-
- মেয়েদের কষ্ট দূর করতে তোকেই কিছু একটা করতে হবে, বাবা!
- কিন্তু, আমি কি পারবো মা?
- অবশ্যই পারবি। তুই না পারলে আর কে পারবে?
- ঠিক কথা বলেছ মা। এদেশের মেয়েদের শিক্ষার প্রয়োজন।
- শুধু শিক্ষা নয়, আরও অনেক কিছুরই হয়তো দরকার। তোর পাশের বাড়ির দিদি, আজ একাদশী বলে কিচ্ছুটি খায় নি। এই পোড়া দেশে বেধবাদের কত কষ্ট!
- তবে আমাকেই কিছু একটা করতে হবে। এই অসম্ভবকে সম্ভব করতেই হবে আমাকে।
-
তুমি যে ছিলে দয়াসাগর,
ছিলে যে করুণায় সিন্ধু,
আধুনিক শিক্ষা জনক,
তুমি যে ছিলে ঞ্জানের ভাণ্ডার,
সেই জানে মানে,যে রেখেছে তোমায় হৃদয়ে,
তোমার আদর্শে আমরা হয়ছি অনুপ্রাণিত,
তোমার দয়া আমাদের ভাষা হয়েছে সুভাষাণ,
যে বাণী আনিলে তুমি সেই বাণীতে পেয়েছি আমরা পথের দিশা,
তোমায় যে কোন দিন ভুলতে পারিনি আমরা,
বারে বারে ফিরে আসো এই মর্ত্যে বাংলায়,
তোমায় জানাই সহস্রকোটি প্রনাম শ্রদ্ধা ও সম্মান।-
জীবনে মন্ত্র ছিল দয়ার ধর্ম,
বুঝিয়েছিলেন শিক্ষার মর্ম।
তিনি না থাকলে এই সমাজ,
অন্ধকারেই করত বাস।
নারীকে সম্মান, মাতৃভক্তি শিখিয়েছিলেন যিনি,
বর্ণপরিচয় এ তাঁকেই আমরা চিনি।
তাঁর কল্যাণে নারীসমাজ স্বপ্ন দেখেছে,
নতুন করে বাঁচবার....
আজিকার দিনে তাঁরই চরণে,
প্রমাণ করি বার বার।।🙏🙏-
চোখে অবাক বিস্ময় !
একদিন পেলাম
ঈশ্বরের হৃদপিণ্ড , বিদ্যার মগজ
আর সাগরের অস্থিমজ্জা ।
মাতৃভাষায় বাক্যের মানিক্যের ঐক্য ।
বর্ণপরিচয়ের হাত ধরে ,
শব্দমন্দিরে প্রবেশ করে ,
খড়ম জোড়া নমস্কারে ,
নিবিড় শ্রদ্ধায় করজোড়ে ।-
সনাতনী কুসংস্কারে, আবদ্ধ সমাজ
যবে, হাহুতাশ করে উঠেছিল সেই
উনবিংশ শতাব্দীর ব্রিটিশ সাম্রাজ্যে;
উঠেছিল জ্যান্ত বধূ, জলন্ত স্বামীর
লেলিহান চিতায়, নিতান্ত নির্বিচারে,
মূর্ছিত অম্বরে তবে উঠেছিল নব
দিবাকর, নব রূপে, দীর্ঘ কলেবরে!
আতঙ্কিত নারী যেন, পেয়েছিল শক্তি,
পেয়েছিল নব আশা, আর্ত সর্বহারা,
বর্ণপরিচয়ের সে হাত ধরে যেন
পেয়েছিল প্রাণ মৃত প্রায় মাতৃভাষা।
অজিকের দিনে দীর্ঘ পরিক্রমা শেষে
অস্তমিত হয়েছিল বিদ্যার সে সূর্য,
হয়েছিল পিতৃহারা বাংলা ,সাহিত্য।-
শিখেছে বাঙলা, বাঙালি ঘরে ঘরে
বানান আর নীতি শিক্ষার প্রথম পাঠ
বিদ্যাসাগর শেখালেন কান কামড়ে ধরে। 📖📖📖📖📖📖-
-:দয়ার সাগর:-
মানুষরূপী ঈশ্বর যিনি, তিনি করুণার সাগর,
বাংলার সমাজে তিনি ছিলেন এক প্রসিদ্ধ সংস্কারক।
সমাজ সংস্কারে তাহার রয়েছে অসামান্য অবদান,
তাইতো আজ করুণার সাগর রূপে হয়েছেন মহান ।
স্ট্রিক লাইটের আলোয় পড়েছো তুমি বিদ্যার সাগর,
ধর্মীয় গোঁড়ামি কাটিয়েছো তুমি বাংলার সংস্কারক।
মাতৃভক্তি কারে কয় শেখা হয়েছিল তুমারই জন্য,
তাইতো বাংলার ইতিহাসে তুমি সাগর এক ও অনন্য।
তোমার অবদান রয়েছে আজ বাঙালির কলমে কলমে,
তুমি থাকো জেগে প্রতি বাঙালির মননে ও স্পন্দনে।
তোমার অক্লান্ত চেষ্টার ফসল আজ দিকে দিকে ছড়িয়ে,
তোমার জন্যই আজ হয়তো বাঙালি বাংলা লিখতে জানে ৷
তোমারই জন্য আজ নারীরা শিক্ষা অর্জন করতে পারে,
তোমারই জন্য আজ নারী সুশিক্ষায় শিক্ষিত হতে জানে।
এই দেশে নারীর শিক্ষা বিস্তারে তুমিই ছিলে অন্যতম,
তাইতো আজ প্রতি মানবের হৃদয়ে তুমি থাকো বিরাজিত।,
তোমার মস্তিষ্কে জেগে উঠা প্রতি প্রতিবাদের ভাষা,
নারীরা আজ তাতেই হয়তো পায় বেচেঁ থাকার আশা।
তোমার জন্যই আজ বাঙালি উচ্চস্বরে গর্ব করতে পারে,
তোমার জন্যই আজ বাল্য নারীরা সসম্মানে বাঁচে৷
দয়ার সাগর রূপে তুমি বাংলার অমূল্য এক রত্নের খনি,
জন্মদিনে তোমারে পুজি, চরণে নতমস্তকে আমি নমি।-