Atanu Bhattacharya   (AB)
93 Followers · 22 Following

read more
Joined 26 June 2017


read more
Joined 26 June 2017
9 HOURS AGO

মন,
আক্ষেপ মানে অর্ধেক সবকিছু,,,,

অর্ধেক গল্প, অর্ধেক সমাপ্তি,,
যা পেলাম না, তাই অর্ধেক গল্প,,,,
আক্ষেপ মুছে যায়না, লোপ পায় না,, বরং বাড়ে,,
পরতে পরতে বাড়ে, বেড়েই চলে,,,,
নিয়মিত ভাবে বাড়ে,,,,
আক্ষেপ এটাই তুমি আমার হলে মন্দ হতো না,,,,
সব আক্ষেপ মিলেও ওতো ভারী না,,,
যতটা তোমাকে না পাওয়ার আক্ষেপের ভার,,,,
চার পাশের আক্ষেপ এর ইচ্ছে যদি তুমি আমার হতে,,,
ভালোবাসা পাইনি, আদর পাইনি, যত্ন পাইনি,,,
পেয়েছি শুধু অবারিত আক্ষেপ,,,,
সব আক্ষেপ মেনে নিয়েছি,,,,
মানতে পারিনি শুধু একটাই আক্ষেপ.........
তোমার আমার না হবার আক্ষেপ,
তার চেয়ে বড় আক্ষেপ,,,
আমাকে সময় না দেবার আক্ষেপ,,,,
তাই কথা না রাখতে পারলে কথা দিও না,,,
এতে কথাও মরে,,,, সাথে মানুষ টাও 💔

#AB

-


24 AUG AT 4:04

বলছিলাম যে প্রথম ঐতিহাসিক মুহূর্তটার,,,,,, মানে
হাওড়া to সেক্টর ৫ ভায়া শিয়ালদা মেট্রোর
প্যাসেঞ্জার লিস্ট টা দেখি........🚆











🙄 - একজন PM
🙄🙄 - দুজন লোকো পাইলট, যারা ট্রেন চালান,
🙄🙄🙄🙄🙄 ➰ ৪৯৯৭ vlogger মানে hello guys
সর্বমোট - ৫০০০ যাত্রী 🚇

#Metroindino

#AB








-


14 AUG AT 2:21



আরে ধুর আগে তো তাও রাস্তায় মাঝে মধ্যে
১০, ২০, ৫০ এমন কি এক দুবার ১০০ টাকার নোট ও peyechi......

এখন তো এইগুলোর দৌলতে কিছুই জোটে না


🤣🤣


#AB

-


10 AUG AT 3:01

মন,
তোমার অলংকার নই,অহংকার হতে চাই,,,,
তোমার পছন্দ না, আবদার হতে চাই,,,,
তোমার প্রিয় শাড়ী নই,, সেই শাড়ির সেফটিপিন হয়ে থাকতে চাই,,,,,,
গহনা না, তোমার রোজ কপালে পরার টিপ হয়ে থাকতে চাই,,,
তোমার গোছানো স্বপ্ন নয়, এলোমেলো ইচ্ছে হতে চাই,,,,,,
যে কথা গুলো তোমায় বাকরুদ্ধ করে
সেই কথা গুলোর শিকল ভাঙার শক্তি হতে চাই,,,,,
তোমার মন খারাপের কারণ ও কাঁধ দুটোই হতে চাই,,,,,,


কোনো সস্তা প্রেম নয়,,, সত্যি প্রেম দিতে চাই,,,,,,,

#AB❤️💙



-


7 AUG AT 1:26

আজকের বাজারে,
🗣️🗣️🗣️🗣️ ১০ টাকায় 2 টো, ১০ টাকায় 2 টো

আচ্ছা আচ্ছা, ঠিক আছে ৮ টাকায় ২ টো....









ভাই দেখ, এইভাবে অপমান,,,,,,,😡😡
দেখলি তো, অসময়ে কোনোকিছুর দাম থাকে না 🙁
#বাজারদর❌
#AB

-


5 AUG AT 23:49

পলাশী থেকে কেনিংটন ওভাল,
দূরত্ব, সময়, ক্ষমতা টালমাটাল,
পুরো সিরিজ জুড়ে মাঠ উত্তাল,
ইংরেজদের করেছো নাজেহাল,

অবশেষে দিয়েছো যোগ্য জবাব
তোমার অস্ত্র ইয়র্ককার এ BAZZBALL কুপোকাত












একেই বলে সিরাজে সিরাজে কোলাকুলি 💙🤍


#পলাশী 2.0 ⚾🏏
#AB

-


2 AUG AT 4:17

মন,
আমার কাছে প্রেম মানে কি জানো,
যত্ন
আর, ভালোলাগা - তোমার গন্ধ,,,,,
আর ভালোবাসা - তোমার আদুরে আবদার,
আর ভয় কি - তোমার যদি হারিয়ে ফেলি,
আর একাকিত্ব মানে - তোমার আমায় বুঝতে না পারা,
আর বিষন্নতা - তোমায় খুব কাছে পেয়েও না পাওয়া,
ভালো থাকো কিভাবে তাহলে - তোমার ভালোথাকায়,
আর স্বপ্ন কি - শেষ সূর্যাস্ত একসাথে দেখা,
সুখ কিসে তোমার - তুমি,,,,,
অনুভূতি - তোমাকে একটি বারের জন্য দেখা,,,,,
আর কোনো ইচ্ছে - তোমাকে জড়িয়ে ধরে তোমার কাছে তোমার নামেই নালিশ........
আর তোমার অভিযোগ - আসলে,,,,,,
অভিমানে অভিমান রা অভিমানী হয়ে যায়, আর আমার সব অভিমানের মধ্যেই সব অভিযোগ মরে যায় 💔

#AB




-


31 JUL AT 2:46

প্রিয় সান্তা বাবু,,

বার বার বলেছিলাম এই ঘোর বর্ষায় ফেসবুকের গুজবে কান দেবেন না,,,

দেখছেন তো, স্নো ফল না,, রেইন ফল হচ্ছে,,,,

#ফেবুবড়দিন🌂
#মেরিশ্রাবণমাস🌧️
#দুয়ারেসান্তা

#AB

-


30 JUL AT 2:37

অভিমান,,,,,
শব্দ টা বড্ডো ভারী,,,,,,
ঠিক যেন শীল নোড়া র মতো,,,,,,
না না,, ঠিক যেন ভারি বস্তার মতো,,,,,
না না,,, মনে হয় হাসনুহানা ফুলের মতো,,,
ঝাঁকে ঝাঁকে গুচ্ছাকারে ফুটে সবকিছু আড়াল করে রাখে,,,,,,,

দেখতে চাইলেও দেখা যায় না,,,, ভিতর টা
কথা বলার তীব্র ইচ্ছে গুলো গলায় এসে আটকে দেয়,,
কথা আর্তনাদ এ পরিণত হয়ে ওঠে,,,,,
আর্তনাদ কর্কশ,,,
তাই বেরোনোর অনুমতি পায়না.......
তীব্র অভিমান চুপ করিয়ে দেয়,,,,,,
শান্ত করিয়ে দেয়,,,,,,
স্মৃতি উস্কে দেয়.......

ঠিক যেন,,,,,
অন্ধকার কালো রাতের মতো,,,,
কালো মেঘের মতো,,,,,,

তারপর দিশাহীন, দ্বিধাহীন ভাবে অঝোরে ঝরে পড়ে,,,,
বলে,,, তুমি ছাড়া ভালো নেই ,,,,,
একটুও ভালো নেই আমি 💔

#AB

-


30 JUL AT 2:15

মন,

আমি তোমাকে কিছু দিয়ে সেটা নিয়ে বার বার বলেওছি,,,,,,
যেমন ভালোবাসা, ভালোলাগা, আবদার, সবকিছু দিয়ে বার বার শুনিয়েছিও,,,,,,,,

তা ছাড়াও তো অনেক কিছু দিয়েছি,,,,
কষ্ট, অভিমান, আঘাত, যন্ত্রনা......
আজ থেকে সেগুলো ঠিক করার দায়িত্ব ও আমার,,,
আমি সেই লোক নই যে এগুলো দিয়ে এড়িয়ে যাবো,,,
বার বার মেনে নেবো হ্যাঁ,,, এগুলো আমি করেছি,,,
আর, সেই গুলো ঠিক ও আমিই করবো,,,,,
কারণ,,,,,,
যে দেয় জখম, সেই তো ভেজায় 💔

#AB

-


Fetching Atanu Bhattacharya Quotes