সবুজ পাতায় হলদে মলাট, শিরায় আর্দ্র ক্ষতের গন্ধ —
মধুর স্মৃতি ধোঁয়াশা আজ, জিয়ানো বোবা ঠোঁটের দ্বন্দ্ব...-
"আমার পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো" ....
স্মৃতির বুকে স্মৃতির চাদর, স্বপ্ন ভাঙায় চোখের ঘুম —
হৃদয়ে রাখা আছে কয়েক বসন্ত– আনকোরা অথচ নিঝুম...-
তোমার জন্য বাগানবিলাস, শীতল মনের শীত—
ঝলমলে সব স্মৃতির ছবি— লিখছে কথার গীত...
উলের কাঁটায় কয়েক শতক, আঙুল ভাঁজের সুতো—
তোমার জন্যই প্রেমের পরশ, বেনামী; অথচ আনকোরা ক্ষত!
-
স্মৃতির শব্দ-গুলো ভাঙতে গিয়ে, বুনেছি একাকীত্ব—
চোখেতে নেই নোনার ছাপ, ব্যথিত ক্ষতের ঘনত্ব...
-
বিচার চেয়ে পুড়লো দেহ—
কাঠগড়ায় ঝুলিয়ে হাজার প্রশ্ন?
তাই গর্জে ওঠা কন্ঠের আগুনে—
জ্বলুক মশাল, বাঁচুক অভাগীর স্বর্গ!
-
চোখের কথায়, উদাসী ভাষায়, ডুবছে কয়েক লিপ্ত ঠোঁটের অব্যক্ত প্রেমের লজ্জিত লাজুকতা —
ঘুম-ভাঙা নির্জনে, প্রেমিক সে অভিমানে, ছুঁয়ে ছুঁয়ে যায় অবিচ্ছিন্ন অতীত; কুড়িয়ে বেনামী ব্যথা...-
রোজের মতোই তোমায় খুঁজি, স্মৃতি আগলে রেখেও সেই স্বপ্ন ছোঁয়ার বাহানায়—
দেড়–জিবি তো তুচ্ছ ভীষণ, সম্পর্ক ভেঙেও ভাঙেনি মন; একাকীত্বের ভালোবাসায়...
-
ঐ আষাঢ়ে দিন— এ, রৌদ্র মেঘের স্নানে, ভিজেছিল তোমার-আমার ভেতর ঘর; নতুন স্বপ্ন ঘিরে —
বুনেছিলাম কথা, নীরব বোবা ব্যথা, আজ সবই অভিমানী, এসে দাঁড়ায় ধোঁয়া ধোঁয়া অতীত ছোঁয়া তীরে...
তাই দিনের সুরে সুরে, রাতের প্রহর গুনে, মোমের আলোয় গলছে ঘুম, অনিদ্রার ছাপে ছাপে স্মৃতি খুঁড়ে —
এ-মনকেমনের পালা, গুঁড়ো শোকের ভেলা, পুড়ছে যেমন হাজার গল্প, ভিড়ছে বাঁধনছেঁড়া সম্পর্কের ভিড়ে...
-
আগুন ঝরা দিনে, বাতাসীর কানে, ভাসছে এপারে - ওপারে আষাঢ় নামার গান —
দুলে যাওয়া ফুলে, ফুলে ওঠা নীলে, আসমানী আকাশের আজ আবেগী অভিমান...
তাই দূর হতে পথে, জ্যৈষ্ঠের সাথে, হেসে হেসে খেলছে বিকেলের ডুবন্ত সূর্যের লালিমা —
তোর ছবি এঁকে, রেখে গেছে ফাঁকে, যে ডাইরির ভাঁজে গল্পের বিচ্ছেদ বুনেছিল কমা...-
মনের ভিতর গুমোট মেঘে, ভাঙা ভাঙা ভেলার ভিড়—
যাচ্ছে সরে বিকেল হাওয়া, গোধূলির রঙে পতিত অস্থির...
আজ কাছে থাকা চুপকথারা, দিচ্ছে উঁকি মন-বারান্দায়—
তুমি তখন স্মৃতির চাদরে, পর্দা টানো ভেজার বাহানায়...
ভাসছে আধো আধো গানের খেয়ালে, বন্দী যত ছবির কল্পনা —
শূন্যে ছড়িয়ে পড়া নিশ্চুপের দেওয়ালে, আঁকছে ছায়া আল্পনা...
জ্বলন্ত শিখার গভীর চোখে রাত্রি বসে, কাটবে প্রহর সেই আশায় —
তুমি তখন কবির কলমে, আমি আকাশতলে বৃষ্টি নামার অপেক্ষায়...
-