ভীড় করে মেঘ এসে দাঁড়িয়েছে দ্বারে,
বৃষ্টিরা চুপচাপ লেপে আছে আকাশের গায়ে,
নিঃসীম দিগন্তে, নুয়ে l
অভিমান জমে খিল আটকা দ্বারে,
রং চটা কল্পনারা বুঝদার নীরবতা সয়ে
জমে, বুকটা ছুঁয়ে l
অভিযোগ লাট খায় মিশ-ছায়া রোদ্দুরে,
এক ঝাঁক চুপকথা,ফড়িং এর পায়ে
উড়ে বাতাসের ফুঁ এ l
থেমে থাকা বৃষ্টি রা নেমে আসে ঝুপ করে,
হৃদয়য়ের কার্নিশে জমে থাকা সংলাপ
নিরব উচ্চারণে,ধুয়ে যায়
ঠোঁট ছুঁয়ে ll
-
"যুগ এর অসুখ"
এ এক ভীষণ যুগ,
বিশ্বাস, ভরসা শেষের পথে,
সেতু ভাঙার যুগ,
ভালোবাসা ফুরানোর দিকে,
প্রেম নয়, মোহ এক নির্মম অসুখ,
আক্রান্ত এ যুগ,
শরীর ছোঁয়ার ছোঁয়াচে রোগে,
ভালোবাসায় লেগেছে তুক
মায়া নাই, নাই টান, শুধু প্রাণে
উথাল আত্ম-সুখ l
এ এক কঠিন যুগ,
মুক্ত- মনা মানুষের ভীড়ে
নাই মানুষ, শুধু ই অ- সুখ l
আমার অ-সুখ, তোমার অ-সুখ
তার ও অ-সুখ,কুৎসিত তুক
এ যুগের ভীষণ অসুখ ll
-
দুঃখ সয়ে বেঁচে থাকতে শেখো,
দিন বদলাবেই, যে কোনো তারিখে
তোমার বেঁচে থাকা কারো কারো ভালো থাকা
এই মিথ্যে দুনিয়ায় তুমি নও একা
আছে সত্যি আপন আর স্বজন, যারা
তোমার নামে দূর্বায় বাঁধে লাল সুতা ll-
দূরে সরে যাই, আরও আরও
দূরে চুপচাপ l
জল-ধোয়া বাতাসে গল্প কারো
নিস্তব্ধতায় টুপটাপ
ধুয়ে যায়, মোছে না,স্পষ্ট আরও
মিথ্যা তুমির জলছাপ ll-
তোমার পছন্দের রঙের পাঞ্জাবীটা পড়া হোলো না l
বুঝলাম, একজীবনে পূর্ণ হয় না
সব,সাধের বায়না l
আর জন্মান্তর সত্যি আসে কি-না
জানি না l
-
তুমি,যেটাকে আমার অহংকার ভাবো,
সেটা আমার আত্মসম্মান l
এ অহংকার আমার রক্তে মিশে আছে,
প্রকাশ তো পাবেই স্বভাবে ll
-
উঠতে বসতে দুঃখের সাথে ঠোকা খাই l
যন্ত্রনায় হাত বুলিয়ে বলি ' আমার কোনো কষ্ট নাই l'
-
থাকবো তো ঠিক ই,
কখনো ভাবনায়,
কখনো তোর নিরবতায় l
ঝাঁপসা তখন তোর দিঠি,
ভেসে উঠবো আয়নায়
বেখেয়ালি,তোর ইচ্ছের বায়নায় ll
-
চোখের কাজলে তোমাকে এঁকেছি,
এ চোখে অশ্রু দিও না,
জলের তোড়ে ধুয়ে যাবে তুমি l
-
যেও না কখনো,একা করে দিয়ে
সব মানুষ একাকিত্ব সইতে পারে না l
হয়তো অভিনয়, তুমি শ্রেষ্ঠ হও অভিনয়ে,
বেঁচে থাক কেউ তোমার অভিনয়ে l
-