দিন যে গেলো চলে,
গেলো যে মাস গুলো ফুরিয়ে,
শেষ হয়ে গেলো যে বছরটা,
অনেক ধৈর্য্য ধরে পেয়েছি নতুন বছরটা,
নতুন বছরের একটু জায়গা দিও,
আলো হয়ে থাকুক সকলের দিনগুলো,
তাতেই যে আমরা খুশি,
সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক অভিনন্দন,
ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।
শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।
Happy New Year 2025-
Follow,,,,Unfollow ⚽⚽⚽ খেলতে পারেন।
বাবার ব্যবসার মধ্যে ব্যাস্ত থাকি কিন্তু ... read more
মুখে আনার থেকে
মনের ভেতর আটকে রাখা ভালো,
চোখের জল দেখানোর চেয়ে,
মুখে মিথ্যে হাঁসির ছোঁয়া অনেক ভালো,
জোর করে বোঝানোর থেকে
সময়ে হাত ছেড়ে দেওয়াটাই ভালো।-
সময় পেলে খোঁজ নেওয়াটাই প্রেম,
আর সময় বের করে খোঁজ নেওয়াটাই হলো ভালোবাসা।-
তার কাছে আছে,
আমার কেনো নেই?
শূন্য থেকে শুরু করো,
কোটিতে তুমিও যাবে পৌঁছে,
দেখবে তখন সুখ ছিল শূন্যতে
আর কষ্ট আছে কোটিতে,
তখন তুমি বলবে শূন্যতে ছিলাম ভালো,
কেনোই বা এলাম কোটিতে,
কাউকে দুঃখ দিয়ে ভালোবাসা পাওয়া যায় না।-
দেশের জাতীয় পতাকার তিনরঙের মাহাত্ম্য,
স্বামীজী বুঝিয়েছেন ত্যাগ বৈরাগ্যের প্রকৃত অর্থ,
রবিঠাকুর আমাদের আত্মার শান্তি,
আর সুভাষচন্দ্র নামটিতেই রয়েছে
এক বুক কর্ম শক্তি, আর শৌর্য বীর।-
বলবো না,
কারণ যে আমাকে বোঝেনা,
তাকে আমি বোঝাতেও চাইনা,
সে নিজেই একদিন বুঝবে
আর আমাকে খুঁজবে।-
তোমায় নিয়ে স্বপ্ন সুরে
তুমি যে কত সুন্দর,
সম্পুর্ণ একটা কবিতা,
তোমায় নিয়ে ছন্দে ছন্দে আবৃত্তি করা যায়।।
তুমি যে কত সুন্দর,
সম্পুর্ণ যেনো একটা চিত্র,
যার রঙ্গে রঙ্গে মনটা নিয়ে রাঙ্গানো যায়।।-
দিন যে গেলো চলে,
গেলো যে মাস গুলো ফুরিয়ে,
শেষ হয়ে গেলো যে বছরটা,
অনেক ধৈর্য্য ধরে পেয়েছি নতুন বছরটা,
নতুন বছরের একটু জায়গা দিও,
আলো হয়ে থাকুক সকলের দিনগুলো,
তাতেই যে আমরা খুশি,
সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক অভিনন্দন,
ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।
শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা।
Happy New Year 2025-