Alone in the dark room, with music...
-
I'm a Student 📚
Love to be practical ❤️
the black sky is just above you
And the moon changes his colour to redish pink ... And the moon is peeping from the coconut tree...
And in the background , the cold and the sweet wind blew ...
At the time you could feel the calmness of night ...the peace of night and believe me it's as comfortable as your home ....💙
But it has a bad side also ...May be you could be a overthinker too..😬-
আমরা যারা রঙ তুলিতে
স্বপ্ন ভরা এই ঝুলিতে
মরবো ভাবি সেই গুলিতে
সে যদি তাকায়
আমরা যারা এই চেহারা,
খেলছি তবু রোজ গোহারা
হারছি হেরে সর্বহারা
প্রেম পালিয়ে যায়...❤️
-
নাম না জানা সে
তখন বাঁধানো গাছের তলায় পড়তি রোদের বেলা
শীতের হিমেল পরশ শেষে
রঙ ধরেছে পাতায় পাতায়
আনমনে যখন আনকোরা
প্রকৃতি হাসছে তখন
এই অজানা ক্ষনিকের নয়
চিরকালের হয় যখন..
অজানা তখন হয় ..পরিচিত নয়।।-
দারানো তব বিষন্ন মনে
মা যে যাচ্ছেন চলে
বিদায় বেলায় স্তব্ধ এ মন
জানি আসছে বছর আবার হবে
প্রকৃতি জানাচ্ছে বিদায়ের বার্তা
শরতের আকাশে আজ মেঘেদের আনচান
হঠাৎ কেউ বলে..
আবার এসো মা,
মৃদু হাসি নিয়ে ঠোঁটে,
বলি শুভ বিজয়া।
বিদায় বেলায় মিষ্টিমুখে ,রইল মা আগামীর আমন্ত্রণ।।-
Your bright and colourful personality brings such a joy to my life .sob you❤️
You r my medicine of every situation ..
Now a days we doesn't get shock if there's a coincidence because we are being habituated of it..🤭🤭ok so as it is💞...lots of love for u kutu.
So on this very special day am wishing that may u get everything what ever you want ..and oviously stay safe , happy and blessed for ever....
Happy Birthday to you Soumili
-
অতীত খুঁজে পাওয়া চিঠিগুলো
আজ বর্তমান বর্ণনা করছে..
কারণ আজ যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে,
চিঠিগুলো কোন অজ্ঞাত এর উদ্দেশ্যে লেখা ছিল
বোধহয় নিজের উদ্দেশ্যে লেখা ছিল..
তবে "diary" লিখলেই পারত
চিঠি লিখতে বড় ভালোবাসে যে কামিনী..
প্রতিবাদী সে বরাবরই
শুধু সময়ের অপেক্ষায় ছিল..
আজ সে চিঠিটা শেষ করল,
শেষে লেখা বিপরীত পুনরাবৃত্তি।।
-
জাগিয়ে তুলল
স্বপ্নগুলো তবে আবারো জেগে উঠলো..
নীল আকাশের মেঘের বাতাসে আকাশপটে মুক্ত তারা
অসংকোচে মিষ্টি অভিমানে.. কাটছে বেশ
রাতগুলো যখন আরো রাত হয়
নিমেষেই দিনগুলো হয়ে যায় শেষ..
স্বপ্নগুলো আবারো আলতো ছুঁয়ে বলে যায় এইতো আছিস বেশ।।
-
বৃষ্টিস্নাত গোলাপ টা দেখে আজ অনেক কিছু মনে পরছে..
জানিস আজ আবার হঠাৎ করে খুব মনে পড়ছে যেদিন প্রথম বৃষ্টিতে ভিজতে ভিজতে তুই আমার জন্য গোলাপ টা এনে ছিলিস। অবশ্য চকলেট টা আনতে যাতে না ভুলে যাস সেটা ফোন করে আমিই মনে করিয়ে দিয়েছিলাম। সেটা বড় কথা না তবে সবার মত গোলাপটা আমার আমার কোনো ডাইরির পাতার মধ্যে নেই।
এখন আমার হাতে এক কাপ ব্ল্যাক কফি , আর বাইরে পড়ছে বৃষ্টি আর আমার চোখের সামনে ওই বৃষ্টিস্নাত গোলাপ টা যেন অনেক কিছু মনে করাচ্ছে... অজান্তেই চোখ দিয়ে জল পরছে।
বেশ কয়েকটা বছর কেটে গেছে জানি ভালো আছিস তবুও মিস করছি রে.. মিস করছি তোর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত.. মিস করছি তোকে.. ব্যস্ত ফেরার দিন গুনছি শুধু।
আজ্ঞে না আমার so called break up হয়নি..I'm still now in a relationship with him.
Not every relationship's future is breakup.. just make sure that you are with your perfect match.❤️-