Rajkumar Dutta   (Rajkumar Dutta)
91 Followers · 105 Following

আমি সরল তবে বিতর্কিত
Joined 3 September 2017


আমি সরল তবে বিতর্কিত
Joined 3 September 2017
31 AUG AT 8:02

আচ্ছা "জন্মাষ্টমী" আমরা বেশিরভাগ বাড়িতে বামুন ডেকে ঘটা করে করি, কিন্তু "রাধা অষ্টমী" করি না কেন?

শুভ রাধা অষ্টমী
শুভ সকাল

-


29 AUG AT 6:11

Some people are unlucky in love.
Some people are also unlucky in friendship.
Me, unlucky in Both.

-


9 AUG AT 15:28

তিলোত্তমা তোমার জন্য আজ আমি প্রতিবাদ করব না
কলমে- রাজকুমার দত্ত
কবিতা ক্যাপসানে

-


27 JUL AT 20:15

অনুভূতিদের কাছে মানুষ বড় অসহায়,
অনুভূতিদের কাছে মানুষ বড় নিরুপায়,
কারণ,অনুভূতিরদের কোনো সীমারেখা হয় না।
সীমারেখা হয় মানুষের নিজের উপর নিয়ন্ত্রণের।

-


14 JUL AT 6:40

মেঘে মেঘে ঘসা লেগে ক্ষয়ে যায় আকাশ,
লজ্জা হয়ে নেমে আসে বৃষ্টি, ভেজায় মাটি।
গ্রহণের দিনেও এক মুঠো সূর্য দিলাম তোমায়,
আমি না হয় থাকি অন্ধকারে বজ্রপাতের অপেক্ষায়।
যদি হই হঠাৎই নিরুদ্দেশ খোঁজ নিও না।

-


13 JUL AT 1:58

প্রিয় মানুষটা উপস্থিত থাকাকালীনই তার অনুপস্থিতির অভ্যাসটা করে নিতে হয় কারণ সময়,পরিস্থিতি এবং স্বয়ং ঈশ্বরও কখন যে নিষ্ঠুর হয় তা কেউ অনুধাবন করতে পারে না।

-


2 JUL AT 6:44

ব্যথা গুলোকে ভুলে যেতে নেই, ব্যথা গুলোকে বয়ে নিয়ে যেতে হয়, সতেজ করে রাখতে হয় তাতে হৃদয় শক্ত হয়, মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়।

-


1 JUL AT 23:19

যেমন নীরবতাগুলো কোনো শব্দ করে না,
উপন্যাস লিখে যায় নিঃশ্চুপে,
তেমন অমাবস্যাও হয়েছে অন্ধকার– চাঁদকে একতরফা ভালোবেসে।।

-


29 JUN AT 21:12

যারা শূন্যতায় ঘর বাঁধতে শিখে গেছে, একা থাকার যন্ত্রণাটা তাদের ছুঁতে পারে না।

-


27 JUN AT 15:31

আর.জি করের একবছরের মধ্যে এবার ল কলেজ। শহর কলকাতা আজ নরক। আর এদিকে দিদি দাদা সব রথের দড়ি টানতে ব্যস্ত।
লজ্জাও লাগে না এদের।

-


Fetching Rajkumar Dutta Quotes