ঘড়ির কাঁটায় সময় নয় , তুই অসময়ের সাক্ষী ।
বন্ধু মানে পাগলা হাওয়া , ব্যস্ত দিনেও অরাজকতার ঝক্কি ॥-
জানি বন্ধু বলেই, বাঁধন ভাঙা বিদ্রুপ গুলোর করিসনা পরিমাপ।
যেন মোর অরাজকতায় মিটে যায়, তোর ব্যস্ত দিনের সকল চাপ।-
যেভাবে হোক ছুট্টে আয় হাজার ব্যস্ততা ফেলে
সাক্ষাত আলাদিনকে খুঁজে পাওয়া
তোর প্রদীপ ভরা জিনে টিফিন বক্স ধরে ফেলে তোর উঁকি দেওয়া চোখ দুটোকে
বেঞ্চগুলো আর্জি জানায় আমপাতা জোড়াজোড়াকে
লুকিয়ে লুকিয়ে খুনসুটি তোর কাছে ধরা পড়ে যায়
পাঞ্জালড়াই হেরে যাবে জেনেও আবারও খেলতে চায়
আড়ি আড়ি কবিতা চায় একবার ফিরে তাকাস তোর মেঘলা মনে আমারও যে ভেজা আকাশ
একটু একটু রাগ দুঃখ একটু অভিমান
জ্বালাতন আর ঝগড়া করেও স্টোন-পেপার-সিজার-গাম
শুরু করেছি কখন জানিনা ভেবেও উত্তর পাইনা
শুধু বলেছি জানি
বল বন্ধু হবি
চল বন্ধু হব...
-
বন্ধু মানে গল্প ঝুড়ি ঝুড়ি, মান অভিমান ঝগড়া ভালোবাসা,
ঘড়ির কাঁটা উল্টো দিকে ছোটে, তোলপাড়েও আঁকড়ে ধরে রাখা।-
এমন কিছু মানুষ আছে যাদের সাথে ছবি বেশি কিন্তু স্মৃতি কম ।
কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের সাথে অনেক স্মৃতি কিন্তু কোনো ছবি নেই ।
দ্বিতীয় পক্ষের মানুষেরা হয়তো একটু হলেও বেশি কাছের। কারণ তাদের সাথে সময় কাটাতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ছবি তোলার কথা মাথায় ই থাকে না ।
-
সমাজের আদৃশ্য পিশাচ জাতি -
আপন মলিনতায় করছো সদা বড়াই,
তোমার ও ভাঙিবে বাসা একদা -
থেমে যাবে মিছরির ছুরির গোপন লড়াই ।
আমারও তরুর নির্মল হরিত প্রশান্ত শাখে -
বসাইছো নীরবে বিচ্ছেদী ধারালো দা,
হাসিছ অলক্ষে আমারও লাগি -
চুকাইতে হবে ঋণ করিব না তব পিছু ধা ।
হাসি মুখে জ্বলিছে বেদনায় অন্তর -
বন্ধু তোমার নির্মল পরশও লাগি,
ফেরারী পথে পার্থনা মোর হে ঈশ্বর -
অবসাদ ভাঙি প্রভু উঠো একটিবার জাগি ।-
ইচ্ছে করে স্কুল ফিরতি বিকেল ফিরে পাই ।
ইচ্ছে করে ছলাৎ জলে ঝাঁপ মারতে যাই...
পড়ছে মনে ছুটির শেষে ফুচকাওয়ালার ভিড় !
ইচ্ছে করে মিটিয়ে ফেলি দূরত্ব দের চিড়।
অতীত আমার স্কুলের সিঁড়ি, নতুন শেখা গান...
"ওই শোন না আমারটা শেষ! তোর টিফিন টা আন"...!!
মান-অভিমান, গাল ফোলানো অমূল্য দিনগুলো,
আমার সাথেই কেমন যেন বড্ড বড় হল..
এখন তো ওই চলতি পথে হঠাৎ দেখা হলে,
'কেমন আছিস?' মুচকি হাসি..ওইটুকু তেই চলে ...
তাই ভেবেছি ইচ্ছে হলেই ডাকবো ভালোবেসে।
অন্যভাবেই ফিরবো আবার ভাব-আড়ি দের দেশে...
Diya
-
প্রিয় বন্ধু?? নাহ!!!😂😂
ভাই-ভাই...
সম্পর্ক নয় রক্তের, এ হৃদয়ের সম্পর্ক।।😇😎
সম্পূর্ণ কাহিনী জানতে চোখ রাখুন ক্যাপশনে....
👇👇👇-
অনেক সোপান পেরিয়ে এলি,এবার তবে থাম,
অপেক্ষায় প্রিয়মানুষ,যাবি ভালবাসার ধাম।
অসমাপ্ত গল্পে শুধু প্রেম হারানোর বাতিক,
তবে এ বসন্তে প্রেমের গন্ধে মুখরিত চারিদিক।
আনমনে তুই যখন হাসিস অজান্তেই,
বৃষ্টি এলে তবে ভিজিস একসাথেই।।
-