দেবদত্তা দে  
44 Followers · 20 Following

সৃষ্টিছারা
Joined 26 May 2018


সৃষ্টিছারা
Joined 26 May 2018
22 NOV 2019 AT 12:03

And in search of life we lost our best friends too...obviously the fake one!🙂

-



হিজিবিজি -১!!😊
একটা সময় আমরা কেউ কাউকে উত্তর দিইনা,,রাগ অভিমান হলে উল্টো দিকের মানুষের একটা দায় থাকে কিন্তু যদি সেটা এমন কেউ যে এক সময় আপনার জীবনে খুব কাছের কেউ,,ধরুন না এক বছর আগে বা এক মাস বা নিদেনপক্ষে এক সপ্তাহ আগেও সকাল 8 টা থেকে রাত 2 টো অবধি সেই মানুষটার সাথে কথা হতো কিন্তু এখন হচ্ছেনা,, রাগটাগ নই,,চোখের সামনে সত্যি দেখলে কিছু বলা যায় বুঝি??আপনি জানেন সমস্যা কী?হয়ত সমাধান টাও আন্দাজ করে নিয়েছেন?তবুও তারা কনট্যাক্ট লিস্টে থেকেই যায় একটা জায়গা নিয়ে,,হয়তো বা মনেও!😊

-



হয়তো কোনো এক মধ্যরাতে জানতে পারবো আমার কক্ষনো কোনও অস্তিত্ব ছিলই না।♥

-



অনেক হল অবক্ষয় মনের
এবার তো নিজেকে শান্ত করো,,
যারা তোমায় বিনা দোষে মারলো
তাদের জন্য আজো
কোন অছিলায় পূজো করো???

-


23 JUN 2018 AT 17:22

শেষ অবধি থাকবো বলে হাত ছাড়লে যেই।

ফিরতি পথে চোখে পড়ে হারিয়ে যাওয়ার খেই।।

-


31 MAY 2018 AT 19:08

চুপ করে আছি
মুখ বুজে নয়
সাড়া পেতে গেলে
কাছে আসতে হয়!!☺☺

-


27 MAY 2018 AT 20:35

stop telling me what to do with my life... better u must open the tv and watch 'saash bahu' serial... 😒😒

-


27 MAY 2018 AT 20:28

এখন তুমি শুধু রাগ দেখতে পাও
রাগের ওপারের এক আকাশ ভালবাসাকে নয়
যা তুমি নিজস্ব বলে দাবি করতে!!

-


27 MAY 2018 AT 15:11

প্রায় বছর তিনেক দেখা না হলেও
আমরা রোজনামচায় থাকি,,
একে অপরের খারাপ থাকায় থাকি
সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট থেকে
ঘণ্টাখানেকের অনর্গল কথায় আছি,,,
মমনোমালিন্য হলে সঠিক শব্দ দিয়ে
মন ভালোে করতেও আছি...
দেখা করবো করবো করে দেখা না করাতে আছি
আর দিনের শেষে নতুন ক্রাশের প্রোফাইল ষ্টক থেকে রাতভর বকে এক্সামের আগের' বেস্ট অফ লাক 'এসবেতে যেমন এখন আছি,,
ভবিষ্যৎ টাও এভাবে কাটাতে চাই
তবে এবার দেখা হোক বছর শেষে,,
উৎসবের দিন একসাথে আড্ডায় মেতে উঠুক।।
আমাদের বন্ধুত্ত বা মাম্মাম-কন্যের সম্পর্ক
এভাবেই চলতে থাকুক আজীবন!! 😍😍

-


26 MAY 2018 AT 16:18

যে কথা বলা বারণ
তা বলতে গিয়ে মুখ লুকাই
শব্দের সাথে তোমার সখ্যতা ভীষণ
সেখানে তোমায় আমি অন্তহীন ভাবে ভালবেসে যাই

-


Fetching দেবদত্তা দে Quotes