Shreya Banerjee  
14 Followers 0 Following

লেখা হলো শখ
কবি নই আমি
লিখি কারণ,
লিখতে ভালোবাসি
Joined 29 May 2018


লেখা হলো শখ
কবি নই আমি
লিখি কারণ,
লিখতে ভালোবাসি
Joined 29 May 2018
3 AUG 2020 AT 0:16

কি ব্যাপার অমিত জি আজ যে আপনি হাসপাতালে
মন্দির দরজা কি আজ বন্ধ তাহলে???
যার নির্মাণে corona দেশ থেকে উধাও হতো
Corona চিকিৎসায় নেই কেন তার কোনো গল্প??
পাঁপড়, গোমূত্র সব ই খেতেন নিয়মিত??.. তাও পেলেন না রেহাই??
কিন্তু এমন টা হওয়ার তো কথা নয়..
এগুলো খাওয়ার পরিমাণ টা আরেকটু বাড়াতে হতো বোধহয়
থালি বাজালেন, দিয়া জ্বালালেন, গড়লেন মন্দির কত
আপনাদের এই ভগবান আজ কিচ্ছু করতে পারলো নাতো
ভয় পাবেন না, বিশ্রাম নিন
আপনার কিছু হলে যে হাজার হাজার ভক্ত হবে দিশাহীন
মন্দির গড়ে উঠবে না, ভাঙবে না মসজিদ
ধর্মীয় বিদ্বেষ না থকলে আপনার দল যে হবে অস্তিত্বহীন

জয়-শ্রীর-আম, আপনি তাড়াতাড়ি সুস্থ হন আপনার রামের কাছে এই কামণা করি

―Shreya Banerjee

-


17 JUL 2020 AT 17:36

Let us live a normal life

-


7 MAY 2020 AT 2:06

বন্দী এ জীবন লাগে না ভালো??
মনে হয় অত্যাচার হচ্ছে বড়ো??
এত বছর পৃথিবীর ওপর এই অত্যাচার করার বেলা,
মনে ছিল না কিন্তু কারো...
মারণ ভাইরাস এর কবলে মানুষ আজ গৃহবন্দি
পৃথিবী কিন্তু নিজেকে সারিয়ে নিচ্ছে খুবই জলদি
যে মানুষ খাঁচায় আটকে রেখেছিল বনের বাঘ, উড়ন্ত পাখিকে
তারা আজ স্বাধীন ঘোরে, মানব সৃষ্ট রাজসড়কে.....
তবে এ থেকে একটা কথা পরিষ্কার
পৃথিবী কিন্তু ভালো আছে জনমানবহীন
নেই তার আমাদের কোন দরকার
এরপরও যদি মানুষ হওয়ার দম্ভ থাকে
মনে রেখো, স্বাধীন ছিল সেদিন পশুপাখি
সেরে উঠেছিল সেদিন পৃথিবী
কেঁদেছিল মানুষ,
বাঁচার তাগিদে
সুখে ছিল তারা ,
স্বাধীনতার এ আস্বাদে।।

– Shreya Banerjee




-


5 APR 2020 AT 20:39

বিশ্ব যখন ঘর বন্দি মারণ ভইরাস এর কবলে,
ফুটপাথের ওই ছোট্ট মেয়েটি মরছে তখন দারিদ্রের ছোবলে।

ঘর থেকে তুমি বেরোতে পারছো না, লাগছে তোমার একঘেয়ে
তারা কিন্তু আছে রাস্তায় হাতবাড়িয়ে, একটু খাবার চেয়ে

তুমি পছন্দের খাবার পারছো না, পারছো না মিষ্টিটা প্রিয়
তাদের কাছে একটা শুকনো রুটিই কিন্তু অনেক বেশি শ্রেয়

ভিক্ষের বাটিটা এগিয়ে রেখে কাটে যে তাদের দিন
তাদের ওই বাটি তে একটু টাকা দিন, এক দুই বা তিন

বিশাল কিছু করতে হবে না, সাধ্য মতোই করুন,
আজকের এই দুর্দিনে একটু তাদের কথা ও ভাবুন।।

– Shreya Banerjee

-


8 MAR 2020 AT 12:34

নারী দিবস নিয়ে বলছে সবাই,
লিখছে কত কিছু
কিন্তু নারীর ঠিক অবস্থানটা কোথায়
বলতে পারে কি তা কেউ??

এই সমাজে নারীর সম্মান কোথায়,
কোথায় তাদের স্বাধীনতা
কেন রোজ লড়ছে তারা
লড়াই এ বেঁচে থাকার??

সহস্র চোখ এর চাহনি থেকে নিজেকে সে বাঁচায়
হাজারো হাতের ছোঁয়া কে সে এড়ায়
নারী, সে যে দেবী হিসাবে পূজিত
নারী, সে যে "পুরুষের" লালসার পাত্র

নারী, সে যে জন্মদাতা মা
নারী, সে যে ভ্রূণহত্যার শিকার
নারী, সে যে জগতজননী
নারী, সে যে "পুরুষের" দাসী
কেন এই পার্থক্য??
বলতে কি পারো তা কেউ??

তাই বছরে এই একটা দিনে নারীকে দিও না সম্মান
রাখো প্রতিটা দিনই তার মান
নারীর রয়েছে সমান অধিকার
দাও তাকে এই সমাজে তার যোগ্য স্থান।।




-


17 DEC 2019 AT 19:45

'হিন্দু ব্রাহ্মণ আমি, মুসলিমদের ছায়া মাড়ালে জাত, ধর্ম আমার সব যাবে'
আমি তো বুঝি না এর মানে!!
স্কুল জীবনে যে বন্ধুর সাথে
টিফিন খেয়েছি share করে
তার নাকি আজ কোনো অধিকার নেই
থাকার আমাদের এই দেশে,
দোষটা কি তার??
মুসলিম হয়ে সে জন্মেছে বলে??
নাকি জন্ম তার যেহেতু ভারতবর্ষে??
বাবা-মা তার নয় শিক্ষিত তেমন
রাখেনি কাগজ পত্রের খোঁজ
তাই আজ গুনছে শুধু দিন তারা
সময় চলে এলো বলে
নিজের দেশ, নিজের বাংলা, নিজের মাতৃভূমি
ছেড়ে যেতে হবে হয়তো তাদের
অজানার উদ্যেশে।

ভাবেনি তারা দেখতে হবে এইদিন
দিতে হবে তাকে ভারতীয় হওয়ার প্রমাণ একদিন
তাহলে হয়তো রাখতো কাগজ যত্নে
অভাব-দারিদ্রের ওই সংসারে।
আন্দোলন করছি আমরা সবাই মিলে
রক্ত ঝরছে প্রতি পদে পদে
কিন্তু বিল তো পাশ হয়ে গেছে
আটকাতে কি পারবো আমরা এই অবিচার??
জানি না, কিন্তু হাল তো ছাড়বো না
যতক্ষন পারবো লড়ে যাবো
আটকাতে এই অনাচার।।

― Shreya Banerjee




-


11 DEC 2019 AT 14:00

'ও আমার পাশে সবসময় থাকবে, যেমন আমি সবসময় থেকেছি খারাপ–ভালো সময় ওর পাশে' খুব কাছের বন্ধুটার সম্পর্কে এমনটাই ভাবো না তুমি??
তারপর তোমার খারাপ সময় সে তোমার খোঁজ টাও নেই না যখন,
কষ্ট পাও না তখন??
মন যায় ভেঙে..
কারণ আশা তুমি করেছিলে সে সবসময় থাকবে তোমার পাশে।

তোমার প্রেমিকা যে বলে তুমি তার প্রথম ভালোবাসা
চাইনি সে কাওকে এর আগে
জানতে পারো পরে তার প্রথম প্রেমিক নও তুমি
প্রাক্তন এর সাথে যোগাযোগ তো তার আজও আছে
খারাপ লাগে না তখন???
মনে হয় না 'সত্যি টা তো আমাকে বলেই দিতে পারত, কি হতো ক্ষতি'
আশা রেখেছিলে তার ওপর তাই হয়তো পেয়েছো কষ্ট।

জন্মদিনে তোমার কাছের মানুষ গুলো উইশ না করলে খারাপ লাগে??
মনে হয় না আমার জন্মদিন ভুলে গেল ওরা,
ওদের কাছে কোনো দামই কি নেই আমার??
যদি এইসব কিছু তোমার সাথে হয়ে থাকে তাহলে দোষটা তোমার, তাদের নয়
তারা তোমাকে অতটা গুরুত্বপূর্ণ ভাবে নি যতটা তুমি ভেবেছো
দোষটা তোমার, কারণ তুমি তাদের ওপর আশা করেছ, তারা কিন্তু করে নি, তারা তোমাকে আশা করতেও বলে নি,

জীবনে কখনো নিজের জন্মদাতা মা বাবা ছাড়া আর কারোর কাছে আশা করো না
কারণ বোধহয় তাঁরাই তোমার আশা পূরণ করতে সক্ষম
খালি ওই দুটো মানুষের কাছেই তুমি সবচেয়ে দামি,
আর ওই দুটো মানুষই তোমার আশা, ভরসা, ভালোবাসার যোগ্য খালি।।

― Shreya Banerjee

-


13 NOV 2019 AT 3:39

জীবনে তুমি ব্যর্থ হয়েছ ??
একবার নয় বহুবার??
আমিও হয়েছি,
বারবার, বারংবার..

মনে হয়েছে "জীবনের কোন দাম নেই
কিছু করতে পারবো না আমি
শেষ করে দি নিজেকে, নই আমি দামি"??
ভেবেছি এমনটা আমিও অনেকবারই..

কাছের মানুষ টা হারিয়ে গেলে মনে হয় না সব শেষ??
মনে হয় না ভালোবাসার মতো কেও রইলো না অবশেষ??
কত ঘুমহীন রাত কেটে যায় বালিশে মুখ গুঁজে কান্না চাপা দিয়ে
কত দিন কেটে যায় হাসি দিয়ে মনের কষ্ট লুকিয়ে রেখে..

এত কিছুর পরেও হার না মেনে
সত্যি কে স্বীকার করে, শুরু হয় নতুন এক অধ্যায়
অতীত এর অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যৎ ভালো করার লড়াই
এই আশায় যে....
একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে,
খারাপের পর ভালো আসবে
হয়তো এরই নাম জীবন...

― Shreya Banerjee




-


24 OCT 2019 AT 18:40

স্কুল জীবনে বন্ধু কত
"Best friends forever",
নিজের জীবনে এখন ব্যস্ত সব
নেই না কেউ খবর আর।

মিথ্যে বলবো না আমি
খবর তো আমিও রাখি নি,
নিজের ব্যস্ততায় ভুলে গেছি
সেই সব বন্ধুদের প্রায়ই,

ভুলে গেছি অফ পিরিয়ড এর সেই অন্তক্ষরি,
ভুলে গেছি টিফিন পিরিয়ড এর সেই খেলা,
ভুলে গেছি cycle নিয়ে বেরিয়ে পড়া
প্রত্যেক বিকেল বেলা

আজ এই একাকিত্বের অন্ধকারে মনে পরে দিন গুলো সেই
হারিয়ে এসেছি যাদের
ছিল তারা খুব কাছের
আজ দুটো কথা বলার মতো কাছের কেও নেই

দেখা হলে আজও গল্প হয়ে অনেক
কিন্তু বন্ধুত্বটা যেন আর আগের মতো নেই
কলেজ ,পড়া এই সব আলোচনায় কেটে যায় সময়
চল না বন্ধু সবাই মিলে একদিন দেখা করে
আগের মতো হাসবো খেলবো, গান গাইবো প্রাণ খুলে।।

―Shreya Banerjee

-


14 AUG 2019 AT 22:30

৭২ বছর আগে আজকের রাতটা হয়তো সবচেয়ে উত্তেজনক রাত ছিল
কারণ কোটি কোটি মানুষ গত ২০০ বছর ধরে যে স্বপ্ন দেখেছিল
তা পূরণ হতে চলেছিল,
খালি রাত টুকুর অপেক্ষা তারপরেই
এক নতুন দিন, নতুন সকাল, নতুন অধ্যায়ের সূচনা
বীরদের বলিদান, তাঁদের রক্তের দাম, তাঁদের লড়াই ব্যর্থ যায় নি
হ্যাঁ তাঁরা পেরেছিল, পেরেছিল তির কামান হাতে আধুনিক বন্ধুকের সামনে রুখে দাঁড়াতে
হ্যাঁ তাঁরা পেরেছিল নিজের জীবন নিজের দেশের জন্য নিজের মাতৃভূমির জন্য বলিদান দিতে
হ্যাঁ তাঁরা পেরেছিল জাতপাত ধর্ম বিদ্দ্বেষ ভুলে গিয়ে একজোট হয়ে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গর্জে উঠতে
হ্যাঁ তাঁরা পেরেছিল আমাদের স্বাধীনতা এনে দিতে।
আর সেই আমরাই আজ ভুলে গেছি আমাদের স্বাধীনতার ইতিহাস
ভুলে গেছি আমরা ঐক্যবদ্ধ ভাবে কতটা বলবান
সেইদিন কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্টান, জৈন, বৌদ্ধ নয়
স্বাধীন হয়েছিলাম আমরা সকল ভারতবাসী, ভারতীয় হয়ে
আর সেই আমরাই ভারতীয়রাই নিজেদের মধ্যে লড়ি
জাত-ধর্ম বিদ্বেষ নিয়ে করি খুনোখুনি
৭২ বছর আগে বীরেরা যারা এই দিনটির জন্য দিয়েছিল তাদের প্রাণ
তাঁদের এই বলিদানকে দেওয়ার জন্য সম্মান
এই ৭৩ তম স্বাধীনতা দিবসে চলো শপথ করি সবাই
মিলেমিশে থাকবো আমরা জাতপাত সব ভুলে,
ধর্ম সবার একটাই হবে ভারতবাসী বলে।।

―Shreya Banerjee



-


Fetching Shreya Banerjee Quotes