তাঁরাতো আর কেউ তোমাদের নিয়ে কবিতা লেখেনা,
তাঁদের কলমের আঁচড় আর তো কাউকে আহত করে না?
তাঁরা এখন সব মঞ্চে উঠে গেছে,
রক্ত-গোলাপের ভালোবাসা দিও তাদের।
মুখ তো তাঁরাও দেখে কাঁচে।
চেনা রং এর উপর পর্দা টেনেছে' অন্ধকার আবির!
পর্দার আড়ালে লুকিয়ে,উন্নয়নের সুখে,
পদতলে পিষে, ক্রীতদাস!
সুনাম-পুরস্কার-অজানা সাফল্য,
বঙ্গদেশ ভয় ভূমি।
তাঁদের জন্য-জঘন্য অসুখে ,
অপেক্ষায় তুমি ।
পিঠ ঠেকলে দেওয়ালে,উন্নত হাঁসি খামখেয়ালে ।
চেয়ে দেখো; সরিয়ে ভক্তি!
চেয়ে দেখো; তোমার মধ্যে ভর করেছে যত
মাথা উঁচু করে প্রতিবাদের শক্তি।
ঘড়ির কিছু সময় ধার করে তোমার জন্য ,
উঁচু-নিচুর গভীর এই শহরে রেখে যাই নীরবতা ।
-
বুদ্ধিজীবী হতে গেলে কোনো গোষ্ঠির নায়ক কি হতেই হবে ?
না , তার কোনো মানে নেই ।
কোনো এক সাধারন মানুষের কোনো উক্তিতে
হাজারো তাৎক্ষনিক নেতিবাচকতার মধ্যে সমাজের কল্যানকর ,
বা মহৎ কিছু উদ্দেশ্য থাকতেই পারে ;
যা সমাজের ' সাজানো ' বুদ্ধিজীবীদের দ্বারা বোঝা সম্ভব নয় ।
হতে পারে , খুব সাধারন ওই ব্যাক্তি বুদ্ধিজীবী ।
সর্বপরি যদি আপনার মনে হয় -
বুদ্ধিজীবী মানেই রাজনীতির কর্নধার !
সেই রাজনীতি থেকে সমালোচনা !
সমালোচনা থেকে প্রতিবাদ !
আর প্রতিবাদ থেকে বিরোধিতা ........!
তাহলে আপনার ' ইনটেস্টাইনে ' গন্ডগোল আছে মশাই ,
ভালো ' ডক্টর ' দেখান , ' ইনো ' আপনার জন্য ক্ষতিকর ।-
মন্দিরে প্রণামী ভর্তি থাকতে দেখেছি !
খালি দেখেছি ক্ষুধার্ত ছোট্ট ভগবানের পেট !
"মনুষ্যত্ব' আর পৃথিবীতে নেই বলতে শুনেছি বুদ্ধিজীবী ভদ্র লোকেদের !
-
মূহুর্ত বোকাদের ব্যাবহার করে
বুদ্ধিমানরা মূহুর্ত কে ব্যাবহার করে 🥀🖤-
শহর জুড়ে বিছিয়ে আছে নীরবতার চাদর,
ঘরে ঘরে নিরবচ্ছিন্ন আজ হাহাকার!
সময় বুঝে বুদ্ধিজীবীর চরিত্রে তারা নির্বাক,
শুধু শুনতে চায় না তোমার আমার চিৎকার!!
-
ওদের জুতোচাটা বুদ্ধিজীবী আমি-আমরা,
নিজেকে বেঁচেছি , ফিরিয়ে আনার আর ক্ষমতা নেই!
আমরা আবার স্বাধীনতা চাই!-
স্পষ্ট কথায় গাত্রদাহ,
যুক্তির প্যাঁচে জব্দ,
বুদ্ধিহীন যত বোদ্ধার দল,
হারাবে তোমরা শব্দ।
-
তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়।
বরং
তর্কে না জড়ানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ।।-
AI এর যুগে এসে গেছি মশাই,
সেদিন ফোনে নেহাত কৌতূহল বশত প্রাইভেট ইয়র্ট এর দাম চেক করছিলাম,
বাস, আর কি
তারপর, ফোন on করলেই শুরু হলো নির্যাতন
১) দুবাই তে বুর্জ খলিফা তে কিনুন স্বপ্নের ডুপ্লেক্স
২) চাঁদ এ সহজ কিস্তি তে জমি নেবেন
৩) প্রিয় মানুষ কে উপহার দিন ডায়মন্ড নেকলেস
৪) অগ্রিম স্বল্প দামে বুক করুন আই ফোন ১৬ প্রো ম্যাক্স
৫) ড্রিম ডেস্টিনেশন এ যান সুইজারল্যান্ড
উফফ, সারাদিন সারারাত ভেবে উপায় বার করলাম,
Google সার্চ করলাম - ছেড়া জুতো সেলাই করার টোটকা,
বাস মুশকিল আসান..........
পড়দিন সকাল থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, X, thread, youtube সব জায়গায় বিজ্ঞাপন আসছে.........
মাত্র ৭০ টাকায় কিনুন একজোড়া স্যান্ডেল সাথে ১০ টাকা ক্যাশ ব্যাক 🤓🤓🤓🤓
Finally স্মার্ট ফোন কেও বোকা বানিয়েছি 🤣🤣🤣🤣
#আর্টিফিশিয়াল-ইন্টেলিজেন্ট
#AB-
সমাজের এই রঙ্গমঞ্চে চরিত্রদের সাতকাহন।
কখনো চোর, কখনো পুলিশ কখনো বা মন্ত্রীবাহন।।
ভালো-মন্দের সমন্বয়ে গড়া, যন্ত্র কিংবা মানব।
সত্যিছাঁই উড়িয়ে এখন সবাই সাধু, অর্থ হল দানব।।
নিজের দোষ বুঝতে অক্ষম, বুদ্ধিধারী মানুষ।
অন্যের দিকে আঙুল তুলেই হচ্ছে সবাই খুশ।।
তর্জনী যে বড্ড বোকা, প্রকাশ্যে ইঙ্গিত করে।
জানে না তো একলা সে, বাকি তিন থাকে নিজের তরে।।
বৃদ্ধাঙ্গুল ও নাম লেখায় বলিষ্ঠদের দলে।
মানুষ হয়েও জানে না সে এখন, মান ও হুশ কাকে বলে।।-