সময় সবকিছুর বিকল্প ব্যবস্থা করে দেয়, শুধু সময়ের অপেক্ষা।
-
ব্যস্ত জীবনের মাঝে লেখা লিখি টা কখনো কখনো এখানে প্রকাশ পায়। 🖋️🖊️
খুব ভালো লিখত... read more
কথা সকল ফুরিয়ে যায় তিক্ততার বিষে,
ফেরারী মন তবু উতলা হয় ভালবাসার রেশে।-
আকাশ ভেঙে বৃষ্টি নামুক
মান অভিমান মুছুক সবার।
হারিয়ে যাওয়া কথাগুলো সব
ফুটে উঠুক কন্ঠে আবার।-
'ভালো থাকার' আর 'ভালো রাখার' সমীকরণ মেলাতে গিয়ে কতবার আমরা "ভালো আছি"র হিসেব টা গণ্ডগোল করে ফেলি।
-
ভালোবাসা সুন্দর অথচ কঠিন...!!
কি অদ্ভুত না? ভাবছেন সুন্দর জিনিস কঠিন কিকরে হয়?
এই ধরুন যখন আপনার মন ভাঙে আর সেই ভাঙা মন নিয়েও ভালোবাসা কমাতে পারেন না ঠিক সেই মুহূর্ত টা কল্পনা করুন বুঝবেন সুন্দর জিনিস ও কি ভীষণ কঠিন হয়ে যায়...-
আর ফিরো না প্রেমিক,
সম্পর্কটা আজ বড়ই তেতো..
উপহারে পাওয়া সুন্দর মুহুর্ত গুলো
মনের চিলেকোঠায় সযত্নে রেখো !-
কখনো প্রবল ঝড়ে ফাঁকা জায়গা দিয়ে হেঁটে দেখেছেন? লাশ্যময়ী সৌন্দর্যর পাশাপাশি যেরকম তীব্রতর ভয়াবহতা প্রকাশ পায়, জীবনটাও অনেকটা অমন জানেন; এই মুহূর্তে সব ঠিকঠাক কিন্তু চোখের পলকের নিমেষে কি যে হয়ে যাবে কেউ বলতে পারে না।
তাই তো জীবনটা সুন্দর অথচ মারাত্মক...!-
কিছু কিছু অনুভূতি অস্বীকার করা বড় দায়, মনের অগোচরে তারা লুকোচুরি খেলতেই থাকে।
-
Priority makes you feel wanted while option always keeps you in a waiting list.
-