প্রিয়জন কারোর চাইনা হতে,
প্রয়োজনে পাশে থাকতে চাই।
ভালোবাসা হলো পুতুল খেলা,
খেলা শেষে ভেঙে যায়।-
আমার খুব প্রিয় মানুষেরাই শিখিয়েছে আমাকে,,
প্রয়োজনের সময় সবাই প্রিয় হয়।।
-
আমি চাই তোমার মনে রোজ রোজ নতুন প্রেম আসুক,
প্রেমগুলো যেন তিলে তিলে গড়ে ওঠে বছরের পর বছর ধরে...
তারপর একদিন হঠাৎ যেন দমকা হওয়ায় সব ভেঙে চুরমার হয়ে যায়,
ঠিক যেমন আমার হয়েছিল।
নইলে তুমি বুঝবে কি করে ভেঙেও কি করে বাঁচতে হয়,
সাঁতার না জানার কারণে অথৈ জলে কি করে হাবুডুবু খেতে হয়,
সবার মাঝে কি করে একা হয়ে থেকে যেতে হয়,
নইলে তুমি বুঝবে কি করে?-
শোন, ঐ সব ভালোবাসা ফালোবাসা বোলে কিছু হয় না,
আজ আছি কাল হারিয়ে গেলে ছিটাবে খই খুচরো আনা,
আগামী পরশু দেওয়ালে ছবি, কেউ ডাকবে না,
প্রয়োজন আর প্রিয়জন মোটেও ভিন্ন না ll-
বন্ধু তো হয় অনেকেই,
কিন্তু বন্ধুত্ব বোঝে কজন?
মুখ আর মুখোশের এই লড়াই এ
বোঝাই দায় কে আমার আপনজন?-
প্রিয়জন প্রয়োজন হলেও
প্রয়োজন প্রিয়জন হয় না;
কারণ
প্রথমটি অন্তরের
আর
দ্বিতীয়টি বিনিময়ের।।।
-
প্রয়োজন আর প্রিয়জনের পার্থক্য
বুঝতে শেখো বন্ধু,
তা না হলে..
প্রিয়জন কখন প্রয়োজন মিটিয়ে চলে যাবে,
ধরতেও পারবে না-
সব প্রিয় জিনিস নিজের করে পেতে হবে
এমন কোনো কথা নেই।
কিছু প্রিয় জিনিস আমাদের
না পাওয়ার লিস্টে আজীবন থেকে যায়।
অথচ সেই প্রিয় জিনিসটায়
সবার আগে দরকার ছিলো।-
আজ পর্যন্ত কারোর প্রিয়জন হতে পারলাম না, সবাই শুধু তাদের নিজস্ব প্রয়োজনেই ব্যবহার করলো!
—সাহিত্যিক-