Bhagirath Shil   (☜♡☞ [ কলমে বং™ ] ☜♡☞)
69 Followers · 16 Following

read more
Joined 10 March 2019


read more
Joined 10 March 2019
24 JUL 2020 AT 10:22

অল্প একটু সময় পেয়ে,
যে অনেক বেশি খুশি..
তার কাছে সম্পর্কের মূল্য,
অনেকটা বেশি।

-


5 APR 2021 AT 22:40

কেউ চুপ থাকা মানে এই নয় যে, সে বলতে পারেনা।
কেউ হাত জোড় করে থাকে মানে এই নয় যে,
সে হাত মুঠো করতে পারেনা।
কেউ শান্ত থাকে মানে এই নয় যে,
সে ঝড় তুলতে পারেনা।
কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করবেন না,
বাঁধ ভাঙলে শান্ত নদীও, বন্যায় সব ভাসিয়ে দেয়।

-


4 APR 2021 AT 12:15

ভালো সময় দেখার জন্য আপনাকে অবশ্যই খারাপ সময়ের সাথে লড়াই করতে হবে।

-


31 MAR 2021 AT 7:40

এই দুনিয়ায় সবাই বোঝাতে ব্যস্ত,
বুঝতে নয়.....

-


28 MAR 2021 AT 7:45

বিলাসে মেতেছে শহর,
জোৎস্না আলোক পথে...
থমকে কানাই বাঁশি হাতে,
রাই চলেছে রথে....

-


21 MAR 2021 AT 21:42

সমাজকে বলে দিও,
ধর্ষিতা নয়,ধর্ষণকারীরা যেন লজ্জাবোধ করে
সেই ব্যবস্থা করতে...

-


5 AUG 2020 AT 16:05

থাক পড়ে তোর যুদ্ধবিমান,
মিথ্যে বিভেদ,ধর্ম রোষ,
এই দুর্যোগ পেরিয়ে গেলে,
তফাৎ ফেলে মানুষ হোস...

-


31 JUL 2020 AT 22:29

স্পর্শের বাহিরে থাকিস তুই,,
তবুও বন্দী অনুভূতির আয়ত্তে ।
আমি একমাত্র প্রজা হতে চাই,,
তোর অভিমানী প্রেমের রাজত্বে ।

-


28 JUL 2020 AT 17:56

ভাবছি আর খোঁজ নেবো না,
দেখবো না আর লাস্ট সিন,
তোর মতোই উদাসীন হবো,
দিব্যি কাটবে রাতদিন...

-


23 JUL 2020 AT 18:10

তোমার প্রেমের মাধবীলতা
ফুটেছে মনের বাগানে,
রজনীগন্ধার সুভাষ ছড়ায়ে
এ গোধূলি লগনে!

-


Fetching Bhagirath Shil Quotes