বৃষ্টি ভেজা মূহুর্তেরা মনেই বন্দী থাকুক
তোমার নামের বৃষ্টি ফোঁটা চোখ ভিজিয়ে রাখুক-
ঝর্ ঝর্ জল ঝরিয়ে, মেঘেরা সব হচ্ছে সাদা ;
কচুর পাতায়, ব্যাঙের ছাতায় পড়ছে বৃষ্টি -
রাস্তা ঘাটে জমছে কাদা।
মেঘলা দিনের ঠান্ডা হাওয়ায় রিমঝিম এই বৃষ্টির বেলা....
মনে পড়ে শৈশবের সেই দিনগুলির, নৌকো বানিয়ে আমার খেলা।-
জানলার শার্সি বেয়ে নেমে আসা বেওয়ারিশ চাতকের মুঠোভরা আদরে,
ভাঙা রুফটপের নোনা দেওয়াল ঢাকে বুঝি আহ্লাদী মেঘবালিকার চাদরে।।
বৃষ্টি দেখা ভোরের আলো,আধভেজা প্রেমিকের ব্যলকনি,
কফির পেয়ালা জুড়ে একঘেয়ে মনকেমনের ঝড়;
বুকের ওয়েসিসে হঠাৎ ভাঙন,নরম চোখের ককপিটে জমে
নিম্নচাপের সোহাগ, ভীষণ স্বার্থপর!!!....-
ভালোবাসার আতর ঢেলে মনে আনো প্রশান্তি ,
শুভ্র বর্ণে ধুয়ে দিয়ে যাও চোখের যতো ক্লান্তি ।-
তোমার সৌরভে মুগ্ধ আমার মনপাত্র,
বৃষ্টির ধারায় সিক্ত তোমার কোমল গাত্র।-
অন্য কোনো কিছু নয়...
সেদিন বৃষ্টির ফোঁটাগুলোই,
সব গোপন অনুভূতি ব্যাক্ত করেছিল ।।-
বৃষ্টিভেজা উঠোন জুড়ে
জলছবিদের আলাপ ।
কাগুজে ভেলা ভাসতে চেয়ে
গাইছে শুধু প্রলাপ ॥-