 2020 AT 18:54

বসেছিলাম একাকী...
দুটি কাপ, দুটি ঠোঁট,
চাহিদার দুই আঁখি।।

-


10 JUL 2020 AT 10:59

ধ্বংস প্রদীপ জ্বলে।
মৃত্যু মিছিল মাঝে,
আছি খেলার ছলে..

-


Fetching Sloke Chakra Quotes