Saheli Patra   (© SAHELI PATRA)
560 Followers · 60 Following

read more
Joined 10 April 2020


read more
Joined 10 April 2020
3 JUL 2021 AT 21:35

নীল রক্তের সোহাগ মেখে ইচ্ছেরা পায় মুক্তি ,
কবির চোখে খুশির জল যেন মুক্তো ভরা শুক্তি ।

-


3 JUL 2021 AT 21:18

কলঙ্কের আভূষণে ঋদ্ধ মন ,তবুও জোৎস্নায় বানভাসি ,
দুখের বঞ্জরভূমে আমরা স্বপ্ন বুনি, আমরা স্বপ্নচাষী ।

-


3 JUL 2021 AT 20:31

ভিতর ঘরের ঠুনকো দেওয়াল ভাঙলো পাগলমন ,
খুশির দ্বারে প্রহরী বসে ... সেথায় স্বপ্নের নির্বাসন ।

-


1 JUL 2021 AT 16:37

কবিতা লেখা যায় না ; ওটা হয়ে যায় ।
হৃদয় দপ্তরে লুকিয়ে থাকা , ধুলোমাখা কিছু স্মৃতি
হঠাৎ করেই বন্ধুত্ব পাতায় অগোছালো শব্দের সাথে ।
মনের জানালা দিয়ে বেরিয়ে আসে রুদ্ধ ভাবনার দল ; কলমের নীল রক্তে মিশে , ফোঁটা ফোঁটা করে ঝরে পড়ে সাদা পাতায় ।
কারো হৃদয়ের না বলা কথা , যেন অন্য কারো ভাষা হয়ে যায় ।
বেড়াজাল ভেঙে হৃদয়ের না বলা কথারা উড়ে বেড়ায় , উদ্দাম উল্লাসে ... কখনো বা ছবি আঁকে নীরবতায় ।
কবি চলে যায় কালের নিয়মে , কবিতারা থেকে যায় ।
কবিতা ঠিক লেখা যায় না ; ওটা হয়ে যায় ...

-


13 MAY 2021 AT 0:22

অলক্ষ্যে যারা আগলে রাখে , প্রকাশ করে না মুখে ,
দিনের শেষে তারাই ভোগে ; না পাওয়ার অসুখে ।

-


14 FEB 2021 AT 9:11

You bring happiness and put it on our tired eyes,
You make our life colourful by your fairy touches.

ভালোবাসা দিয়ে স্বপ্ন বোনো - সাজাও ক্লান্ত চোখে ,
সুরের পরী তোমার ছোঁয়ায় জীবন রঙিন ছবি আঁকে ।

-


23 JAN 2021 AT 0:43

কলম আমার অক্ষম আজি তোমারে করিতে স্মরণ ,
তোমারে পূজি নির্ভীক চিত্তে ,সত্যরে করি জীবনে বরণ ।
দেশবাসীর হৃদয় অলিন্দে আজও অমলিন তোমার রত্নআসন ,
পরাক্রমী বীর নেতাজী ,ভারতমাতা আজও করে তোমার অন্বেষণ ।

-


17 JAN 2021 AT 1:25

রাতের আঁধারে চোখের তোর্সা নীরবে লেখে মহাকাব্য ,
ব্যথার বালুচরে জীবন বাঁধে ঘর - এটাই ভবিতব্য ।

-


11 JAN 2021 AT 0:52

আকাশপথে সময় ছুঁয়ে ফিরব আমি আবার
চিরায়ত পৃথিবীর মৃত্যু উপত্যকায় ।
ধুসর স্বপ্নের খেলাঘর আর ব্যথাদের পাহাড়
বারবার ডাক দেয় নানা অছিলায় ।
অস্তমিত সূর্যের আলো,
আনমনে সে হৃদয় ছুঁলো ।
আঁকিবুকি কেটে যায়
রক্তাক্ত অলিন্দের গায় ।
নীরবতার কারাগারে একাকী বন্দী অসহায়
বাঁচতে চেয়ে সুখ হাতড়ায় ।
রাত্রি নেমে আসে নিয়তির ঈশারায় ...
আকাশপথে সময় ছুঁয়ে ফিরব আমি আবার
চিরায়ত পৃথিবীর মৃত্যু উপত্যকায় ।

-


29 AUG 2020 AT 16:55

আঁধারের নীরব ভাষা
চাঁদনী কেবল বোঝে ;
সূর্যের আঁচলে কনকাঞ্জলি ...
চাঁদ ফেরে আঁধারের কাছে ।

-


Fetching Saheli Patra Quotes