চোখের সাথে আকাশের এক দারুণ মিল।
বৃষ্টির পরে দুটোই সুন্দর দেখায়।-
Emtiyaz Shahen Mishu
11 Followers 0 Following
তোমার সাথে প্রজাপতির মতো তিনটে দিন বাঁচতে চাই।
Joined 9 September 2019
7 JAN 2022 AT 21:42
1 JAN 2022 AT 19:44
মুখের কথা আর চোখের ভাষা হারিয়ে গেলে,
কথা থাকে কেবল দীর্ঘশ্বাসের৷-
30 DEC 2021 AT 22:44
স্থায়িত্ব নেই সম্পর্কের তবুও জড়িয়ে থাকে এক মায়া;
ঠিক যেভাবে শুকিয়ে আসা ফুলের থেকে হারিয়ে যায় গন্ধরা।-
16 DEC 2021 AT 12:24
প্রিয় মানুষটার জন্য অপেক্ষা.....
প্রিয় মানুষটাকে অনুভব করা.....
প্রিয় মানুষটাকে হারানোর ভয়....
প্রিয় মানুষটার জন্য,
অপেক্ষায় মরে যাওয়ার মতো অসুখ আর নেই৷-
14 DEC 2021 AT 22:48
ভালোবেসে উড়াও তুমি যাচ্ছেতাই ফানুস,
কেন তুমি বোঝো না!
আমারও যে অনুভূতি আছে, আমি তো মানুষ।-
5 NOV 2021 AT 22:38
তুমি চলে যাও ছেড়ে, রেখে যাও মায়া;
অবুঝ প্রেমিক বিচ্ছেদ বোঝে না,
বোঝে কেবল অবহেলা।-
29 OCT 2021 AT 22:44
চোখের নিচে কালো কালি
চোখে নেই ঘুম;
কপালে তুমি নেই
সেই সাথে নেই তোমার দেওয়া চুম৷-