ভালোবাসা মানে আবদারে ভরা
ছোট্ট ছোট্ট বায়না ,
ভালোবাসা মানে প্রেমিকের চোখে
নিজেকে দেখার আয়না ।
ভালোবাসা মানে রাগ - খুনসুটি
মান ভাঙানোর খেলা ,
ভালোবাসা মানে দুরু দুরু বুক
প্রথম দেখার বেলা ।
ভালোবাসা মানে খোলা ক্যানভাসে
স্বাধীনতা উদ্দাম !
ভালোবাসা মানে কারো কাছে তুমি
বাঁচারই অপর নাম ॥-
কোলাহল থেমে গেছে
নিস্তব্ধ রাত।
যান্ত্রিক গোলযোগ
যানজট আর.....
আলো জ্বেলে নিভে যাওয়া
নিথর চোখ দুটি!
প্রহসন নাকি নিদর্শন,
ভালোবাসা আজও তুমি?-
"ভালোবাসা "
চার অক্ষরের এই শব্দটার মানে বুঝতে বুঝতে সারাজীবন লেগে যায় তবুও সঠিক অর্থ বোঝা হয়ে ওঠে না |
তবুও ভালোবাসা মানে একসাথে বৃদ্ধ হওয়া |
ভালোবাসা মানে তার সব বদভ্যাস গুলো জেনেও তার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া
ভালোবাসা মানে তার পাগলামি গুলোকে প্রশয় দেওয়া আর তার সব কাজের সাক্ষী হওয়া |
ভালোবাসা মানে নিখাদ একটা বন্ধুত্ব যেখানে নিজেকে উজাড় করে দিতেও বাঁধা নেই কোনো
তার শুধু সুখ না তার খারাপ সময়েও তাকে ভরসা দেওয়া !
আর শেষে বলতে চাই
" ভালোবাসা মানে খুশির ভীত
ব্যালকনিতে বৃদ্ধ আমরা "-
ভালোবাসা—এক অদ্ভূত মায়া,
হৃদয়ের আর্তনাদ
ভালোবাসার আবির্ভাব,
কখন কোথায় ঘটে কেও যানেনা.!
[বাকিটা ক্যাপশনে]-
আমি তারে ছেড়ে দিলাম
বললো না সে কিছুই,
অভিমানের দুয়ার তো সীমানায়
থামানো যেত না কি একটুও?
একবার কাঁধটি ধরে
থামিয়ে দিয়ে বলতে কি পারতে না?
“ যেও না ওগো তুমি,
তোমাকেই যে চেয়েছি!”
আসতাম কিংবা আসতাম না।
বলতে কি ক্ষতি ছিল?
-
ভালোবাসায় থাকে পবিত্রতা,,,
যা সকলের বোধগম্য নয়...
ভালোবাসায় থাকে সন্মান,,,,
যা সবাই রাখতে সক্ষম নয়.....-
আমার কাছে ভালোবাসা সেই স্কুলের টিফিন পিরিয়ড এর লাস্ট বেঞ্চের আড্ডাটা |
-
জানি না,'ভালোবাসা' ঠিক কি,হয়তো এক কথায় বোঝানো সম্ভব নয়। তবে যখন কারোর ভালোতে আমাদের আনন্দ বা কারোর দুঃখে আমাদের কান্না পায়,কাউকে দেখে মনে হয়--খুব করে জড়িয়ে ধরে তার গায়ের গন্ধটা অনুভব করতে,যখন তার মুখটা আমাদের স্মৃতিপটে বার বার ভেসে বেড়ায়,তার একটা কথাতে বা রাগত স্বরে যখন আমাদের গাল ফোলে,তার একটু অবজ্ঞাতেই আমরা কেঁদে ফেলি,তাকে যেমন কারোর সাথে ভাগ করে নিতে পারি না,ঠিক তেমনই তাকে সুখী করার জন্য দূরে সরে যেতেও দ্বিধা বোধ করি না,তার থেকে দূরে গেলেই যখন আমরা বিরহে কাতর হয়ে পড়ি,তার একটু প্রশংসাতেই যখন আমরা লজ্জায় আরক্ত হয়ে পড়ি বা যখন মাঝে মাঝেই তার সঙ্গে অনেক কথা বলতে ইচ্ছে করে,ইচ্ছে করে তার পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে উড়ে বেড়াতে মেঘের দেশে--তখন বোধহয় তাকে আমরা একটু হলেও ভালোবেসে ফেলি।।
-
ভালোবাসা মানে--
সমস্ত মন জুড়ে তার উপস্থিতি,
দিন, মাস যাই হোক না তিথি
হাজার খুনসুটি আর ক্ষণস্থায়ী মান-অভিমানের মূহুর্তটি,
মনের ডাইরীতে সযত্নে পালিত টুকরো টুকরো স্মৃতি,
রোজ রোজ নতুন ভাবে তার প্রেমে পড়ার ইচ্ছেটি,
প্রতিক্ষণে তাকে হারিয়ে ফেলার অজানা এক ভীতি,
এ সকলই ভালোবাসা আর প্রেমের অনুভূতি।।-
#ভালবাসা #
ভালবাসার মানে খুঁজতে গিয়ে
হয়েছি অনেক হয়রান!
ভালবাসার মানে নাকি,
নিজেকে নিঃশেষ করে,
উজাড় করে দেওয়া দেহ মন প্রান।
ভালবাসার মানে
বিলিয়ে দেওয়া নয় নিজের সত্ত্বাকে।
প্রেম প্রেম খেলা নয়,
ভালবেসে সামলে রাখতে হয় বিশ্বাস টাকে।
মাঝে মাঝে ভুল করে
প্রেমকে ভালোবাসা বলে ভ্রম হয়!
শুনেছি,
নিঃশর্তে আজীবন আগলে রাখার নাম ভালবাসা হয়!
ভালবাসার মানে,
একসাথে পথ চলা মানিয়ে নিয়ে শত ভুল বোঝাবুঝি।
কখনো বা ভালবাসার মাঝে ভাল থাকাটাকেও খুঁজি!-