Suvrantu Bhattachrayya  
48 Followers · 5 Following

Joined 7 September 2019


Joined 7 September 2019
29 JUL 2020 AT 11:52

চোখে অবাক বিস্ময় !
একদিন পেলাম
ঈশ্বরের হৃদপিণ্ড , বিদ্যার মগজ
আর সাগরের অস্থিমজ্জা ।

মাতৃভাষায় বাক্যের মানিক্যের ঐক্য ।

বর্ণপরিচয়ের হাত ধরে ,
শব্দমন্দিরে প্রবেশ করে ,
খড়ম জোড়া নমস্কারে ,
নিবিড় শ্রদ্ধায় করজোড়ে ।

-


11 JUN 2020 AT 21:28

অভিমানী আজও অহল্যা পাষাণী ,
মুখ ঢেকে রাখে উজ্জ্বল তমসায় ।
স্বামী নিয়ে রাখে তার শেষ পারানী !
বসিয়ে রেখেছে রামেরই ভরসায় ।

-


23 AUG 2020 AT 22:00

গভীর চোখে দেখি ,
কাগজ কলম সরে গিয়ে
Keyboard আজ লেখার উপায় হয়।

-


21 AUG 2020 AT 21:04

গানে গানে খুঁজি তোকে,
বোনটু বলে যাই
গানের সুরে আয় ছুটে আয়
তোকেই আজ যে চাই ।

দিদি ডাকে বোনটু আমার
গা না আশাবরী
ওই সুরটা মনপুরে আজ
ভাসায় খেয়া তরী ।

সকালবেলা তানপুরাটা
খুবই প্রিয় জানি
আজও আমায় হাতছানি দেয়
ভৈরবী গানখানি ।

গান জানি তোর ভালোবাসা
গানই তোর ধ্যান
গান যে তোকে হাসায় কাঁদায়
সুর যে তোর প্রাণ ।


-


21 AUG 2020 AT 13:14

মেঘই জানে
বৃষ্টি নামবে কতটা ,
বৃষ্টি শেষে , মেঘই টানে
মাটির গরম যতটা ।

-


6 AUG 2020 AT 0:48

Hear


Always truth

-


4 AUG 2020 AT 23:02

কবিতার জালে , মধুর কথার
কলম হাতে আয় ।
কবিতার জালে , ঘুরছি ফিরছি
জাগিয়ে রাখে আমায় ।
কবিতার জালে , মন্ত্রমুগ্ধ
আগুন নিভে যায় ।
কবিতার জালে , ভালোবাসা বাঁধে
আকাশপানে চায় ।

-


3 AUG 2020 AT 23:06

আঁধার রাতে ব্যস্ত তিনি ,
আলোর নিশান জানে ।
জলের স্পর্শ ভুল হবে না ,
পাহাড়ি সভ্যতার অভিধানে ।

-


2 AUG 2020 AT 1:11

সব প্রাণীর কিছু ধর্ম আছে ,জন্মমাত্র বলে ,
জাতকে নিয়ে ধর্মে এলাম , মানবজন্ম ছলে ।

-


19 JUL 2020 AT 21:17

জ্বলজ্বলে তারায় লিখব গান,

আর একটু অপেক্ষা ,
জানি ওটাই আমার কাজ -
অনেক দিনের মত ,
তবু সারা বাড়ি ঘিরেছে আজ ,
আমার আনন্দ তত ,
ফিরছে যে সব দুধেভাতের
আমার অপত্য যত ।

লিখব গান ....

জ্বলজ্বল করবে ...

উত্তর পশ্চিম আকাশে নিয়োওয়াইজের মতো

-


Fetching Suvrantu Bhattachrayya Quotes