এ নগর জুড়ে ব্যস্ততার কোলাহল,
দিগন্তে বিস্তৃত অনন্ত এক অপূর্ণতা।
বিষাদি বাতাসে লুকানো শিশির,
মাঝরাতে জানালায় বাতাসের কান্নার ধ্বনি।
নাটাই বিহীন একটা মায়াবী ঘুড়ি,
সুতোর লাগাম ধরে অযথা টানাটানি।
বিধ্বস্ত মন, অসামান্য দূরত্ব,
না বলা অভিমান, ভুলতে না পারা স্মৃতি।
একাকীত্বতায় পোড়া চেতনায়
তবুও রঙিন স্বপ্ন আঁকে মন।
কাজল কালো দু' চোখে পরাজিত
প্রদীপের মতো নিশ্চুপ ধ্রুবতারা।
—সাহিত্যিক-
I've noticed that being with you, I smile more often, I anger a little less quickly, the sun shines a little brighter, and life is so much sweeter. For being with you takes me to a different place,
a place called love.-
I’m grateful to Allah that He entrusted me with your love. You’re the one I love more than my life. Eid Mubarak my heart.
-
যে দিন স্বপ্ন সত্যি করে বাস্তবে এলে মোর ঘরে,
পূজার থালার শেষ ফুলটি আমি দিয়েছিনু তোমার পায়ে।
দৈন্যতা মোর অর্ঘ দেবী, দিও না পায়ে ঠেলে,
প্রেম যে আছে বুক ভরা মোর, দিয়েছি সবই তোমারে।-
My heart only beats for you, and my eyes always look for you. You are the most special person who completes me in every sense. I am always going to love you more than anyone else, and I will always be by your side because we are meant to be together till eternity.
Love you.-
I am jealous of everybody who is with you when I am not with you.
-
“To survive I need many things—food, air and water to name a few. But, for my live, I need you and your's love also. You are not only my soulmate. You are my strength to face this wild world.”
-
মেয়ে সত্যি করে একটা কথা বলবি প্লিজ? কোনদিন কি তুই তোর নিজের অজান্তে আমার শূন্যতা অনুভব করেছিস? নাকি কোন দিন তোর বুকের বাম পাশে ব্যথা অনুভব করেছিস আমার জন্য? আচ্ছা তুই এটা বল যে কোন দিন এমন হয়েছে আমাকে সবার মাঝে রেখে নিজের মনে করেছিস? কোন রাত জেগেছিস কি তুই আমার কথা ভেবে? কখনো কি আমার প্রতি অদৃশ্য মায়া অনুভব করেছিস? বল না মেয়ে এর মাঝে কোন অনুভুতি আমার জন্য হয়েছে কিনা।
—সাহিত্যিক-
ক্লান্ত আমি নিজেকে লুকাতে লুকাতে,
তুই এখনো আমায় খুঁজে পেলি না!
অস্তিত্ব হারিয়েছে আমার ঠিকানা,
মিলেছে তোর ওই ভালোবাসায়।
—সাহিত্যিক-
ইচ্ছে গুলো মনে মনে স্বপ্ন টাকে দেখুক
স্বপ্নগুলো জড়ো হয়ে পেছন থেকে ডাকুক
মুক্তমনে হাঁটতে থাকি যবেই ডেকে নেবে
সামনে সেদিন হাত বাড়িয়ে হাত এগিয়ে দেবে।
—সাহিত্যিক-