Pallabi Guha   (পল্লবী)
33 Followers · 3 Following

read more
Joined 28 March 2018


read more
Joined 28 March 2018
24 DEC 2024 AT 11:56

সময় সবকিছুর বিকল্প ব্যবস্থা করে দেয়, শুধু সময়ের অপেক্ষা।

-


19 SEP 2024 AT 8:09

কথা সকল ফুরিয়ে যায় তিক্ততার বিষে,
ফেরারী মন তবু উতলা হয় ভালবাসার রেশে।

-


17 JUL 2024 AT 7:40

আকাশ ভেঙে বৃষ্টি নামুক
মান অভিমান মুছুক সবার।
হারিয়ে যাওয়া কথাগুলো সব
ফুটে উঠুক কন্ঠে আবার।

-


31 JAN 2023 AT 20:52

ধোয়া ওঠা গরম কফি ;
ঠোঁটে ঠোঁটের গভীরতায়
উষ্ণ ছোয়াচের মাখামাখি।

-


10 DEC 2022 AT 21:33

'ভালো থাকার' আর 'ভালো রাখার' সমীকরণ মেলাতে গিয়ে কতবার আমরা "ভালো আছি"র হিসেব টা গণ্ডগোল করে ফেলি।

-


10 OCT 2022 AT 13:51

ভালোবাসা সুন্দর অথচ কঠিন...!!

কি অদ্ভুত না? ভাবছেন সুন্দর জিনিস কঠিন কিকরে হয়?
এই ধরুন যখন আপনার মন ভাঙে আর সেই ভাঙা মন নিয়েও ভালোবাসা কমাতে পারেন না ঠিক সেই মুহূর্ত টা কল্পনা করুন বুঝবেন সুন্দর জিনিস ও কি ভীষণ কঠিন হয়ে যায়...

-


20 SEP 2022 AT 18:59

আর ফিরো না প্রেমিক,
সম্পর্কটা আজ বড়ই তেতো..
উপহারে পাওয়া সুন্দর মুহুর্ত গুলো
মনের চিলেকোঠায় সযত্নে রেখো !

-


13 JUN 2022 AT 14:30

কখনো প্রবল ঝড়ে ফাঁকা জায়গা দিয়ে হেঁটে দেখেছেন? লাশ্যময়ী সৌন্দর্যর পাশাপাশি যেরকম তীব্রতর ভয়াবহতা প্রকাশ পায়, জীবনটাও অনেকটা অমন জানেন; এই মুহূর্তে সব ঠিকঠাক কিন্তু চোখের পলকের নিমেষে কি যে হয়ে যাবে কেউ বলতে পারে না।
তাই তো জীবনটা সুন্দর অথচ মারাত্মক...!

-


29 APR 2022 AT 20:14

কিছু কিছু অনুভূতি অস্বীকার করা বড় দায়, মনের অগোচরে তারা লুকোচুরি খেলতেই থাকে।

-


13 APR 2022 AT 10:31

Priority makes you feel wanted while option always keeps you in a waiting list.

-


Fetching Pallabi Guha Quotes