বিশ্বজুড়ে মানুষ এখন বিলুপ্তপ্রায় প্রাণী.....
মানুষের বেসে পরে আছে শুধু হাতে গোনা কয়েক শ্রেণী।
'মান-হুঁশ' খুঁইয়ে তাকে কেউ ধর্ম বলে! আবার কেউ বলে রাজনীতি..;
নৃশংসতায় এখন মূলমন্ত্র, তাই নেই কোনো প্রেম প্রীতি।।
কোথায় গেলো নেতাজির সাধের স্বাধীনতা; যা
বিনয়,বাদল,দীনেশের মতো শহীদের রক্তে লেখা।
ঘরে ঘরে এখন আতঙ্ক শুধুই,
চারিদিকে জিহাদী, শাসক, মন্ত্রী যায় যে দেখা।।
কোন্ দেশেতে জন্ম মোদের, ভুলতে বসেছি সব!
একতা সরিয়ে স্বার্থসিদ্ধিই করে রেখেছে নীরব।
আর কত মায়ের কোল খালি হবে?
কত স্ত্রীর শুন্য হবে সিঁথি?
'কবে বন্ধ হবে?'
-ধর্মের নামে প্রহসন করা?
-দুদিনের মোমবাতি মিছিল আর মেকি শোক পালনের রীতি??-
শব্দের সাতকাহনে মায়া জড়ানো এক আকাশ"
স্বাগতম বন্ধু ... read more
মায়ায় মোরা স্মৃতির পাহাড়
এখন ধ্বংস স্তুপে ঢাকা।
খুব চেনা সেই প্রিয় ডাকনামে
আজ অন্যকে হয় ডাকা ...।।
পুরোনো সেই ভাঙ্গা চেয়ার সেও
রেখে যায় তার উপস্থিতির চিহ্ন!
বছরের পর বছর থেকেও
আমি মানুষটা আজও ঘৃণ্য...
-
নদীর মতো....
গভীর হও ভীষন।।
লক্ষ্য স্থির করে নাও,
নিজের মতো....
ভেঙে মিথ্যে সমাজ শাসন।।
-
শূন্য মাঝে,
শূন্যতায় ভরা শূন্যস্থান।।
মায়ার চাদর,
মায়ায় বাঁধে,
মায়ায় ভরা উপাখ্যান।।
-
চেনালে হাত ধরে....
সে আলোর আলোড়ন চুমি
পেলাম যা শাপের বরে।।
নিঃস্ব হাত ভরেছ তুমি
নিঃস্বার্থ চেতনায়...
জননী তোমার চরণ প্রনমি
ধন্য আমি তোমার সুসন্তান পায়।।
-
একাকি বালুকাবেলায়
গোধূলি মেখে গায়
যেন নিঃশব্দে অস্ত যায় রবি।।
নিছকই কল্পনায়
অদূরের মোহনায়
বসে আঁকো ; কার ? অসহায় প্রতিচ্ছবি!!-
হিমেল বাতাস হয়ে...;
মুহূর্তেই শিহরিত হোক মন।
কেঁপে উঠুক ওষ্ঠদ্বয়।
অজানা আবেশে বন্ধ হোক আঁখি যুগল।
অনাহুত অনুভূতির বানভাসি স্রোতে ভেসে ভেসে সুখ যাপনের আত্মতৃপ্তি বড়োই লোভময়, যা চেয়েও মুখ ফিরিয়ে থাকা যায় না।
'' সুখস্বন্ধির সৌধ স্মৃতিতেই সমৃদ্ধ ''-
স্মৃতির অন্তঃস্থলে....!
গোপনে তা করব লালন মনে মনে।
মিঠেমৃদু হাসি ছলে,
খেয়া বাঁধি দলে দলে;
জানবে না কেউ বানভাসি হলো কী কারণে?-
All is forget......
Because I believe of the power of nature rules.So, I skip the last line of every story .....-