অল্প একটু সময় পেয়ে,
যে অনেক বেশি খুশি..
তার কাছে সম্পর্কের মূল্য,
অনেকটা বেশি।-
প্রোফাইলে যা কিছু দেখছেন সবই সত্য।
তবে কতটুকু সত্য সেটা আপন... read more
কেউ চুপ থাকা মানে এই নয় যে, সে বলতে পারেনা।
কেউ হাত জোড় করে থাকে মানে এই নয় যে,
সে হাত মুঠো করতে পারেনা।
কেউ শান্ত থাকে মানে এই নয় যে,
সে ঝড় তুলতে পারেনা।
কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করবেন না,
বাঁধ ভাঙলে শান্ত নদীও, বন্যায় সব ভাসিয়ে দেয়।-
ভালো সময় দেখার জন্য আপনাকে অবশ্যই খারাপ সময়ের সাথে লড়াই করতে হবে।
-
বিলাসে মেতেছে শহর,
জোৎস্না আলোক পথে...
থমকে কানাই বাঁশি হাতে,
রাই চলেছে রথে....-
সমাজকে বলে দিও,
ধর্ষিতা নয়,ধর্ষণকারীরা যেন লজ্জাবোধ করে
সেই ব্যবস্থা করতে...-
থাক পড়ে তোর যুদ্ধবিমান,
মিথ্যে বিভেদ,ধর্ম রোষ,
এই দুর্যোগ পেরিয়ে গেলে,
তফাৎ ফেলে মানুষ হোস...-
স্পর্শের বাহিরে থাকিস তুই,,
তবুও বন্দী অনুভূতির আয়ত্তে ।
আমি একমাত্র প্রজা হতে চাই,,
তোর অভিমানী প্রেমের রাজত্বে ।-
ভাবছি আর খোঁজ নেবো না,
দেখবো না আর লাস্ট সিন,
তোর মতোই উদাসীন হবো,
দিব্যি কাটবে রাতদিন...-
তোমার প্রেমের মাধবীলতা
ফুটেছে মনের বাগানে,
রজনীগন্ধার সুভাষ ছড়ায়ে
এ গোধূলি লগনে!-