আমি আরণ‍্যক .....❤   (✒ _সোনা পাখিরা💞)
151 Followers · 16 Following

read more
Joined 5 September 2019


read more
Joined 5 September 2019

You think yourself by heart and soul
And Will start journey for your dream

-



"যাওয়া আসা"
'''''''''''''''''''''''''''
বিরাজ বিষাদ, বিরাজ মৃত্যু, বিয়োগ'দহন লাগে!
তবুও শান্তি, তবুও তৃপ্তি, অনন্ত হৃদিতে জাগে।
কপালে চন্দন, সোহাগী বন্ধনে তরঙ্গ ওঠে!
মৃত‍্য'তে কুসুম ভুমে লুটে, জন্মান্তর কুসুম ফোটে।
নাহি ক্ষয়, নাহি অন্ত, নিত‍্যলেশ আর প্রস্থান!
পরজনমের পূর্ণতা, কার পাদে মাগে হৃদি স্থান?

-



নিভৃত পদে হৃদি দ্বারে আসিও না প্রিয়-
অজান্তেই লাগে অন্তরে তমালের করাঘাত,
অজ্ঞত কোন মন্ত্র'বলে হৃদি'বাসর নিত‍্য কুপকাত!

-



কত আঁখি আজও নিদ্রাহারা হতি'কথার নকসি চাদরে,
উমেদী অসু অপন পথচলে, অধরা খেয়াবী আদরে!
রঙিন সিঁথি ফিকে কত, সিক্ত বালিশ,বিনা সিঁন্দুরে,
কালের ঘরে হাতড়ায় মন, ক্ষয়িষ্ণু আয়ু অন্দরে!

-



"কথা রেখো"
মনে কি আছে সেই পুরানো দিন
যে দিন নিভৃত গীতবিতানে জমেছিল ঋণ
দূরত্বের কারাবাসে হৃদির উষ্ণতা আজ ক্ষীণ
হাত খানি রেখে হাতে বলেছিলে কথারেখো যেদিন।

এ মনের মাধুরি মিশায়ে তোমারে করে ছিলেম রচনা,
তোমার নাম এ-হৃদি পিঞ্জরে আজও জাারুক প্ররোচনা।
তুমি বহিয়া চলিও অসু'র উজান সম আপনি মতে,
নাশিও মোরা স্মৃতি যদি আসি কভু তোমার সমুখপথে!

-



"অনন‍্য লতা"
*********
অনন‍্যা:- তুমি কি আজ গেছো ভুলে?
হৃদ মিনারে নবীন পাল তুলে!
অনন‍্য:- কেমনে আর কবো মনের কথা,
হৃদমিনারে শুধু অব‍্যক্ত মর্মব‍্যাথা।
অনন‍্যা:-মিথ‍্যে তুমি তোমার সোহাগ,
রাঙালে কেন মোর পরাগ?
অন‍ন‍্য:-মন কেমনের নিশি-দিন কারাবাসে,
ফিরবো তব নিখাদ প্রেম পরিহাসে।
অনন‍্যা:-ভগ্ন হৃদি'র নিঝুম জোছনা রাত,
প্রতিক্ষিত অসু'র ক্লান্ত ধারাপাত।
অনন‍্যা:-দুরত্বের কারাবাসে সর্ব নিঃসঙ্গময়,
তোমা হীনে সখা মোরা আয়ুক্ষয়।

-



আজও বসন্ত আসে, নিভৃতে ধরা'র দিগন্ত দিকে-
বেদুইনের মরু রয়েগেছে, একই সম প্রাণহিনে ফিকে।

-



ও-বিশ্বজগত বয়স কত? ফ‍্যাকাশে লাগে তব আশমানি নীল,
হে-প্রগতি তোমারে মোর মিনতি, তারারা যেন-না-হয় বিলীন!

-



আমি আর চাহিনে ফিরিতে ও পথে,
প্রাণহীন যথা ধরা'র চিত্র কলহ পটে।

-



কল্পনার সেই আদি শহর শূন্য আজি-
একেলা আমার আধো-অলস-ঘুম-ঘোরে,
নিভৃতে কেহ লভিছে কাড়ি-
খেয়াবী ইচ্ছের মায়াবী ডোরে।

স্তূপীকৃত জাগতীক কলঙ্ক সব,
প্রগতিশীলতার বুকে দ্রাবিছে কলরব।

আমার কল্পিত নির্বাক একাকী শহরতলি,
আঁখিতে হেরি তামাশায় দেয় করতালি।

তাই এত্ত ক্রন্দন গ্রীষ্মেত্ত বিষাদ মন্দন,
এ শহরতলি চাহে নিখাদ সোহাগী রন্ধন,
মেঘের ভেলা যায়-আসে কে করে বন্ধন?

-


Fetching আমি আরণ‍্যক .....❤ Quotes