-
এলোমেলো কিছু ভাবনা আলপনা দিয়ে যায় বিদীর্ণ হৃদয়ে,
ডানাভাঙা স্বপ্নগুলো জলছবি এঁকে যায় ক্ষয়ে আসা সময়ে।
কোনাকুনি গজরাজ এগিয়ে চলে সেও বাঁচাতে চায় রাজা,
আড়াই চালের ভুলে কিস্তিমাত নিয়তির,জীবন পেয়েছে সাজা।-
নীল রক্তের সোহাগ মেখে ইচ্ছেরা পায় মুক্তি ,
কবির চোখে খুশির জল যেন মুক্তো ভরা শুক্তি ।-
কলঙ্কের আভূষণে ঋদ্ধ মন ,তবুও জোৎস্নায় বানভাসি ,
দুখের বঞ্জরভূমে আমরা স্বপ্ন বুনি, আমরা স্বপ্নচাষী ।-
ভিতর ঘরের ঠুনকো দেওয়াল ভাঙলো পাগলমন ,
খুশির দ্বারে প্রহরী বসে ... সেথায় স্বপ্নের নির্বাসন ।-
কবিতা লেখা যায় না ; ওটা হয়ে যায় ।
হৃদয় দপ্তরে লুকিয়ে থাকা , ধুলোমাখা কিছু স্মৃতি
হঠাৎ করেই বন্ধুত্ব পাতায় অগোছালো শব্দের সাথে ।
মনের জানালা দিয়ে বেরিয়ে আসে রুদ্ধ ভাবনার দল ; কলমের নীল রক্তে মিশে , ফোঁটা ফোঁটা করে ঝরে পড়ে সাদা পাতায় ।
কারো হৃদয়ের না বলা কথা , যেন অন্য কারো ভাষা হয়ে যায় ।
বেড়াজাল ভেঙে হৃদয়ের না বলা কথারা উড়ে বেড়ায় , উদ্দাম উল্লাসে ... কখনো বা ছবি আঁকে নীরবতায় ।
কবি চলে যায় কালের নিয়মে , কবিতারা থেকে যায় ।
কবিতা ঠিক লেখা যায় না ; ওটা হয়ে যায় ...-
অলক্ষ্যে যারা আগলে রাখে , প্রকাশ করে না মুখে ,
দিনের শেষে তারাই ভোগে ; না পাওয়ার অসুখে ।-
You bring happiness and put it on our tired eyes,
You make our life colourful by your fairy touches.
ভালোবাসা দিয়ে স্বপ্ন বোনো - সাজাও ক্লান্ত চোখে ,
সুরের পরী তোমার ছোঁয়ায় জীবন রঙিন ছবি আঁকে ।-
কলম আমার অক্ষম আজি তোমারে করিতে স্মরণ ,
তোমারে পূজি নির্ভীক চিত্তে ,সত্যরে করি জীবনে বরণ ।
দেশবাসীর হৃদয় অলিন্দে আজও অমলিন তোমার রত্নআসন ,
পরাক্রমী বীর নেতাজী ,ভারতমাতা আজও করে তোমার অন্বেষণ ।-