জীবন থেকে পালিয়ে যাওয়া সহজ,
তবে জীবনের সঙ্গে সংগ্ৰাম করে চলা কঠিন।
কঠিনকেই নিজের করতে শেখো ✊-
Writing
.
.
Follow Instagram and Facebook @murshidabadikanya
জীবন থেকে পালিয়ে যাওয়া সহজ,
তবে জীবনের সঙ্গে সংগ্ৰাম করে চলা কঠিন।
কঠিনকেই নিজের করতে শেখো ✊-
পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ,
নিজের সত্ত্বার মধ্যে "আমিত্ত্ব" কে জাগিয়ে তোলা ✨-
সৎ থাকতে সকলের বিরুদ্ধে যেতে হলেও যাও,
কিন্তু কখনো অসৎ উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দিও না।-
ভালোবাসাকারী সন্মান দিতে না পারলে,
সেই ভালোবাসা ভঙ্গুর হয়।
যে মানুষ সন্মান দিতে জানে,
সে ভালোবাসতেও পারে 💝-
কাউকে খুশি দেখতে পারা টা খুব শান্তির 😍
যদি তুমি সেই খুশি উপভোগ করতে পারো 💝
-
ভালোবেসে অভিনয় করা,
ভালোবাসায় অভিনয় করা।
সম্পূর্ণ আলাদা দুটো বিষয় 🙂-
ভুল করলেই,
শিক্ষা অর্জন করতে পারা যায় ✌️
তবে এটার জন্য নিজেকে,
অনেক সময় খারাপ সময়ের সম্মুখীন হতে হয় 🙂
-
আনন্দের সময় বন্ধুর অভাব হয় না,
বিপদের সময় যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সেই হল প্রকৃত বন্ধু ❤️-