Atanu Bhattacharya  
75 Followers · 19 Following

read more
Joined 26 June 2017


read more
Joined 26 June 2017
15 HOURS AGO

অবশেষে,,,,,

লন্ডন, আর্জেন্টিনা, কিংবা স্পেন এর পর
কলকাতা এবার দুবাই,








আল্ হাবিবি,,,,,
উটে যাবিকি.... 🐪
© - Atanu B

-


YESTERDAY AT 3:17

💚💚 অবাক জলজান 💙💙
🚊এক যাত্রী বললেন - যাক বাবা গঙ্গাস্নানটা হয়ে গেল!
🚊দুই নম্বর যাত্রী তাঁর কোলের বাচ্চাকে জানালা দেখিয়ে বলে উঠলেন - ওই দেখো সোনা কুমির!
🚊এক বৃদ্ধা পাশের জনকে বললেন, ব্যাগে জার এনেছি,, ছোট জার,, ট্রেন কি থামবে, তাহলে একটু জল মানে গঙ্গা জল নিতাম আর কি!
🚊একদল হাওয়াখোর বললেন - আচ্ছা, উপরে লঞ্চ বা ট্রলার গেলে তো ধাক্কা লেগে যাবে!
🚊একদল ফক্কর কলেজপড়ুয়া সমস্বরে বলে উঠল - ওই দেখ দুটো ডলফিন কীসব করছে!
🚊চতুর্থ গোবেচারা যাত্রী বললেন - জলের নীচটা ঠিক জল জল লাগছে না তো! কি অদ্ভুত
🚊একদল বুদ্ধিজীবী বলে উঠলেন - ব্যাপারটা গভীর জলের ফিশ,,,, ইয়ে মানে মেট্রো।
🚊একমাথা ঘোমটা দিয়ে ৬ জন একসঙ্গে বলে উঠলেন - বোলো গঙ্গা মাইয়া কী!
বাকিরা,,,,, জয় বলার আগে হাওড়া এসে গেল!
🙏সত্যি হাজারিকা সাহেব বলেই ছিলেন
সহস্র মানুষের খিল্লি শুনে, গঙ্গা বইছো কেন?
#underwatermetro🚉

-


25 APR AT 1:51

বাঙালীর হাতেখড়ি থেকে পুষ্পাঞ্জলি ,
A তে গন্ধপুষ্পে হে নোবেল জয়ী গীতাঞ্জলি,
কখনো আমি খোকা, মায়ের বীরপুরুষ আমি,
কাবুলিওয়ালা কাছে কখনো ছোট্ট মিনি,
সহজ পাঠে, সহজ পথে আপামর ভারত বাসী
গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি,
রণে, বনে, জলে, জঙ্গলে কিংবা প্রেমে,
বাঙালীর একমাত্র ঠাকুর আছেন ভালোবাসার ফ্রেমে,
লহ প্রণাম হে বিশ্বকবি, তোমার গান গাই
একলা চলার শক্তি তোমার থেকে পাই
নোবেল হীন নাইট হে বিশ্বকবি
বাঙালীর এনাটমি, তিন ভাগ রবি আর এক ভাগ সবি


© অতনু ভট্টাচাৰ্য


-


21 FEB AT 10:25


App ক্যাব কল করে
" ভাইয়া আপ লোকেশন পে এ আইয়ে " বলা বাঙালী 🚖

মুড়ি কে puffed Rice বলা বাঙালী, 🍚

KFC তে অর্ডার করা বাঙালী " 2 চিকেন হট বার্গার এক্সট্রা চিজ উইথ সালসা ডিপ " প্লিজ give মি 2 fork & 2 spoon 🥞🍟

চা ছেড়ে , স্টারবাকের Handicrafted White brewed Cappuccino পান করা বাঙালী , 🍯

চোখে জয়বাংলা হলে কালো চশমা পরে Conjunctivitis হয়েছে বলে বাঙালী ,😎

কাস্টমার কেয়ার এ কল করে অনেক ভেবে বাংলার জন্য ৩ প্রেস করতে গিয়েও ইংরাজীর জন্য 1 প্রেস করা বাঙালী , 📲

পয়লা বৈশাখ বা দুর্গা অষ্টমী তে ষোলআনা বাঙালিয়ানা নামের Bengali কুইসিনে খাওয়া বাঙালী , 🍽️

সুকুমার ভেল ছেড়ে DC 🆚 মার্ভেল follow করা বাঙালী,

বাংলা বলো , বলা প্র্যাকটিস করো 📢

© Atanu Bhattacharya







-


13 FEB AT 0:06

আমার সঙ্গে ঈশ্বর কথা বলেন
তোমার সঙ্গে ঈশ্বর কথা বলেন
তারপর এসে ডেকে নিয়ে যান রাতে
তার নিচু স্বরে আদেশ শুনতে পাই
স্মৃতি পার করে চাহিদার সীমানাতে
যাও চলে
দাও শরীরে আমাকে ঠাঁই
নিজেকে পোড়াও আগুনের মতো রেখে
বড় ছায়া দাও আমিও খানিক চলি
মুগ্ধতা থাক ত্রাসের আঙ্গুল ধরে
সুন্দর যাক ভয়ঙ্করের কোলে ।
যেও তুমি সোজা
থেমো না কখনও ।
যেন চূড়ান্ত বলে কোন অনুভূতি নেই ।
শুধু দেখো আমার এই রাস্তা দিয়ে
হেঁটে যেতে গিয়ে
হারিয়ো না আমাকে,,,,,,



✏️Rainer Maria Rilke 🌹

-


8 FEB AT 14:24

अर्ज़ किया है,,,,

শহরের উষ্ণতম দিন,
আমার সব ATM er পিন,
আমার বাড়ির ঠিকানার পোস্টাল কোড ,
ফোনের lockscreen এর all Mode,
ফটো ফ্রেমের রোমান্টিক pose ,
তোমার গালের তিলে আমার হারানো সব হোশ,

তোমায় দিলাম আজ,
কারণ

होशवालों को खबर क्या
मैकशी क्या चीज़ है ❤️

#PROPOSEDAY 🎁

©Atanu Bhattacharya

-


7 FEB AT 1:40

আজ,

शाम গোলাপী 🌷 शहर গোলাপী🌹
पहर গোলাপী 🌹है गुलाबी ये शहर
গুলফাম এর গুলশান এ আজকে শুধুই গুল
फ्लश,রোজা, लाल, গুলাবী , रूज, ওহে বিউটিফুল🌹







Rose ভালোবাসা হোক 🌷
সাথে রোজ ভালোবাসাও হোক 🌹

#Roseday



© Atanu Bhattacharya




-


7 NOV 2023 AT 2:14

কবিতা দিয়ে একটা গোটা লাইব্রেরি সাজিয়েছি তুমি পড়বে বলে ,,,,,,
ধুম জ্বর নিয়ে বসে আছি তুমি থার্মোমিটার হয়ে কপালে হাত বুলিয়ে দেবে বলে ,,,,,,,
শার্টের বোতাম ছিঁড়েছি , তুমি সেলাই করে দাঁত দিয়ে শেষে সুতো টা কেটে দেবে বলে......
মনে মনে অভিমান পুষেছি তুমি জড়িয়ে ধরে গলিয়ে দেবে বলে .......
তোমার ভিজানো চুলের জলে রাঙিয়েছি নিজেকে ...
ওষুধ খেতে ভুলেছি ,,,, তুমি রাগ করে মনে করিয়ে দেবে বলে ........
মনের গভীরে রোজ আসর সাজিয়েছি ,,,, শুধু তুমি আসবে বলে ❤️❤️


আমাদের অনেকের সাথে অনেকের শেষ দেখা হয়ে গেছে ........ শুধু এটাই বুঝিনি

© Atanu Bhattacharya



-


15 JUN 2023 AT 3:11

কলকাতার গরমে 🌡️দার্জিলিংমুখী বাঙালি ......

বলছিলাম যে ট্যুর ম্যানেজার বাবু ,
হোটেল কিন্তু একদম ম্যাল এর কাছেই হয়,
আর রুম থেকেই যেন কাঁচনজঙ্ঘা দেখতে পাই ,
গরম জল যেন কল খুললেই পড়া শুরু করে দেয় ,
পাহাড়ে নিয়ে যাচ্ছেন বলে সারাদিন মোমো আর ম্যাগি খাইয়ে রাখবেন না ,

এর ঠিক কিছুদিন পর , পাহাড়ে 🏔️


সরাসরি ABP - আনন্দ
আমরা দেখছি ম্যালে ওঠার রাস্তায় শ্রীভুমি প্যান্ডেল এর মত ভিড় ,
গোটা পাহাড় এ তাপমাত্রা বেড়ে 27-28 , কাঞ্চনজঙ্ঘা তাই গরমে বাইরে আসতে চাইছে না ....
গরম / ঠান্ডা তো দূর তীব্র জল সংকট ,,,,
তবে হ্যাঁ , এখানে বাঙালি খাচ্ছে যেমন হোঁচট , ধাক্কা , আরো আরো আরো অনেক কিছু ...............

ছবি ও লেখায়- Atanu Bhattacharya
বি দ্র :- ফিরে আসছি একটা বিরতির পর , আপনারা কমেন্ট করতে থাকুন

-


1 MAY 2023 AT 0:01

আমার প্রাণের মানুষ আছে প্রাণে ,
Folk এ , ক্লিকে , ও বাউল গানে

-


Fetching Atanu Bhattacharya Quotes