Biswajit   (Kajli Bag C.(শঙ্খপ্রদীপ))
310 Followers · 46 Following

read more
Joined 4 May 2020


read more
Joined 4 May 2020
1 JAN AT 0:45

দিন যে গেলো চলে,
গেলো যে মাস গুলো ফুরিয়ে,
শেষ হয়ে গেলো যে বছরটা,
অনেক ধৈর্য্য ধরে পেয়েছি নতুন বছরটা,
নতুন বছরের একটু জায়গা দিও,
আলো হয়ে থাকুক সকলের দিনগুলো,
তাতেই যে আমরা খুশি,
সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক অভিনন্দন,
ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।
শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।
Happy New Year 2025

-


19 AUG 2023 AT 12:42

মুখে আনার থেকে
মনের ভেতর আটকে রাখা ভালো,
চোখের জল দেখানোর চেয়ে,
মুখে মিথ্যে হাঁসির ছোঁয়া অনেক ভালো,
জোর করে বোঝানোর থেকে
সময়ে হাত ছেড়ে দেওয়াটাই ভালো।

-


18 AUG 2023 AT 21:38

সময় পেলে খোঁজ নেওয়াটাই প্রেম,
আর সময় বের করে খোঁজ নেওয়াটাই হলো ভালোবাসা।

-


16 AUG 2023 AT 11:18

তার কাছে আছে,
আমার কেনো নেই?
শূন্য থেকে শুরু করো,
কোটিতে তুমিও যাবে পৌঁছে,
দেখবে তখন সুখ ছিল শূন‍্যতে
আর কষ্ট আছে কোটিতে,
তখন তুমি বলবে শূন‍্যতে ছিলাম ভালো,
কেনোই বা এলাম কোটিতে,
কাউকে দুঃখ দিয়ে ভালোবাসা পাওয়া যায় না।

-


15 AUG 2023 AT 17:48

দেশের জাতীয় পতাকার তিনরঙের মাহাত্ম্য,
স্বামীজী বুঝিয়েছেন ত্যাগ বৈরাগ্যের প্রকৃত অর্থ,
রবিঠাকুর আমাদের আত্মার শান্তি,
আর সুভাষচন্দ্র নামটিতেই রয়েছে
এক বুক কর্ম শক্তি, আর শৌর্য বীর।

-


14 AUG 2023 AT 12:24

বলবো না,
কারণ যে আমাকে বোঝেনা,
তাকে আমি বোঝাতেও চাইনা,
সে নিজেই একদিন বুঝবে
আর আমাকে খুঁজবে।

-


13 AUG 2023 AT 17:27

যদিও গল্পটা ব্যর্থতায় ভরা,
তবুও আমি আমার গল্পে সেরা।

-


6 JAN 2023 AT 7:52

পৌষের দিনে
শীত
স্নিগ্ধতা‌র কুয়াশা ভরা সকাল
শীতের সকালে শুভকামনা।

-


3 FEB 2022 AT 12:44

তোমায় নিয়ে স্বপ্ন সুরে
তুমি যে কত সুন্দর,
সম্পুর্ণ একটা কবিতা,
তোমায় নিয়ে ছন্দে ছন্দে আবৃত্তি করা যায়।।
তুমি যে কত সুন্দর,
সম্পুর্ণ যেনো একটা চিত্র,
যার রঙ্গে রঙ্গে মনটা নিয়ে রাঙ্গানো যায়।।

-


1 JAN 2022 AT 8:23

দিন যে গেলো চলে,
গেলো যে মাস গুলো ফুরিয়ে,
শেষ হয়ে গেলো যে বছরটা,
অনেক ধৈর্য্য ধরে পেয়েছি নতুন বছরটা,
নতুন বছরের একটু জায়গা দিও,
আলো হয়ে থাকুক সকলের দিনগুলো,
তাতেই যে আমরা খুশি,
সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক অভিনন্দন,
ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।
শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।
Happy New Year 2025

-


Fetching Biswajit Quotes