Poushaly Chakraborty   (ইতি এলোকেশী...)
315 Followers · 18 Following

read more
Joined 14 April 2019


read more
Joined 14 April 2019
16 AUG 2021 AT 13:32

শীতলপাটির ঘুমমাখা চোখ
বায়না হাজার রোদের,
মুঠোর প্রেমে রঙ লেগে যায়
বেখেয়ালী হাওয়া লেগে

এক বসন্তের ঝরা পাতায়
কোথায় থাকে প্রেমের খোঁজ,
শহর জানে এ শহরে
ভালোবাসা পাওয়া যায়, রোজ...

-


15 DEC 2021 AT 14:53

শেষ চরাচরে ধুসর পথিক, অমলিন যত দায়
গুস্তাখি মাফ করে দেয় প্রিয় চোখ
স্তব্ধতা এড়িয়ে যায় নীরব দৃশ্য
একার পৃথিবী জেহাদ জানায়
কানাকানি হয়েছে কত বিদ্রোহ
এবার মরলে ফিরবো আবার
পিছুটানেই অভ্যস্ত

মঞ্চে কতো নানান রঙ
গুলিয়ে যাচ্ছে অন্যের সাথে
পাহাড় ঘিরে খাদের জমায়েত
নদীর খবর আর কে-ই রাখে
সেদিনের যতো সুখীকোণ
দাঁড়ায় না তোমার আদলে
কোলাহল তো বারণ হলো
এবার কথা কানে কানে...

-


12 AUG 2021 AT 11:24

বিকল্প খোঁজে মন,
নিজের পরিধি নিজেই গড়ে দিনক্ষণ,
নির্জনতা পেরিয়ে কোথাও হিসেব-নিকেশ শেষে
উঁচু-নীচু নুড়িপাথরের স্বপ্ন এসে জমে

একটা-দুটো আবিস্কার
দুরের দেশের সুরে,
এখনও কোথাও জনান্তিকে
একাই আদর করে...

-


11 AUG 2021 AT 11:40

আর যদি নিছকই মনকেমন করি?
যদি ভেবে বসে থাকি আর ভালোবাসা নেই,
তবে কি তা একেবারেই ধুয়ে যাবে?

-রবীন্দ্রনাথ অভিমানেই বলেছিলেন প্রিয়,
"রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে"...

-


10 AUG 2021 AT 13:09

দাঁড়িয়ে জীবন্ত ফুটপাথ
চেনা পাড়ার মোর হেঁটে যায়,
সেখানে ঘুম পাওয়া যায় সস্তা

সন্ধ্যা পাখির ঘরের টানে
বাসস্টপে অবসাদের প্রেম,
নক্সীকাঁথার কাহিনী শুনে
ভাটিয়ালি সাজায় থেমস্...

-


10 AUG 2021 AT 10:58

অম্লান বিশ্লেষণের ভিড়ে,
ফু'রোতে ফু'রোতে একটা অফুরন্ত রাত
সৌদাহ্য ভুলে মিশতে চায়,
কাঁটার মতোন গেঁথে যায় বাস্তব

প্রেম সরিয়ে নম্রতার ঠেলায়
নরম মাংস গলে যায় হাতে, সহজেই
সময় কখন যাত্রী হয়, খবর রাখিনা তার
পুজো শেষে মুর্তি কখন জলে মিশে এক আকার...

-


9 AUG 2021 AT 20:00

প্রহর মেপে ঘুমন্ত বাউল
ধোঁয়ার মতো চক্রবূহ্য তার
মানুষ কত অসহায় বলো,
মনেই সাজায় সং সার

টুকরো টুকরো ছবি জমে
গল্পে গল্পে ঘিরে সময়,
মেঘ তো কেবল বৃষ্টি চেনে
ক্ষত তার আলাদা পরিচয়...

-


4 JUN 2021 AT 10:51

আমি তোমার গান গাইতাম
পকেত ভর্তি পঙক্তিগুলো,
একাই গুছিয়ে রাখে সংসার

সেদিন যদি তুমি তোমার সুর গাও
কথা দেওয়া থাক কথা রাখবার...

-


3 JUN 2021 AT 19:11

কাঁটাতারের বাড়ন্ত স্বপ্ন
ছিঁড়ে দেখা দেহদের ভিড়ে,
দ্বন্দ সাজানো কার্নিশ, মৃদু চিবুক
তার নিশ্চুপ
শহর...

-


31 MAY 2021 AT 19:46

একটা কোণে যখন মন বিদ্রোহ লেখে
নদীর মতো শান্ত তখন অবয়ব,
গাছ গুলোর আলোর ঠিকানা
হারিয়ে গেছে,
খুঁজে খুঁজে একটা পালক
হাওয়ায় শান্তি এক ঝলক

এরম কত উল্টো জামার ভেতর
আমার গন্ধ লোকানো,
মন ভালোর রাস্তা চড়ে ইচ্ছেনদী
আমিও কত অপেক্ষা সেরে,
আজও খোঁপার ফুল তুলি...

-


Fetching Poushaly Chakraborty Quotes