QUOTES ON #বিজয়া

#বিজয়া quotes

Trending | Latest

কোলাহল থেমে গেছে আজ,
অপেক্ষায় একা একা বেলা কাটে ।
সময় এগিয়ে যায়,
স্মৃতিরা পেছনে হাঁটে ।
সবকিছু শেষ নয়,
শুধু এবারের মতো জানালাম বিদায় ।
জানি তুমি ফিরে আসবে,
আবার সূচনার রইলাম অপেক্ষায়।।
*শুভ বিজয়া*

-


26 OCT 2020 AT 17:03

সবাই বলে বাজছে ওই করুণ সুর বিসর্জনের বাদ্যিতে;
আমরা যাকে বিদায় বলি......
সেও তো তার বাঁধছে বুক পরবর্তী শরতের অপেক্ষাতে!

-


16 OCT 2021 AT 12:28

(●’◡’●)ノ

-


8 OCT 2019 AT 19:44

পুজো শেষ, দুগ্গা মায়ের ফিরে যাওয়ার পালা,
চলছে বরণ মন্ডপে আজ, চলছে সিঁদুর-খেলা।
ভালোবাসার গল্পগুলো ঢাকের তালেই লেখা থাক,
এবার তবে "শুভ বিজয়া"-য় মিষ্টিমুখ হয়ে যাক।

-


19 OCT 2018 AT 23:33

দশমীর গন্ডি পেরিয়ে 'মা' যাবেন আজ অন্তর্ধামে,
বছর ঘুরে ফিরবে আবার অভয়দায়নী, পরাক্রমে...

-


28 OCT 2020 AT 1:57

ষষ্ঠী থেকে সপ্তমীর ,
কাটলো দারুণ মজা করে !
ঘরে কনে সবাই মিলে ।।

অষ্টমীর সকালটা যাবে,
অঞ্জলি তে মায়ের সম্মুখে !
রইলো মনে মনে 'করোনা' জন্য ।।

শুরু হলো নবমীতে.....
নতুন নতুন সাজে ,,
সাজলো কতো নর- নারী !
'মা' যে কতো সাজে.....
দেখবো এবার বেশ।
সব ইচ্ছা রইলো মনে মনে,
ফুটলো না আর কথা মুখে !
2020 যে ।।

তার পরেতে দশমীতে.....
মাকে নিয়ে সিঁদুর খেলা!
সে তো এক নতুন সাজে ......
মুখে 😷
'মা' চিনে নিলো সবাইকে নয়ন দেখে ।।

মায়ের ভাষান হবে ....
কোথায় পুকুরে না গঙ্গায়
সেখানে ও কি করোনা ❓






-


6 OCT 2022 AT 13:02

বিসর্জনের অর্থ সমাপ্ত নয়,উদ্বোধনের নতুন একদিক
মায়ের দেওয়া শক্তি দিয়েই পথ চলাটা হোক নির্ভীক।

-




আশীষ দিও মাগো; যেন সবাই থাকে সুখে!
......তারক মন্ডল।

-


27 OCT 2020 AT 15:39

দারানো তব বিষন্ন মনে
মা যে যাচ্ছেন চলে
বিদায় বেলায় স্তব্ধ এ মন
জানি আসছে বছর আবার হবে

প্রকৃতি জানাচ্ছে বিদায়ের বার্তা
শরতের আকাশে আজ মেঘেদের আনচান

হঠাৎ কেউ বলে..
আবার এসো মা,
মৃদু হাসি নিয়ে ঠোঁটে,
বলি শুভ বিজয়া।

বিদায় বেলায় মিষ্টিমুখে ,রইল মা আগামীর আমন্ত্রণ।।

-


8 OCT 2019 AT 14:39

বিষাদের সুরে আজ উমা পাড়ি দেবে কৈলাশে,
বাঙালির কাটবে বচ্ছর অপেক্ষার বারো মাসে।
🙏🙏🙏

-