দূর্যোগ
আজি রণ-সাজে নীলাম্বর হতে রবি গেল ঢাকি,
কালোতামষী বারিদের আড়াল হইতে অশনির ঝলকানি মারিল উঁকি ।
বারিদের অশনি গর্জন শুনিয়া সবাই ফিরিয়া গেল ঘর,
নাহি ভরসা করিবার কেহজন কারোর উপর।
মাতাল তাণ্ডবের ন্যায় লীলাখেলায় মাতিল আজ এ বিশ্বভূবন, ধরিত্রী হইল অন্ধ,
করোর উপর পড়িল বাজ আবার কারোউর বা ভাঙ্গিল স্কন্ধ .....-
মেঘের করলো হঠাৎ মন খারাপ
শুধুই মেঘলা আকাশ বলে ,
মেঘের হাসি দেখতে পাবো মোরা
আকাশে সূর্যের উদয় হলে।
মেঘলা দিনে ঝড়ে অঝোরে বৃষ্টি
সাথে বিদ্যুৎ ও বজ্রাঘাত ,
মেঘের হঠাৎ মন খারাপে যেনো
কাটতেই চায়না রাত ।
সুনীল আকাশে মেঘের ঘনঘটা
জানি ভীত সবার মন ,
দেখি এখন শুধু বর্ষাতে নয় সব
ঝতুতেই হয় বন্যার প্লাবন।-
তোমার হাতের ছোঁয়ায় আগুন ছিল,দুনয়নে বজ্রপাত....
মায়া দৃষ্টিতে মাতাল হয়ে,আজ নির্ঘুমেতেই কাটছে রাত....-
ভর দুপুরে বৃষ্টি নামে, ঘনঘন বাজ পড়ে
বয়ঃজ্যেষ্ঠা দৌড়ে যায় ঠাকুর ঘরে।
ফোনের টাওয়ারটা চুপচাপ দাঁড়িয়ে
এঁঠো বাসনগুলো আছে ছড়িয়ে।
আমসত্ত্ব আচার সব গেল ভেটকে
জানলা দিয়ে জল আসছে ছিটকে।
ভাগ্যিস খাবার জল তোলা ছিল
উঠোনের গাছগুলোও সতেজ হল।
তেল খুব চড়া আর ব্যাসন আছে অল্প
র-চায়ে শুকনো মুড়ি সন্ধ্যার গল্প।-
এ শহরে সমস্ত হৃদয় ভাঙার যন্ত্রণাগুলো প্রকাশ পায় না,যদি প্রকাশ পেতো তবে হয়তো সদ্যোজাত প্রেমগুলো অকালে বজ্রপাতে মারা যেত।
-
আনমনা স্ক্রল করতে করেতেই হঠাৎ বজ্রপাত!!
তারপরেই..
নেমে এলো বৃষ্টি।-
মন খারাপের সন্ধে বেলায়
হঠাৎ স্মৃতি ভাসে..!
বজ্রপাত হয় মনের মাঝে,
বৃষ্টি নামুক চোখে।-